একাদশ মক টেস্ট - ০৮ |
প্রিয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রী, HISTORY CLASS ROOM এ অষ্টম মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের আজকের অষ্টম মক টেস্টের পরীক্ষার বিষয় হল - দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য চ্যাপ্টারটি। একাদশ শ্রেণির পুরানো সিলেবাসে রোমান সাম্রাজ্যের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টির সামান্য কিছুটা অংশ সংযুক্ত ছিলো।
দ্বিতীয় অধ্যায়ে বিগত ওল্ড সিলেবাসে যে মূল প্রশ্ন গুলো বোর্ডের পরীক্ষায় পড়েছিলো, সেগুলি এবং সংসদ প্রবর্তিত কিছু মডেল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের মক টেস্ট পর্বটি সাজানো হয়েছে। আশা করি, আজকের মক টেস্টটি তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে অনেকখানি সাহায্য করবে।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/40
স্পার্টার ক্রীতদাসদের বলা হত -
2/40
স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত -
3/40
স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল -
4/40
স্পার্টার সমাজে ছিল - (i) হেলট (ii) পেরিওকয় (iii) প্যাট্রিসিয়ান (iv) স্পার্টান
5/40
প্রাচীন গ্রীসের অধিকাংশ ক্রীতদাস আসত -
6/40
কোন রোমান ক্রীতদাস তার প্রভুর প্রানরক্ষা করলে -
7/40
প্রথম দাস বিদ্রোহ হয়েছিল -
8/40
স্পার্টাকাস কে ছিলেন?
9/40
পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত -
10/40
গ্ল্যাডিয়েটার কারা?
11/40
দাস অর্থনীতি কী?
12/40
প্যাট্রিসিয়ানরা ছিল -
13/40
প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো?
14/40
তিনটি মহাদেশ জুড়ে কোন সাম্রাজ্যের বিস্তৃতি ছিল?
15/40
রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় -
16/40
রোমের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন -
17/40
কিংবদন্তী অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করেন?
18/40
প্রাচীন রোমের আইন সভাকে বলা হত -
19/40
De Republica গ্রন্থটি কার লেখা?
20/40
রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয় -
21/40
কে নিজেকে "প্রিন্সেপস" বা প্রথম নাগরিক বলে ঘোষনা করেন?
22/40
রোমের কলোসিয়ামে অ্যাম্ফিথিয়েটার নির্মানের কাজ কোন রোমান সম্রাট শুরু করেন?
23/40
নতুন রোম নামে পরিচিত ছিল -
24/40
কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন?
25/40
পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল -
26/40
পশ্চিম রোমন সাম্রাজ্যের রাজধানী ছিল -
27/40
পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে
28/40
প্রজাতান্ত্রিক রোমে রাজা নির্বাচিত হতেন
29/40
পিউনিক যুদ্ধ হয়েছিল -
30/40
কার্থেজের বর্তমান হল -
31/40
অগাস্টাস সিজার উপাধি গ্রহন করেন -
32/40
"pax Romana" হল -
33/40
প্রথম ক্রুসেড হয়েছিলো -
34/40
ল্যাটিফান্ডিয়াম বলা হয় -
35/40
সিসেরো কোন দেশের ছিলেন?
36/40
রোমে জন্মসূত্রের ক্রীতদাসদের বলা হত -
37/40
কোন রোমান সম্রাট সর্বপ্রথম রোমান সাম্রাজ্যের সকল আইন একত্রীভূত করেন?
38/40
শাশ্বত নগরী বলা হয় -
39/40
পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটান -
40/40
পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান -
Result: