মাধ্যমিক ইতিহাসের বিগত বছরের সালের প্রশ্নপত্র, মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক ইতিহাসের মডেল প্রশ্নপত্র, মাধ্যমিক টেস্ট পেপার ইত্যাদি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো।
আশা করছি, আজকের পর্বটি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।
![]() |
| মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৩ |
1/50
মোহনবাগান ক্লাব কত খ্রিঃ আই এফ এ শিল্ড জয় করেছিলো?
১৯১১ খ্রিঃ।
2/50
দাদাসাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
চলচ্চিত্রের সঙ্গে।
3/50
গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো?
কুষ্ঠিয়া থেকে।
4/50
কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়?
১৮৫৮ খ্রিঃ।
5/50
কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
ডা. এম জে ব্রামলি।
6/50
তিতুমিরের প্রকৃত নাম কি ছিলো?
মির নিশার আলি।
7/50
সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন মহিলা নেত্রীর নাম বলো।
দেবী চৌধুরানী।
8/50
বন্দেমাতারম সঙ্গীতটি কবে রচিত হয়েছিলো?
১৮৭৫ খ্রিঃ।
9/50
বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা?
স্বামী বিবেকানন্দের রচনা।
10/50
ভারতের একজন প্রখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পীর নাম বলো।
গগনেন্দ্রনাথ ঠাকুর।
11/50
বর্নপরিচয় কবে প্রকাশিত হয়েছিলো?
১৮৫৫ খ্রিঃ।
12/50
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
১৯০৬ খ্রিঃ।
13/50
সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
স্বামী সহজানন্দ।
14/50
কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিলো?
বোম্বাইতে।
15/50
কে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন?
বীনা দাস।
16/50
অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন?
শচীন্দ্রপ্রসাদ বসু।
17/50
ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়?
মালাবার উপকূলে।
18/50
রম্পা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়?
গোদাবরী উপত্যকায়।
19/50
কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় ও জয়পুর - এই চারটি রাজ্যের মধ্যে কোনটি গনভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হয়?
জুনাগড়।
20/50
ভাষাভিত্তিক গুজরাত রাজ্যটি কবে গঠিত হয়?
১৯৬০ খ্রিঃ।
21/50
গোরা উপন্যাসটি কে রচনা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর।
22/50
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কী?
অন্নদামঙ্গল।
23/50
কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
১৮০০ খ্রিঃ।
24/50
ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে।
25/50
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
দ্বারকানাথ বিদ্যাভূষন।
26/50
হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন?
নবগোপাল মিত্র।
27/50
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
28/50
বীরেন্দ্রনাথ শাসমল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
কৃষক আন্দোলনের সঙ্গে।
29/50
হিন্দু বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
ড্রিঙ্কওয়াটার বেথুন।
30/50
সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
জীবনের ঝরাপাতা।
31/50
কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?
১৮৩৫ খ্রিঃ।
32/50
সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
কোল বিদ্রোহের সঙ্গে।
33/50
ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৭৬ খ্রিঃ।
34/50
জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৩৮ খ্রিঃ।
35/50
বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?
১৮৩৬ খ্রিঃ।
36/50
মাদারি পাশি কে ছিলেন?
একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি।
37/50
নীলদর্পন নাটকটি কে রচনা করেন?
দীনবন্ধু মিত্র।
38/50
হিন্দু কলেজ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?
১৮১৭ খ্রিঃ।
39/50
আনন্দমঠ কে রচনা করেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
40/50
কত খ্রিঃ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
১৯২১ খ্রিঃ।
41/50
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
লালা লাজপত রায়।
42/50
কোন রাজ্যটিকে ভারতভুক্ত করার প্রশ্নে প্যাটেলের সঙ্গে জওহরলাল নেহেরুর মতান্তর হয়?
কাশ্মীর রাজ্য।
43/50
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
দিগদর্শন।
44/50
বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়?
১৮৭২ খ্রিঃ।
45/50
কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়?
লাসাকে।
46/50
সতীদাহ প্রথা রদ হয় কবে?
১৮২৯ খ্রিঃ।
47/50
দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্মসমাজে যোগ দেন?
১৮৪৩ খ্রিঃ।
48/50
দামিন ই কোহ শব্দের অর্থ কি?
পাহাড়ের প্রান্তদেশ।
49/50
বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
জগদীশচন্দ্র বসু।
50/50
নববিধান কে প্রতিষ্ঠা করেন?
কেশবচন্দ্র সেন।
