মাধ্যমিক মানচিত্রের অনুশীলন ও সাজেশন

মাধ্যমিক মানচিত্রের অনুশীলন ও সাজেশন
মাধ্যমিক মানচিত্রের অনুশীলন ও সাজেশন 


মাধ্যমিক ইতিহাসের বার্ষিক পরীক্ষায় প্রত্যেক ছাত্রছাত্রীকেই আবশ্যিক ভাবে অন্তত একটি মানচিত্র বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হয়। মাধ্যমিক প্রশ্নপত্রে বিভাগ - খ এ উপবিভাগ - ২.৪ এ মানচিত্র বিষয়ক ৪ টি প্রশ্ন দেওয়া থাকে। এখানে বিশেষ চারটি কেন্দ্র বা এলাকাকে মানচিত্রে চিহ্নিত করতে বলা হয়। 

এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, মাধ্যমিকের মূল প্রশ্নপত্রে বিভাগ - খ বিভাগে মোট ৫ টি উপবিভাগ থাকে। প্রত্যেকটি উপবিভাগে ৪ টি করে মোট ২০ টি প্রশ্ন থাকে। এর মধ্যে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে সর্বমোট ১৬ টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই ১৬ টি প্রশ্নের শর্ত পূরণ করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকেই অন্তত ১ টি মানচিত্র বিষয়ক প্রশ্নের উত্তর বা স্থান চিহ্নিত করতেই হয়। 

মানচিত্র বিষয়ক প্রশ্ন যেহেতু আবশ্যিক, তাই প্রথম থেকেই মানচিত্র অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারন একমাত্র অনুশীলনের মধ্য দিয়েই মানচিত্রে নির্দিষ্ট স্থান ও এলাকা গুলিকে নিখুঁত ভাবে চিহ্নিত করা সম্ভব। 

(১.) মানচিত্র প্র্যাক্টিসের ক্ষেত্রে কোন কোন দিক গুলিকে মনে রাখতে হবে? 

মানচিত্র অনুশীলনের জন্য ৩ টি কথা মনে রাখতে হবে। 

এক, মানচিত্রে স্থান নির্দেশ কখনই পেনে করবে না। মানচিত্র করার ক্ষেত্রে সবসময় পেনসিল ব্যবহার করবে। মনে রাখবে, বোর্ডের পরীক্ষায় তোমাকে একটাই ম্যাপ দেবে। পেনসিলের আঁচর তুমি রাবার ব্যবহার করে মুছতে বা সংশোধন করতে পারলেও, পেনের ক্ষেত্রে তা পারবে না। 

দুই, মানচিত্রে নির্দিষ্ট কেন্দ্র চিহ্নিত করতে বলা হলে, তা একটি বিন্দু দিয়ে চিহ্নিত করতে হবে এবং তীর চিহ্ন দিয়ে কেন্দ্রটির নাম লিখে দিতে হবে। 

তিন, মানচিত্রে বিশেষ কোন বিদ্রোহের এলাকা চিহ্নিত করতে বলা থাকলে নির্দিষ্ট সীমান্ত সহ এলাকাটিকে ম্যাপে তুলে ধরতে হবে। 

(২.) মানচিত্রের প্রশ্ন কোথা থেকে আসে? 

মাধ্যমিক ইতিহাসে মানচিত্র বিষয়ক প্রশ্ন অত্যন্ত নিশ্চিত ভাবেই ৩ টি জায়গা থেকে আসে। যথা :- 

  • (ক.) মহাবিদ্রোহের বিভিন্ন কেন্দ্র সমূহ, 
  • (খ.) তৃতীয় অধ্যায়ের বিভিন্ন কৃষক বিদ্রোহের এলাকা বা স্থান সমূহ এবং 
  • (গ.) অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য ও নবগঠিত প্রদেশ গুলির এলাকা। 

বিগত প্রায় আট বছর ধরে এই তিনটি জায়গা থেকেই মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন গুলি ধারাবাহিক ভাবে এসে চলেছে। তোমরা নিশ্চিত থাকতে পারো, তোমরা যে বছর পরীক্ষা দিতে চলেছো, সেই বছরেও এই মূল তিনটি জায়গা থেকেই ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন গুলি আসবে।

খুব সহজ করে বলতে গেলে, বিগত বছর গুলিতে মাধ্যমিক পরীক্ষায় মানচিত্র বিষয়ে যে যে প্রশ্ন গুলি এসেছে, সেগুলি ঠিকঠাক অনুশীলন করলেই তোমরা নিশ্চিত ভাবে ম্যাপ পয়েন্টিংয়ের প্রায় সব প্রশ্নই কমন পেয়ে যাবে। 

এ প্রসঙ্গে একটি কথা মনে রাখবে, তোমরা যে বছরটিতে পরীক্ষা দেবে তার আগের বছরটির প্রশ্ন গুলিকে বাদ রেখে, বাদবাকি সব প্রশ্ন গুলিকেই অনুশীলন করে যাও। মাধ্যমিকে সচরাচর আগের বছরে পড়ে যাওয়া কোন প্রশ্নই রিপিট হয়ে আসে না। 

(৩.) মানচিত্রের জন্য কোন কেন্দ্র বা স্থান গুলি গুরুত্বপূর্ণ? 

