বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা নিয়ে সাধারন মানুষের মধ্যে সবথেকে বেশি ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছিলো। কর ব্যবস্থার নানা ত্রুটি - বিচ্যুতি বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক সংকটকে তীব্র করে তুলে ছিলো যা ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারন ছিলো।
![]() |
বিপ্লব পূর্ব ফ্রান্সে কর ব্যবস্থার পরিচয় |
(ক.) কর কাঠামো :-
বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ তিনটি ভাগে বিভক্ত ছিলো। প্রথম শ্রেনীতে ছিলো যাজকরা, দ্বিতীয় শ্রেণীতে ছিলো অভিজাতরা এবং তৃতীয় শ্রেনীতে ছিলো যাজক, অভিজাত বাদে সাধারন শ্রেনীর নাগরিকরা। সমাজে প্রথম দুই শ্রেনীর লোকেরা ছিলেন বিশেষ মর্যাদা সম্পন্ন ও সুবিধাভোগী, অন্যদিকে শেষের সম্প্রদায়ের মানুষেরা বিশেষ সুবিধাহীন ও অধিকারহীন ছিলেন। ফ্রান্সের প্রচলিত সামাজিক মর্যাদা ও কাঠামোকে অনুসরন করেই ফ্রান্সের কর কাঠামোকে বিন্যস্ত করা হয়েছিলো।
বিপ্লবপূর্ব ফ্রান্সে দুই ধরনের কর প্রচলিত ছিলো। যথা - প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। এই দুটি কর ছাড়াও আরোও অসংখ্য সামন্ততান্ত্রিক কর প্রচলিত ছিলো।
(১.) বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে থাকা যাজক ও অভিজাতদের হাতে পর্যাপ্ত জমি, সম্পদ ও আয় ছিলো। কিন্তু বংশকৌলিন্য ও বিশেষ অধিকারভোগী হওয়ার কারনে তাদের ওপর রাষ্ট্র কোন প্রত্যক্ষ কর বসায় নি।
(২.) প্রত্যক্ষ ও পরোক্ষ যাবতীয় সিংহভাগ করভারই চাপানো হয়েছিলো তৃতীয় সম্প্রদায়ের ওপর।
(৩.) অন্যদিকে সামন্ততান্ত্রিক বিভিন্ন কর গুলি বসানো হয়েছিলো কৃষকদের ওপর।
বৈষম্যমূলক কর কাঠামোর কারনে ফ্রান্সের মোট করের ৯৬ শতাংশই বহন করতেন তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা। বাকি মাত্র ৪% কিছু স্বেচ্ছাকর প্রদান করতেন প্রথম শ্রেনীতে থাকা যাজক ও দ্বিতীয় শ্রেণীতে অভিজাত সম্প্রদায়ের মানুষেরা।
(খ.) বিভিন্ন করের ধরন ও পরিচয :-
বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের করগুলি দুই ভাগে বিভক্ত ছিলো। যথা - প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। এছাড়াও ছিলো বিভিন্ন সামন্ততান্ত্রিক উপকর।
(i.) মূল ৩ টি প্রত্যক্ষ কর :-
ফ্রান্সে প্রত্যক্ষ কর ছিলো ৩ টি। এগুলি হলো - তেইলি বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর এবং ভিংটিয়েমে বা ব্যবসা ও জমি থেকে অর্জিত আয়কর। প্রত্যেকটি প্রত্যক্ষ করই তৃতীয় সম্প্রদায়ের নাগরিকদের কাছ থেকে আদায় করা হতো। যাজক ও অভিজাতরা কোন প্রত্যক্ষ কর দিতো না।
(ii.) বিভিন্ন পরোক্ষ কর :-
প্রত্যক্ষ কর ছাড়া আর যেসমস্ত কর তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো তা পরোক্ষ কর নামে পরিচিত ছিলো। পরোক্ষ কর গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিলো -
- (১.) টাইথ বা ধর্মকর, এটি চার্চ আদায় করতো। এর পরিমান ছিলো উৎপন্ন ফসলের ১/১০ ভাগ।
- (২.) গ্যাবেল বা লবনের ওপর ধার্য কর।
- (৩.) এডস বা ভোগ্যপন্য, মাদকদ্রব্য, তামাক প্রভৃতির ওপর ধার্য বানিজ্যকর।
- (৪.) রেয়ল বা স্থাবর সম্পত্তি ভিত্তিক কর।
