আলবেরুনী - MCQ

আলবেরুনী - MCQ
আলবেরুনী - MCQ

(ক.) মডেল প্রশ্নোত্তর :-

(১.) আলবেরুনী ভারতে আসেন - (a) খ্রিঃ দশম শতকে(b) খ্রিঃ একাদশ শতকে (C) খ্রিঃ দ্বাদশ শতকে (d) খ্রিঃ ত্রয়োদশ শতকে।

উত্তর :- (b.) খ্রিঃ একাদশ শতকে।

 (২.) সুলতান মামুদ কোথাকার শাসক ছিলেন  - (a) গজনী রাজ্যের (b) ঘুর রাজ্যের (C) খোয়ারিজম রাজ্যের (d) হিন্দুস্থানের।

উত্তর :- (a) গজনী রাজ্যের।

 (৩.) আলবেরুনী জন্মগ্রহণ করেন - (a) গজনীতে (b) পাঞ্জাবে (C) ভারতে (d) খোয়ারিজম রাজ্যে।

উত্তর :- (d) খোয়ারিজম রাজ্যে।

(৪.) খোয়ারিজম রাজ্য অবস্থিত ছিলো বর্তমানে - (a) আফগানিস্তানে (b) উজবেকিস্তানে(C) পাকিস্তানে (d) তুর্কমেনিস্থানে।

উত্তর :- (b) উজবেকিস্তানে।

(৫.) আলবেরুনী কোন ভাষা জানতেন না? (a) আরবি ভাষা (b) গ্রিক ভাষা (C) ফার্সি ভাষা d) হিব্রু ভাষা। 

উত্তর :- (b) গ্রিক ভাষা। 

(৬.) সুলতান মামুদ খাওয়ারিজম রাজ্য আক্রমণ করেন - (a) 1002 খ্রিঃ (b) 1016 খ্রিঃ (C) 1017 খ্রিঃ (d) 1029 খ্রিঃ ।

উত্তর :- (C) 1017 খ্রিঃ।

(৭.) আলবেরুনী জন্মগ্রহণ করেন - (a) 973 খ্রিঃ (b) 975 খ্রিঃ (c) 912 খ্রিঃ (d) 929 খ্রিঃ ।

উত্তর :- (a) 973 খ্রিঃ।

(৮.) আলবেরুনী সংস্কৃত ভাষা শিখেছিলেন - (a) খোয়ারিজমে (b) গজনিতে (c) ভারতে (d) পাকিস্তানে।

উত্তর :- (c) ভারতে।

(৯.) আলবেরুনীর মৃত্যু হয় - (a) 1048 খ্রিঃ খোয়ারিজমে (b) 1048 খ্রিঃ পাঞ্জাবে (c) 1048 খ্রিঃ সিন্ধু অঞ্চলে (d) 1048 খ্রিঃ গজনিতে। 

উত্তর :- (d) 1048 খ্রিঃ গজনিতে। 

(১০.) "kitab - ul - Hind" - গ্রন্থটির লেখক হলেন - (a) মার্কো পোলো (b) আব্দুল রাজ্জাক (c) আলবেরুনী (d) সুলতান মামুদ।

উত্তর :- (c) আলবেরুনী।

(১১.) "তহকিক - ই - হিন্দ" গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়? (a)গ্রিক ভাষায় (b) উর্দু ভাষায় (c) ফারসি ভাষায় (d) আরবি ভাষায়। 

উত্তর :- (d) আরবি ভাষায়। 

(১২.) "কিতাব - উল - হিন্দ" গ্রন্থটি ________টি অধ্যায়ে বিভক্ত ছিলো। (a) 70 (b) 75 (C) 80 (d) 85

উত্তর :- (c ) 80 টি অধ্যায়ে।

(১৩.) আলবেরুনী ভারতে অবস্থান করেন - (a) নয় বছর(b) দশ বছর (C) এক বছর (d) পাঁচ বছর। 

উত্তর :- (b) দশ বছর। 

(১৪.) আলবেরুনী ভারত ভ্রমনে আসেন - (a) 1016 খ্রিঃ (b) 1019 খ্রিঃ (c) 1025 খ্রিঃ (d) 1026 খ্রিঃ।

উত্তর :- (b) 1019 খ্রিঃ।

(১৫.) "আবু রিহান" কি নামে ইতিহাসে অধিক পরিচিত ছিলেন - (a) আব্দুল রজ্জক (b) মামুদ (c ) ইবন বতুতা (d) আলবেরুনী।

