
আলবেরুনী - MCQ

(ক.) মডেল প্রশ্নোত্তর :-
(১.) আলবেরুনী ভারতে আসেন - (a) খ্রিঃ দশম শতকে(b) খ্রিঃ একাদশ শতকে (C) খ্রিঃ দ্বাদশ শতকে (d) খ্রিঃ ত্রয়োদশ শতকে।
উত্তর :- (b.) খ্রিঃ একাদশ শতকে।
(২.) সুলতান মামুদ কোথাকার শাসক ছিলেন - (a) গজনী রাজ্যের (b) ঘুর রাজ্যের (C) খোয়ারিজম রাজ্যের (d) হিন্দুস্থানের।
উত্তর :- (a) গজনী রাজ্যের।
(৩.) আলবেরুনী জন্মগ্রহণ করেন - (a) গজনীতে (b) পাঞ্জাবে (C) ভারতে (d) খোয়ারিজম রাজ্যে।
উত্তর :- (d) খোয়ারিজম রাজ্যে।
(৪.) খোয়ারিজম রাজ্য অবস্থিত ছিলো বর্তমানে - (a) আফগানিস্তানে (b) উজবেকিস্তানে(C) পাকিস্তানে (d) তুর্কমেনিস্থানে।
উত্তর :- (b) উজবেকিস্তানে।
(৫.) আলবেরুনী কোন ভাষা জানতেন না? (a) আরবি ভাষা (b) গ্রিক ভাষা (C) ফার্সি ভাষা d) হিব্রু ভাষা।
উত্তর :- (b) গ্রিক ভাষা।
(৬.) সুলতান মামুদ খাওয়ারিজম রাজ্য আক্রমণ করেন - (a) 1002 খ্রিঃ (b) 1016 খ্রিঃ (C) 1017 খ্রিঃ (d) 1029 খ্রিঃ ।
উত্তর :- (C) 1017 খ্রিঃ।
(৭.) আলবেরুনী জন্মগ্রহণ করেন - (a) 973 খ্রিঃ (b) 975 খ্রিঃ (c) 912 খ্রিঃ (d) 929 খ্রিঃ ।
উত্তর :- (a) 973 খ্রিঃ।
(৮.) আলবেরুনী সংস্কৃত ভাষা শিখেছিলেন - (a) খোয়ারিজমে (b) গজনিতে (c) ভারতে (d) পাকিস্তানে।
উত্তর :- (c) ভারতে।
(৯.) আলবেরুনীর মৃত্যু হয় - (a) 1048 খ্রিঃ খোয়ারিজমে (b) 1048 খ্রিঃ পাঞ্জাবে (c) 1048 খ্রিঃ সিন্ধু অঞ্চলে (d) 1048 খ্রিঃ গজনিতে।
উত্তর :- (d) 1048 খ্রিঃ গজনিতে।
(১০.) "kitab - ul - Hind" - গ্রন্থটির লেখক হলেন - (a) মার্কো পোলো (b) আব্দুল রাজ্জাক (c) আলবেরুনী (d) সুলতান মামুদ।
উত্তর :- (c) আলবেরুনী।
(১১.) "তহকিক - ই - হিন্দ" গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়? (a)গ্রিক ভাষায় (b) উর্দু ভাষায় (c) ফারসি ভাষায় (d) আরবি ভাষায়।
উত্তর :- (d) আরবি ভাষায়।
(১২.) "কিতাব - উল - হিন্দ" গ্রন্থটি ________টি অধ্যায়ে বিভক্ত ছিলো। (a) 70 (b) 75 (C) 80 (d) 85
উত্তর :- (c ) 80 টি অধ্যায়ে।
(১৩.) আলবেরুনী ভারতে অবস্থান করেন - (a) নয় বছর(b) দশ বছর (C) এক বছর (d) পাঁচ বছর।
উত্তর :- (b) দশ বছর।
(১৪.) আলবেরুনী ভারত ভ্রমনে আসেন - (a) 1016 খ্রিঃ (b) 1019 খ্রিঃ (c) 1025 খ্রিঃ (d) 1026 খ্রিঃ।
উত্তর :- (b) 1019 খ্রিঃ।
(১৫.) "আবু রিহান" কি নামে ইতিহাসে অধিক পরিচিত ছিলেন - (a) আব্দুল রজ্জক (b) মামুদ (c ) ইবন বতুতা (d) আলবেরুনী।
উত্তর :- (d) আলবেরুনী।
(১৬.) "Father of Modern Geodesy" কার উপাধি ছিলো? (a) আলবেরুনীর (b) মামুদের (c) মার্কো পোলোর (d) ইবন বতুতার।
উত্তর :- (a) আলবেরুনীর।
(১৭.) সোমনাথ মন্দির অবস্থিত ছিলো - (a) পাঞ্জাবে (b) উত্তর প্রদেশে (c) সিন্ধু অঞ্চলে (d) গুজরাটে।
উত্তর :- (d) গুজরাটে।
(১৮.) চক্রভামিন মন্দির অবস্থিত ছিলো - (a) থানেশ্বরে (b) দিল্লিতে (c) গুজরাটে (d) তামিলনাড়ুতে।
উত্তর :- (a) থানেশ্বরে।