নতুন সিলেবাসে এখনও পর্যন্ত (২০২৪) যতবার পরীক্ষা হয়েছে, মানচিত্র সম্পর্কে নিন্মলিখিত প্রশ্ন গুলিই বারে বারে ঘুরে ফিরে এসেছে। এগুলিই সাজেশন এবং এগুলিকেই সঠিক ভাবে অনুশীলন করে যাও। 

তোমাদের সুবিধার জন্য এখানে কিছু নমুনা মানচিত্রে স্থান গুলিকে চিহ্নিত করে তুলে ধরা হয়েছে। আশা করি, আমাদের এই মানচিত্র বিষয়ক আলোচনা কিছুটা হলেও তোমাদের উপকৃত করবে। 

(ক.) মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র :-

  • মহাবিদ্রোহের কেন্দ্র - ঝাঁসি ( মাধ্যমিক - ২০১৮) 
  • মহাবিদ্রোহের কেন্দ্র - মীরাট ( মাধ্যমিক - ২০২৩/২০২০),
  • মহাবিদ্রোহের কেন্দ্র - দিল্লি ( মাধ্যমিক - ২০২৪/২০২২)
  • মহাবিদ্রোহের কেন্দ্র - কানপুর ( মাধ্যমিক - ২০২৪/২০২২)

মহাবিদ্রোহের কেন্দ্র সমূহ
মহাবিদ্রোহের কেন্দ্র সমূহ 


মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহ
মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহ


(২.) বিভিন্ন কৃষক বিদ্রোহের স্থান বা এলাকা :-

  • মুন্ডা বিদ্রোহের এলাকা (মাধ্যমিক - ২০১৮)
  • নীল বিদ্রোহের কেন্দ্র - যশোহর - নদীয়া ( মাধ্যমিক - ২০২২/২০২০/২০১৯/২০১৭)
  • কোল বিদ্রোহের এলাকা - ছোটনাগপুর ( মাধ্যমিক - ২০২২)
  • সাঁওতাল বিদ্রোহের এলাকা ( মাধ্যমিক - ২০২৩/২০১৯/২০১৭), 
  • বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র - বারাসাত ( মাধ্যমিক - ২০২৩/২০২০/২০১৯) 
  • চুয়াড় বিদ্রোহের এলাকা (মাধ্যমিক - ২০২৪/২০১৮) 

বিভিন্ন কৃষক বিদ্রোহের কেন্দ্র সমূহ
বিভিন্ন কৃষক বিদ্রোহের কেন্দ্র সমূহ


উল্লেখযোগ্য কেন্দ্র
উল্লেখযোগ্য কেন্দ্র


(৩.) বিভিন্ন দেশীয় রাজ্য ও নবগঠিত প্রদেশ :-

  • দেশীয় রাজ্য - জুনাগড় (মাধ্যমিক - ২০১৮)
  • পুর্নগঠিত রাজ্য - মহারাষ্ট্র (মাধ্যমিক - ২০২০)
  • দেশীয় রাজ্য হায়দরাবাদ (মাধ্যমিক - ২০২৩/২০১৯/২০১৭),
  • পুর্নগঠিত রাজ্য - কেরল (মাধ্যমিক - ২০২৪)
  • পুর্নগঠিত রাজ্য - গুজরাত (মাধ্যমিক - ২০১৭)

নবগঠিত রাজ্যের কেন্দ্র সমূহ
নবগঠিত রাজ্যের কেন্দ্র সমূহ


স্বাধীনতা পূর্ব দেশীয় রাজ্য সমূহ
স্বাধীনতা পূর্ব দেশীয় রাজ্য সমূহ


মানচিত্র বিষয়ক আরো বিস্তারিত জানতে নিন্মলিখিত লেখাটি 👇 ক্লিক করে পড়ে দেখতে পারো।

মাধ্যমিক ইতিহাসের মানচিত্রের প্রস্তুতি কিভাবে নেবে?

Post a Comment (0)
Previous Post Next Post