উত্তর :- (d) আলবেরুনী।

(১৬.) "Father of Modern Geodesy" কার উপাধি ছিলো? (a) আলবেরুনীর (b) মামুদের (c) মার্কো পোলোর (d) ইবন বতুতার।

উত্তর :- (a) আলবেরুনীর।

(১৭.) সোমনাথ মন্দির অবস্থিত ছিলো - (a) পাঞ্জাবে (b) উত্তর প্রদেশে (c) সিন্ধু অঞ্চলে (d) গুজরাটে।

উত্তর :- (d) গুজরাটে।

(১৮.) চক্রভামিন মন্দির অবস্থিত ছিলো - (a) থানেশ্বরে (b) দিল্লিতে (c) গুজরাটে (d) তামিলনাড়ুতে।

উত্তর :- (a) থানেশ্বরে।

(১৯.) ভারতীয়রা লেখার ক্ষেত্রে ব্যবহার করতো না - (a) ভুর্জ বা গাছের ছাল (b) পশু চর্ম (c) তালপত্র (d) তুলোট কাগজ। 

উত্তর :- (b) পশু চর্ম। 

(২০.) হিন্দুদের মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দিয়েছিলেন - (a) পতঞ্জলি (b) বাসুদেব শ্রীকৃষ্ণ (c) বাসুদেব নারায়ন (d) শঙ্করাচার্য।

উত্তর :-(c) বাসুদেব নারায়ন।

(২১.) হিন্দুদের একটি অহংকারী জাতি বলে অভিহিত করেছিলেন - (a) আলবেরুনী (b) মামুদ (c) ফ্রাঁসোয়া বার্নিয়ে(d) ইবন বতুতা।

উত্তর :- (a) আলবেরুনী।

(২২.) আলবেরুনীর ভারত আগমনকালে ভারতবর্ষ - (a) রাজনৈতিক ভাবে বহু রাজ্যে বিভক্ত ছিলো (b) রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ ছিলো (c) বৈদেশিক শাসনের অধীনে ছিলো (d) অরাজক অবস্থার মধ্যে ছিলো। 

উত্তর :-  (a) রাজনৈতিক ভাবে বহু রাজ্যে বিভক্ত ছিলো। 

(২৩.) আলবেরুনীর ভারত ভ্রমণ কালে ভারতে সর্বাধিক প্রচলিত বর্নমালা ছিলো - (a) সিন্ধমাতৃকা (b) অর্ধনাগরী (c) নাগর (d) মালওয়ারী।

উত্তর :- (a) সিন্ধমাতৃকা।

(২৪.) ভারতে গজনভি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় - (a) মূলতান (b) দিল্লি (c) পাঞ্জাব (d) মধ্যপ্রদেশ। 

উত্তর :- (c) পাঞ্জাব। 

(২৫.) আলবেরুনী "কিতাব - উল - হিন্দ" গ্রন্থে ভারতকে _______ নামে অভিহিত করেন। (a) হিন্দুস্তান (b) ইন্ডিয়া (c) অল - হিন্দ (d) ভারতবর্ষ।

উত্তর :- (c) অল - হিন্দ।

(২৬.) আল বেরুনীর বর্ননা অনুযায়ী ভারতীয়দের কয়টি বিবাহ স্বীকৃত ছিলো? - (a) একটি (b) দুইটি(c) তিনটি (d) চারটি।

উত্তর :- (d) চারটি।

(২৭.) "একনক্ত" হলো - (a) এক মধ্যাহ্ন থেকে আরেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস (b) একদিন যাবৎ উপবাস (c) অমাবস্যার দিন উপবাস (d) পূর্নিমার দিন উপবাস।

উত্তর :- (a) এক মধ্যাহ্ন থেকে আরেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস।

(২৮.) চন্দ্রায়ন হল - (a) চাঁদের উদয়ের সঙ্গে সম্পর্কিত ভাবনা (b) পূর্নিমার দিনের উপবাস (c) চন্দ্রগ্রহণের সময় আহার গ্রহন (d) চাঁদ ও সূর্যের মাঝে দূরত্ব নির্ধারণ। 

উত্তর :-  (b) পূর্নিমার দিনের উপবাস।

 (২৯.) আলবেরুনীর মতে হিন্দুদের পালনীয় কর্তব্য ছিলো - (a) ৭ টি (b) ৯ টি (c) ১০ টি (d) ১২ টি।