(১৯.) ভারতীয়রা লেখার ক্ষেত্রে ব্যবহার করতো না - (a) ভুর্জ বা গাছের ছাল (b) পশু চর্ম (c) তালপত্র (d) তুলোট কাগজ।
উত্তর :- (b) পশু চর্ম।
(২০.) হিন্দুদের মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দিয়েছিলেন - (a) পতঞ্জলি (b) বাসুদেব শ্রীকৃষ্ণ (c) বাসুদেব নারায়ন (d) শঙ্করাচার্য।
উত্তর :-(c) বাসুদেব নারায়ন।
(২১.) হিন্দুদের একটি অহংকারী জাতি বলে অভিহিত করেছিলেন - (a) আলবেরুনী (b) মামুদ (c) ফ্রাঁসোয়া বার্নিয়ে(d) ইবন বতুতা।
উত্তর :- (a) আলবেরুনী।
(২২.) আলবেরুনীর ভারত আগমনকালে ভারতবর্ষ - (a) রাজনৈতিক ভাবে বহু রাজ্যে বিভক্ত ছিলো (b) রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ ছিলো (c) বৈদেশিক শাসনের অধীনে ছিলো (d) অরাজক অবস্থার মধ্যে ছিলো।
উত্তর :- (a) রাজনৈতিক ভাবে বহু রাজ্যে বিভক্ত ছিলো।
(২৩.) আলবেরুনীর ভারত ভ্রমণ কালে ভারতে সর্বাধিক প্রচলিত বর্নমালা ছিলো - (a) সিন্ধমাতৃকা (b) অর্ধনাগরী (c) নাগর (d) মালওয়ারী।
উত্তর :- (a) সিন্ধমাতৃকা।
(২৪.) ভারতে গজনভি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় - (a) মূলতান (b) দিল্লি (c) পাঞ্জাব (d) মধ্যপ্রদেশ।
উত্তর :- (c) পাঞ্জাব।
(২৫.) আলবেরুনী "কিতাব - উল - হিন্দ" গ্রন্থে ভারতকে _______ নামে অভিহিত করেন। (a) হিন্দুস্তান (b) ইন্ডিয়া (c) অল - হিন্দ (d) ভারতবর্ষ।
উত্তর :- (c) অল - হিন্দ।
(২৬.) আল বেরুনীর বর্ননা অনুযায়ী ভারতীয়দের কয়টি বিবাহ স্বীকৃত ছিলো? - (a) একটি (b) দুইটি(c) তিনটি (d) চারটি।
উত্তর :- (d) চারটি।
(২৭.) "একনক্ত" হলো - (a) এক মধ্যাহ্ন থেকে আরেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস (b) একদিন যাবৎ উপবাস (c) অমাবস্যার দিন উপবাস (d) পূর্নিমার দিন উপবাস।
উত্তর :- (a) এক মধ্যাহ্ন থেকে আরেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস।
(২৮.) চন্দ্রায়ন হল - (a) চাঁদের উদয়ের সঙ্গে সম্পর্কিত ভাবনা (b) পূর্নিমার দিনের উপবাস (c) চন্দ্রগ্রহণের সময় আহার গ্রহন (d) চাঁদ ও সূর্যের মাঝে দূরত্ব নির্ধারণ।
উত্তর :- (b) পূর্নিমার দিনের উপবাস।
(২৯.) আলবেরুনীর মতে হিন্দুদের পালনীয় কর্তব্য ছিলো - (a) ৭ টি (b) ৯ টি (c) ১০ টি (d) ১২ টি।
উত্তর :- (b) ৯ টি।
(৩০.) খোয়ারিজম রাজ্যের রাজধানীর নাম ছিলো - (a) উর (b) ঘুর (c) উরগঞ্জ (d) গজনি।
উত্তর :- (c) উরগঞ্জ।
(খ.) একঝলকে মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
(১.) পরিচয় :-
আলবেরুনীর -
- জন্ম : - ৯৭৩ খ্রিঃ খোয়ারিজম রাজ্যে (বর্তমান উজবেকিস্তানে)।
- আলবেরুনীর মৃত্যু হয় :- ১০৪৮ খ্রিঃ গজনীতে।
- আলবেরুনীর সম্পূর্ন নাম :- আবু রিহান মুহাম্মদ বিন আহমদ আল বিরুনী অল খরিজিমি" বা আবু রিহান।
- আলবেরুনী ইওরোপে পরিচিত ছিলেন :- আলি বোরান নামে।
- আলবেরুনীর উপাধি ছিলো :- "Father of Modern Geodesy"
(২.) আলবেরুনী বিখ্যাত কেন?
