একাদশ মক টেস্ট - ০৮ (দ্বিতীয় অধ্যায়)

 

একাদশ মক টেস্ট - ০৮
একাদশ মক টেস্ট - ০৮

প্রিয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রী, HISTORY CLASS ROOMঅষ্টম মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের আজকের অষ্টম মক টেস্টের পরীক্ষার বিষয় হল - দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য চ্যাপ্টারটি। একাদশ শ্রেণির পুরানো সিলেবাসে রোমান সাম্রাজ্যের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টির সামান্য কিছুটা অংশ সংযুক্ত ছিলো। 

দ্বিতীয় অধ্যায়ে বিগত ওল্ড সিলেবাসে যে মূল প্রশ্ন গুলো বোর্ডের পরীক্ষায় পড়েছিলো, সেগুলি এবং সংসদ প্রবর্তিত কিছু মডেল  ও গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের মক টেস্ট পর্বটি সাজানো হয়েছে। আশা করি, আজকের মক টেস্টটি তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে অনেকখানি সাহায্য করবে।

মক টেস্ট 

মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/40
স্পার্টার ক্রীতদাসদের বলা হত -
হেলট
মেটিক
পেনেসটাই
পেরিওকয়
2/40
স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত -
পেরিওকয়
হেলট
স্প্যার্টিয়েট
মেটিক
3/40
স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল -
হেলট
পেরিওসি
স্পার্টান
মেটিক
4/40
স্পার্টার সমাজে ছিল - (i) হেলট (ii) পেরিওকয় (iii) প্যাট্রিসিয়ান (iv) স্পার্টান
(i) সঠিক এবং (ii) (iii) (iv) ভুল
(ii) (iii) সঠিক এবং (i) (iv) ভুল
(i) (ii) (iii) সঠিক এবং (iv) ভুল
(i) (ii) (iv) সঠিক এবং (iii) ভুল
5/40
প্রাচীন গ্রীসের অধিকাংশ ক্রীতদাস আসত -
যুদ্ধবন্দীদের মধ্য থেকে
জলদস্যুদের আক্রমনে বন্দি হওয়া মানুষদের মধ্য থেকে
ঋন পরিশোধে অক্ষম ব্যক্তিদের মধ্য থেকে
বিদেশ থেকে আমদানি করে
6/40
কোন রোমান ক্রীতদাস তার প্রভুর প্রানরক্ষা করলে -
ক্রীতদাসটি প্রচুর অর্থ পেত
ক্রীতদাসটি বড়ো পুরস্কার পেত
ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত
ক্রীতদাসটি গ্ল্যাডিয়েটার হিসাবে গন্য হত
7/40
প্রথম দাস বিদ্রোহ হয়েছিল -
সিসিলিতে
মিশরে
ইতালিতে
ফ্লোরেন্সে
8/40
স্পার্টাকাস কে ছিলেন?
১৩৮ খ্রিঃ পূর্বে দাস বিদ্রোহের নেতা
১০৪ - ১০০ খ্রিঃ পূর্ব নাগাদ রোমে হওয়া দাস বিদ্রোহের নেতা
৭৩ খ্রিঃ পূর্বাব্দে রোমের দাস বিদ্রোহের নেতা
১০৫ খ্রিঃ পূর্বাব্দ নাগাদ রোমে হওয়া দাস বিদ্রোহের নেতা
9/40
পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত -
ভার্নি
গ্ল্যাডিয়েটার
প্যাট্রিসিয়ান
ম্যানুমিসিও
10/40
গ্ল্যাডিয়েটার কারা?
রোমের সশস্ত্র যোদ্ধা যারা দর্শকদের মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করত
রোমের নিষ্ক্রিয় যোদ্ধা যারা শুধুমাত্র অন্য পশুর সঙ্গে লড়াই করতো
রোমের ক্রীতদাস যারা বেঁচে থাকার জন্য শুধুমাত্র ক্রীতদাসদের সঙ্গেই লড়াই করতো
গ্রিসের সাধারণ মানুষ যারা অভিজাতদের মনোরঞ্জনের জন্য লড়াই করতো
11/40
দাস অর্থনীতি কী?
দাস প্রথার ওপর নির্ভরশীল অর্থনীতি
অভিজাত শ্রেনী কর্তৃক দাসের ওপর অত্যাচার করা
ভূমিদাসদের ওপর নির্ভর করে গড়ে ওঠা অর্থনীতি
দাস মালিকদের ওপর নির্ভরশীল অর্থনীতি
12/40
প্যাট্রিসিয়ানরা ছিল -
রোমের
গ্রিসের
ফ্রান্সের
ইতালির জনগন
13/40
প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো?
রোমের অভিজাত ও ক্রীতদাসদের
রোমের অভিজাত শ্রেনী ও সাধারণ মানুষদের
রোমের সাধারণ মানুষ ও ক্রীতদাসদের