উত্তর :-  (b) ৯ টি।

(৩০.) খোয়ারিজম রাজ্যের রাজধানীর নাম ছিলো - (a) উর (b) ঘুর (c) উরগঞ্জ (d) গজনি।

উত্তর :-  (c) উরগঞ্জ।


(খ.) একঝলকে মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

(১.) পরিচয় :- 

 আলবেরুনীর - 

  • জন্ম : - ৯৭৩ খ্রিঃ খোয়ারিজম রাজ্যে (বর্তমান উজবেকিস্তানে)। 
  • আলবেরুনীর মৃত্যু হয় :- ১০৪৮ খ্রিঃ গজনীতে।
  • আলবেরুনীর সম্পূর্ন নাম :-  আবু রিহান মুহাম্মদ বিন আহমদ আল বিরুনী অল খরিজিমি" বা আবু রিহান। 
  • আলবেরুনী ইওরোপে পরিচিত ছিলেন :- আলি বোরান নামে। 
  • আলবেরুনীর উপাধি ছিলো :- "Father of Modern Geodesy"

(২.) আলবেরুনী বিখ্যাত কেন? 

  • একাদশ শতাব্দীতে ভারতে আগত আরব পর্যটকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন - আল বেরুনী। 
  • তিনি  ছিলেন একাদশ শতাব্দীতে মধ্য এশিয়ার একজন অন্যতম জ্যোতির্বিদ, গনিতজ্ঞ, দার্শনিক, ভূগোলবিদ ও ঐতিহাসিক।
  • আলবেরুনীই প্রথম পৃথিবীর ব্যাসার্ধ গননার সূত্র আবিষ্কার করেন। 
  • তাঁকে ভারতে "ইন্দোলজির প্রতিষ্ঠাতা" বলা হয়।
  • তাঁর ভারত ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থটি ছিল - "তহকিক - ই - হিন্দ" ।

(৩.) আলবেরুনীর ভাষা সংক্রান্ত জ্ঞান - 

আলবেরুনী - 

  • যেসব ভাষা জানতেন - সিরীয়, আরবি, ফারসি, হিব্রু, সংস্কৃত।  
  • তিনি যে ভাষা জানতেন না - গ্রীক। 
  • সংস্কৃত ভাষা শেখেন - ভারতে। 

(৪.) খোয়ারিজম রাজ্য সম্পর্কিত তথ্য :- 

খোয়ারিজম রাজ্যটি - 

  • অবস্থিত ছিলো - বর্তমান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মধ্যবর্তী আমুদরিয়া নদীর ধারে। 
  • রাজ্যটিকে শাসন করতো - মামুনি রাজবংশ। 
  • খ্যাত ছিলো - তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে। 
  • এই রাজ্যের রাজধানীর নাম ছিলো - উরগঞ্জ। 
  •  সুলতান মামুদ খাওয়ারিজম রাজ্য আক্রমণ করেন - ১০১৭ খ্রিঃ।

(৫.) সুলতান মামুদের পরিচয় - 

  • বর্তমান আফগানিস্তানের অন্তর্ভুক্ত গজনি রাজ্যের  সুলতান ছিলেন মামুদ। 
  • ধন সম্পদ লুন্ঠনের জন্য সুলতান মামুদ  মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমন করেন। (১০০০ - ১০২৭ খ্রিঃ মধ্যে) 
  • ১০২৬ খ্রিঃ মামুদ সোমনাথ মন্দির ধ্বংস করেন ও মূর্তি ভেঙ্গে দেন। এই মন্দির থেকে তিনি প্রায় দুই কোটি স্বর্নমুদ্রা ও প্রচুর অলংকার লুন্ঠন করেন।
  • মামুদের মৃত্যু হয় - ১০৩১ খ্রিঃ ।

(৬.) আলবেরুনীর ভারত ভ্রমণ সংক্রান্ত তথ্য :- 

আলবেরুনী - 

  • ভারতে আসেন - ১০১৯ খ্রিঃ (একাদশ শতাব্দীতে) 
  • ভারতে অবস্থান করেন - ১০ বছর (১০১৯ - ১০২৯ খ্রিঃ পর্যন্ত) 
  • ভারতের যেসব জায়গা তিনি পরিভ্রমন করেন - পাঞ্জাব ও উত্তর ভারতের নানা স্থানে।