- (৫.) পার্সোনেল বা ফ্রান্সের উত্তরাঞ্চলে সম্পত্তির আয়ের ওপর কর।
(iii.) বিভিন্ন সামন্ততান্ত্রিক উপকর :-
- (১.) বানালিতে - সামন্তপ্রভুর কলে গম, যব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত শস্যের একটি নির্দিষ্ট অংশের কর হিসাবে কৃষকদের প্রদান করতে হতো, যা বানালিতে নামে পরিচিত ছিলো।
- (২.) পেঁয়াজ - পথ, ঘাট, সেতু ও খেয়াঘাটের ওপর নির্ধারিত কর পেঁয়াজ নামে পরিচিত ছিলো।
- (৩.) দ্রোঁয়া দ্য কলব্রিয়ে এ দ্য শাঁস - ম্যানরে জীবজন্তু ও মাছ শিকার করার জন্য সামন্তপ্রভুকে দেয় কর এই নামে পরিচিত ছিলো।
- (৪.) স্যামপার্ট - সামন্তপ্রভুকে দেয় উৎপন্ন ফসলের একটি অংশ স্যামপার্ট নামে পরিচিত ছিলো।
- (৫.) ম্যানরের ভূমিচাষের জন্য কৃষকদের সামন্তপ্রভুকে কয়েকটি বাধ্যতামূলক কর দিতে হতো। এগুলি হলো - (ক.) সঁস - ম্যানরের জমি চাষের জন্য মুদ্রায় দেয় বাৎসরিক খাজনা বা কর, (খ.) শঁপার - উৎপাদিত ফসলের দেয় অংশ, যা কর হিসেবে সংগৃহীত হতো। (গ.) ত্যারাজ - পথঘাট ব্যবহারের জন্য কর।
- (ঘ.) লঁদ এ ভঁত - মৃত্যুর পর জমি বিক্রয় বা হস্তান্তর করলে কৃষকরা সামন্তপ্রভুকে "লঁদ এ ভঁত" কর দিতে বাধ্য ছিলো।
- (৬.) করভি - বেগার শ্রমের নাম ছিলো করভি। অষ্টাদশ শতকে ফ্রান্সে নতুন রাস্তাঘাটের নির্মান হয়। ফলে কায়িক শ্রমের গুরুত্ব বাড়ে। বিনা পরিশ্রমিকে কৃষক ও শ্রমিকদের রাস্তা তৈরি ও সামন্তপ্রভুর বাড়িতে বা খাস জমিতে কাজ করার জন্য যে শ্রমদান করতে হতো, তাই করভি নামে পরিচিত ছিলো। করভি প্রত্যক্ষভাবে কোন কর না হলেও, করের থেকে কোন অংশে কম ছিলো না।
(গ.) কর আদায়ের পদ্ধতি :-
(ঘ.) কর ছাড়ের সুবিধা :-
(ঙ.) কর ব্যবস্থার ত্রুটি ও ফলাফল :-
বিপ্লবপূর্ব ফ্রান্সের কর গুলির সংক্ষিপ্ত পরিচয় :-
করের নাম | কি বিষয়ের কর | কি ধরনের কর |
---|---|---|
(১.) তেইলি | ভূমিকর | প্রত্যক্ষ কর |
(২.) ক্যাপিটেশন | উৎপাদন কর | প্রত্যক্ষ কর |
(৩.) ভিংটিয়েমে | আয়কর | প্রত্যক্ষ কর |
(৪.) টাইথ | ধর্মকর | পরোক্ষ কর |
(৫.) গ্যাবেল | লবন কর | পরোক্ষ কর |
(৬.) এডেস | ভোগ্যপন্য ও মদের ওপর ধার্য কর | পরোক্ষ কর |
(৭.) রেয়ল | স্থাবর সম্পত্তি ভিত্তিক কর | পরোক্ষ কর |
(৮.) পার্সোনেল | উত্তর ফ্রান্সে সম্পত্তির আয়ের ওপর কর | পরোক্ষ কর |
(৯.) বানালিতে | সামন্তপ্রভুর কলে গম, যব ভাঙানো বা মদ তৈরির জন্য প্রদেয় কর | সামন্ততান্ত্রিক কর |
(১০.) পেঁয়াজ | পথ, ঘাট, সেতু ও খেয়াঘাটের ওপর ধার্য কর | সামন্ততান্ত্রিক কর |
(১১.) দ্রোঁয়া দ্য কলব্রিয়ে এ দ্য শাঁস | ম্যানরে জীবজন্তু ও মাছ শিকার করার কর | সামন্ততান্ত্রিক কর |
(১২.) স্যামপার্ট | সামন্ত প্রভুকে দেয় উৎপন্ন ফসলের একটি অংশ | সামন্ততান্ত্রিক কর |
(১৩.) সঁস | ম্যানরের জমি চাষের জন্য মুদ্রায় দেয় বাৎসরিক খাজনা | সামন্ততান্ত্রিক কর |
(১৪.) শঁপার | উৎপন্ন ফসলের একটি অংশ বা ভাগ | সামন্ততান্ত্রিক কর |
(১৫.) ত্যারাজ | পথঘাট ব্যবহারের জন্য কর | সামন্ততান্ত্রিক কর |
(১৬.) লঁদ এ ভঁত | জমি হস্তান্তর জনিত কর | সামন্ততান্ত্রিক কর |
(১৭.) তবাক | তামাক কর | সামন্ততান্ত্রিক কর |
(১৮.)করভি | বেগার শ্রম | সামন্ততান্ত্রিক কর |