- একাদশ শতাব্দীতে ভারতে আগত আরব পর্যটকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন - আল বেরুনী।
- তিনি ছিলেন একাদশ শতাব্দীতে মধ্য এশিয়ার একজন অন্যতম জ্যোতির্বিদ, গনিতজ্ঞ, দার্শনিক, ভূগোলবিদ ও ঐতিহাসিক।
- আলবেরুনীই প্রথম পৃথিবীর ব্যাসার্ধ গননার সূত্র আবিষ্কার করেন।
- তাঁকে ভারতে "ইন্দোলজির প্রতিষ্ঠাতা" বলা হয়।
- তাঁর ভারত ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থটি ছিল - "তহকিক - ই - হিন্দ" ।
(৩.) আলবেরুনীর ভাষা সংক্রান্ত জ্ঞান -
আলবেরুনী -
- যেসব ভাষা জানতেন - সিরীয়, আরবি, ফারসি, হিব্রু, সংস্কৃত।
- তিনি যে ভাষা জানতেন না - গ্রীক।
- সংস্কৃত ভাষা শেখেন - ভারতে।
(৪.) খোয়ারিজম রাজ্য সম্পর্কিত তথ্য :-
খোয়ারিজম রাজ্যটি -
- অবস্থিত ছিলো - বর্তমান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মধ্যবর্তী আমুদরিয়া নদীর ধারে।
- রাজ্যটিকে শাসন করতো - মামুনি রাজবংশ।
- খ্যাত ছিলো - তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে।
- এই রাজ্যের রাজধানীর নাম ছিলো - উরগঞ্জ।
- সুলতান মামুদ খাওয়ারিজম রাজ্য আক্রমণ করেন - ১০১৭ খ্রিঃ।
(৫.) সুলতান মামুদের পরিচয় -
- বর্তমান আফগানিস্তানের অন্তর্ভুক্ত গজনি রাজ্যের সুলতান ছিলেন মামুদ।
- ধন সম্পদ লুন্ঠনের জন্য সুলতান মামুদ মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমন করেন। (১০০০ - ১০২৭ খ্রিঃ মধ্যে)
- ১০২৬ খ্রিঃ মামুদ সোমনাথ মন্দির ধ্বংস করেন ও মূর্তি ভেঙ্গে দেন। এই মন্দির থেকে তিনি প্রায় দুই কোটি স্বর্নমুদ্রা ও প্রচুর অলংকার লুন্ঠন করেন।
- মামুদের মৃত্যু হয় - ১০৩১ খ্রিঃ ।
(৬.) আলবেরুনীর ভারত ভ্রমণ সংক্রান্ত তথ্য :-
আলবেরুনী -
- ভারতে আসেন - ১০১৯ খ্রিঃ (একাদশ শতাব্দীতে)
- ভারতে অবস্থান করেন - ১০ বছর (১০১৯ - ১০২৯ খ্রিঃ পর্যন্ত)
- ভারতের যেসব জায়গা তিনি পরিভ্রমন করেন - পাঞ্জাব ও উত্তর ভারতের নানা স্থানে।
(৭.) আলবেরুনীর ভ্রমন বৃত্তান্ত :-
আলবেরুনীর ভারত বৃত্তান্তটির -
- নাম - "কিতাব - উল - হিন্দ" বা "তহকিক - ই - হিন্দ" (হিন্দুস্থান অনুসন্ধান)
- এটি রচিত হয় - ১০৩০ খ্রিঃ।
- লেখা হয় - আরবি ভাষায়।
- গ্রন্থটি বিভক্ত ছিলো - ৮০ টি অধ্যায়ে।
(৮.) ভারত সম্পর্কে আলবেরুনীর গুরুত্বপূর্ণ বক্তব্য গুলি হলো -
- ভারতীয় হিন্দুরা সামাজিক ও রাজনৈতিক দিক থেকে ঐক্যবদ্ধ ছিলো না।