রোমান সম্রাট ও অভিজাত শ্রেনীকে
14/40
তিনটি মহাদেশ জুড়ে কোন সাম্রাজ্যের বিস্তৃতি ছিল?
অটোমান সাম্রাজ্য
ম্যাসিডোনীয় সাম্রাজ্য
রোমান সাম্রাজ্য
আক্কাদীয় সাম্রাজ্য
15/40
রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় -
ভূমধ্য সাগরকে
লোহিত সাগরকে
প্রশান্ত মহাসাগরকে
টাইবার নদীকে
16/40
রোমের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন -
জুলিয়াস সিজার
অগাস্টাস সিজার
নিরো
রোমুলাস অগাস্টাস
17/40
কিংবদন্তী অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করেন?
৫ জন
৭ জন
৯ জন
১১ জন
18/40
প্রাচীন রোমের আইন সভাকে বলা হত -
কনসাল
সিনেট
পার্লামেন্ট
কমিসিয়া - কিউরিয়াটা
19/40
De Republica গ্রন্থটি কার লেখা?
সিসেরো
লিভি
অ্যারিস্টট্ল
হেনরী
20/40
রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয় -
জুলিয়াস সিজার ও পম্পেই
অগাস্টাস সিজার ও সুল্লা
রোমুলাস ও পম্পেই
নিরো ও পম্পেইয়ের মধ্যে
21/40
কে নিজেকে "প্রিন্সেপস" বা প্রথম নাগরিক বলে ঘোষনা করেন?
নিরো
রোমুলাস
অগাস্টাস সিজার
রেমাস
22/40
রোমের কলোসিয়ামে অ্যাম্ফিথিয়েটার নির্মানের কাজ কোন রোমান সম্রাট শুরু করেন?
ক্যালিগুলা
ডেসিয়াস
ক্যারাকালা
ভেসপাসিয়ান
23/40
নতুন রোম নামে পরিচিত ছিল -
কনস্ট্যানন্টিনোপল
মিলান
থিবস
রোম
24/40
কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন?
জুলিয়াস সিজার
অগাস্টাস সিজার
কনস্ট্যানন্টাইন
জাস্টিনিয়ান
25/40
পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল -
রোম
মিলান
বাইজানন্টাইন
ভেনিস
26/40
পশ্চিম রোমন সাম্রাজ্যের রাজধানী ছিল -
কনস্ট্যানন্টিনোপল
রোম
মিলান
ফ্লোরেন্স
27/40
পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে
তুর্কিদের হাতে
জার্মানদের হাতে
হুনদের হাতে
সেলজুক তুর্কিদের হাতে
28/40
প্রজাতান্ত্রিক রোমে রাজা নির্বাচিত হতেন
একজন
তিন জন
পাঁচজন
দুইজন
29/40
পিউনিক যুদ্ধ হয়েছিল -
রোমানদের সঙ্গে ইতালীয়দের
রোমানদের সঙ্গে কার্থেজের
রোমানদের সঙ্গে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের
রোমানদের সঙ্গে গ্রিসের
30/40
কার্থেজের বর্তমান হল -
ইরান
গ্রিস
আফ্রিকা
তুরস্ক
31/40
অগাস্টাস সিজার উপাধি গ্রহন করেন -
অক্টাভিয়ান
মার্ক অ্যান্টনি
জুলিয়াস সিজার
পম্পেইয়াস ম্যাগনাস
32/40
"pax Romana" হল -
রোমের অশান্তির যুগ
রোমের শান্তি ও সমৃদ্ধির যুগ
রোমের গৃহযুদ্ধের যুগ
রোমের দুর্ভিক্ষের যুগ
33/40
প্রথম ক্রুসেড হয়েছিলো -
১০০০ খ্রিঃ
১০৯৬ খ্রিঃ
১১৪৭ খ্রিঃ
১২০০ খ্রিঃ
34/40
ল্যাটিফান্ডিয়াম বলা হয় -
রোমের মিউজিয়ামকে
রোমের বড়ো কৃষিক্ষেত্র গুলিকে
রোমের দাস প্রভুর বাড়িকে
রোমের ভূমিদাসপ্রথাকে
35/40
সিসেরো কোন দেশের ছিলেন?
প্রাচীন গ্রিসের
প্রাচীন রোমের
প্রাচীন ভারতের
প্রাচীন তুরস্কের
36/40
রোমে জন্মসূত্রের ক্রীতদাসদের বলা হত -
ভার্নি
ম্যানুমিসিও
হেলট
মেটিক
37/40
কোন রোমান সম্রাট সর্বপ্রথম রোমান সাম্রাজ্যের সকল আইন একত্রীভূত করেন?
জুলিয়াস সিজার
অগাস্টাস সিজার
জাস্টিনিয়ান
সিসেরো
38/40
শাশ্বত নগরী বলা হয় -
মিলানকে
ইস্তামবুলকে
রোমকে
তুরস্ককে
39/40
পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটান -
সুলতান সুলেমান
প্রথম মহম্মদ
দ্বিতীয় মহম্মদ
তৃতীয় মহম্মদ
40/40
পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান -
অডোয়েকার
সালাদিন
দ্বিতীয় মহম্মদ
জুলিয়াস সিজার
Result:
Post a Comment (0)
Previous Post Next Post