(৭.) আলবেরুনীর ভ্রমন বৃত্তান্ত :-  

আলবেরুনীর ভারত বৃত্তান্তটির - 

  •  নাম - "কিতাব - উল - হিন্দ" বা "তহকিক - ই - হিন্দ" (হিন্দুস্থান অনুসন্ধান) 
  • এটি রচিত হয় - ১০৩০ খ্রিঃ। 
  • লেখা হয় - আরবি ভাষায়। 
  • গ্রন্থটি বিভক্ত ছিলো - ৮০ টি অধ্যায়ে।

(৮.) ভারত সম্পর্কে আলবেরুনীর গুরুত্বপূর্ণ বক্তব্য গুলি হলো - 

  1. ভারতীয় হিন্দুরা সামাজিক ও রাজনৈতিক দিক থেকে ঐক্যবদ্ধ ছিলো না। 
  2. ভারতীয় সমাজে বর্নপ্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, চতুরাশ্রম প্রথা, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, জহরব্রত ইত্যাদি প্রচলিত ছিলো। 
  3. হিন্দু সমাজে নরবলি, বহুবিবাহ ও পতিতাবৃত্তি বৈধ ছিলো। পৃথিবীর আর কোন সভ্য সমাজে ভারতের মতো ভয়ঙ্কর জাতপাত ছিলো না।
  4. হিন্দুদের মধ্যে অনেক রকম বিবাহ পদ্ধতি প্রচলিত ছিলো। খুব অল্প বয়সে তাদের বিবাহ হতো।আলবেরুনীর মতে হিন্দুদের চারটি বিবাহ বৈধ ছিলো। তবে নারীদের কোন অবস্থাতেই দ্বিতীয়বার বিবাহ করার বিধান ছিলো না। 
  5. হিন্দুরা সব কিছুতেই নিজেদের সর্বশ্রেষ্ঠ জাতি বলে মনে করতো। 
  6. শিল্প, সাহিত্য, দর্শন ও বিজ্ঞান চর্চাতে হিন্দুরা অনেকখানি অগ্রসর ছিলো। তবে তাদের মধ্যে ইতিহাস বোধের অভাব ছিলো
  7. হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী হলেও বহু দেবদেবীর মূর্তিপুজা করতো। তাদের ধর্মীয় জীবন ভন্ডামিতে ভরা ছিলো।
  8. হিন্দুরা পরমাত্মা, জীবাত্মা, কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলো।
  9. হিন্দুদের পালনীয় ধর্মীয় কর্তব্য ছিলো - নয়টি
  10. হিন্দুরা এক মধ্যাহ্ন থেকে পরের দিনের মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে। একে বলে "একনগু"
  11. হিন্দুদের পূর্নিমা দিনের উপবাসকে আলবেরুনী বলেন - "চন্দ্রায়ন"
  12. হিন্দুরা লেখার জন্য কখনই চামড়ার ব্যবহার করতো না। তারা ব্যবহার করতো গাছের ছাল যাকে বলা হতো ভূজপত্র। দক্ষিন ভারতের লোকেরা লেখার ক্ষেত্রে তালপাতার ব্যবহার করতো। 
  13. ভারতে হিন্দুরা মুসলমানদের ম্লেচ্ছ বলে মনে করতো। হিন্দুদের সঙ্গে মুসলমানদের ধর্ম ও ভাষাগত প্রভেদ ছিলো।
  14. হিন্দুরা শরীরের কোন অংশের কেশ মুন্ডন করতো না। মৃত্যুর পর এক বছর শোক পালন করতো। মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করতো। হিন্দুদের মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দিয়েছিলেন - বাসুদেব নারায়ন। 
  15. আলবেরুনীর মতে, হিন্দুদের সংখ্যার গননা এক হাজারেরও বেশি। হিন্দুরা ধারাবাহিকতার আঠারো ধাপ পর্যন্ত গননা করতে পারতো। এগুলি হল - একম, দশম, শতম, সহস্রম, অযুত, লক্ষ, প্রযুত, কোটি, ন্যার্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, সমুদ্র, মধ্য, অন্ত্য, পরার্ধ। 
  16. আলবেরুনীর বিবরন থেকে জানা যায়, পাঞ্জাবের শাহি বংশীয় নরপতি জয়পাল, আনন্দপাল, ত্রিলোচনপাল মামুদের বিরুদ্ধে যুদ্ধ করে শেষপর্যন্ত পরাজিত হন।

Post a Comment (0)
Previous Post Next Post