- ভারতীয় সমাজে বর্নপ্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, চতুরাশ্রম প্রথা, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, জহরব্রত ইত্যাদি প্রচলিত ছিলো।
- হিন্দু সমাজে নরবলি, বহুবিবাহ ও পতিতাবৃত্তি বৈধ ছিলো। পৃথিবীর আর কোন সভ্য সমাজে ভারতের মতো ভয়ঙ্কর জাতপাত ছিলো না।
- হিন্দুদের মধ্যে অনেক রকম বিবাহ পদ্ধতি প্রচলিত ছিলো। খুব অল্প বয়সে তাদের বিবাহ হতো।আলবেরুনীর মতে হিন্দুদের চারটি বিবাহ বৈধ ছিলো। তবে নারীদের কোন অবস্থাতেই দ্বিতীয়বার বিবাহ করার বিধান ছিলো না।
- হিন্দুরা সব কিছুতেই নিজেদের সর্বশ্রেষ্ঠ জাতি বলে মনে করতো।
- শিল্প, সাহিত্য, দর্শন ও বিজ্ঞান চর্চাতে হিন্দুরা অনেকখানি অগ্রসর ছিলো। তবে তাদের মধ্যে ইতিহাস বোধের অভাব ছিলো।
- হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী হলেও বহু দেবদেবীর মূর্তিপুজা করতো। তাদের ধর্মীয় জীবন ভন্ডামিতে ভরা ছিলো।
- হিন্দুরা পরমাত্মা, জীবাত্মা, কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলো।
- হিন্দুদের পালনীয় ধর্মীয় কর্তব্য ছিলো - নয়টি।
- হিন্দুরা এক মধ্যাহ্ন থেকে পরের দিনের মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে। একে বলে "একনগু"।
- হিন্দুদের পূর্নিমা দিনের উপবাসকে আলবেরুনী বলেন - "চন্দ্রায়ন"।
- হিন্দুরা লেখার জন্য কখনই চামড়ার ব্যবহার করতো না। তারা ব্যবহার করতো গাছের ছাল যাকে বলা হতো ভূজপত্র। দক্ষিন ভারতের লোকেরা লেখার ক্ষেত্রে তালপাতার ব্যবহার করতো।
- ভারতে হিন্দুরা মুসলমানদের ম্লেচ্ছ বলে মনে করতো। হিন্দুদের সঙ্গে মুসলমানদের ধর্ম ও ভাষাগত প্রভেদ ছিলো।
- হিন্দুরা শরীরের কোন অংশের কেশ মুন্ডন করতো না। মৃত্যুর পর এক বছর শোক পালন করতো। মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করতো। হিন্দুদের মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দিয়েছিলেন - বাসুদেব নারায়ন।
- আলবেরুনীর মতে, হিন্দুদের সংখ্যার গননা এক হাজারেরও বেশি। হিন্দুরা ধারাবাহিকতার আঠারো ধাপ পর্যন্ত গননা করতে পারতো। এগুলি হল - একম, দশম, শতম, সহস্রম, অযুত, লক্ষ, প্রযুত, কোটি, ন্যার্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, সমুদ্র, মধ্য, অন্ত্য, পরার্ধ।
- আলবেরুনীর বিবরন থেকে জানা যায়, পাঞ্জাবের শাহি বংশীয় নরপতি জয়পাল, আনন্দপাল, ত্রিলোচনপাল মামুদের বিরুদ্ধে যুদ্ধ করে শেষপর্যন্ত পরাজিত হন।