মাধ্যমিক ইতিহাস - পরীক্ষা প্রস্তুতি - ০৪

 মাধ্যমিক ইতিহাসের বিগত বছরের সালের প্রশ্নপত্র, মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক ইতিহাসের মডেল প্রশ্নপত্র, মাধ্যমিক টেস্ট পেপার ইত্যাদি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো।

আশা করছি, আজকের পর্বটি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে। 

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতি - ০৪
মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতি - ০৪


1/60
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
৫ ই জুন।
2/60
ভারতীয়রা কাদের কাছ থেকে আলু খাওয়া শিখেছিলো?
পর্তুগিজদের কাছ থেকে।
3/60
ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশনের নাম কী?
হান্টার কমিশন।
4/60
ভারতের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিলো?
১৮৮২ খ্রিঃ।
5/60
দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিঃ ব্রাহ্মসমাজে যোগ দেন?
১৮৪৩ খ্রিঃ।
6/60
বাংলার নবজাগরনের একটি সীমাবদ্ধতা কী ছিলো?
উনিশ শতকে বঙ্গীয় নবজাগরন ছিলো কলকাতা কেন্দ্রীক।
7/60
দ্বিতীয় অরন্য আইনের ফলে কারা কারা লাভবান হয়েছিলো?
ব্রিটিশ সরকার ও আদিবাসী সম্প্রদায়।
8/60
হুল কথাটির অর্থ কী?
বিদ্রোহ।
9/60
মহারানীর ঘোষনাপত্রের মূল উদ্দেশ্য কী ছিলো?
মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসনের লক্ষে ভারতবাসীর আস্থা ও আনুগত্য অর্জন করা।
10/60
ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন?
রাজা রাধাকান্ত দেব।
11/60
হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?
গনেন্দ্রনাথ ঠাকুর।
12/60
বাংলা ভাষায় প্রথম বই কত খ্রিঃ ছাপা হয়েছিলো?
১৭৭৮ খ্রিঃ।
13/60
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
অরবিন্দ ঘোষ।
14/60
দেশপ্রান নামে কে পরিচিত ছিলেন?
বীরেন্দ্রনাথ শাসমল।
15/60
মোপলা বিদ্রোহ কোন স্থানে হয়েছিলো?
মালাবার উপকূলে।
16/60
মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিলো?
কমিউনিস্ট ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
17/60
কোন জাতীয়তাবাদী আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিলো?
অসহযোগ আন্দোলনের সময়।
18/60
মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?
সূর্য সেন।
19/60
মাদ্রাজে কে আত্মসম্মান আন্দোলন শুরু করেন?
রামস্বামী নায়িকার।
20/60
স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য কোনটি ছিলো?
হায়দ্রাবাদ।
21/60
পুনর্গঠিত কেরল রাজ্যটি কোথায় অবস্থিত ছিলো?
মালাবার উপকূলে।
22/60
বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
সত্তর বৎসর।
23/60
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
24/60
বর্নপরিচয় কে রচনা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
25/60
কত খ্রিঃ নীল কমিশন গঠিত হয়?
১৮৬০ খ্রিঃ।
26/60
মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ক্যানিং।
27/60
হায়দ্রাবাদ রাজ্যটি কবে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়?
১৯৫০ খ্রিঃ ২৬ শে জানুয়ারি।
28/60
বর্তমান ভারত কে রচনা করেন?
স্বামী বিবেকানন্দ।
29/60
নববিধান কে প্রতিষ্ঠা করেন?
কেশবচন্দ্র সেন।
30/60
সত্যজিৎ রায় কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?
শিল্প চর্চার ইতিহাস চর্চার সঙ্গে।
31/60
রেশম কোন দেশে আবিষ্কৃত হয়?
চিনে।
32/60
কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়?
লাসাকে।
33/60
বঙ্গদর্শন কি ধরনের পত্রিকা ছিলো?
মাসিক পত্রিকা।
34/60
নীলদর্পন নাটকটি কোথায় ছাপা হয়েছিল?
ঢাকায়।
35/60
রামমোহন রায়ের পরবর্তীকালে কে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন?
দেবেন্দ্রনাথ ঠাকুর।
36/60
বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
বাঙ্গাল গেজেটি।
37/60
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন?
দেলওয়ার হোসেন আহমেদ।
38/60
ঔপনিবেশিক অরন্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহের নাম বলো।
মুন্ডা বিদ্রোহ। / রম্পা বিদ্রোহ।
39/60
ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহের নাম কী?
সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
40/60
মির নিশার আলি কোন বিদ্রোহে নেতৃত্ব দেন?
বারাসাত বিদ্রোহে।/ বাংলায় ওয়াহাবি আন্দোলনে।
41/60
রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
42/60
কোন ঐতিহাসিক মহাবিদ্রোহকে "কৃষক বিদ্রোহ" আখ্যা দিয়েছিলেন?
শশীভূষন চৌধুরী।
43/60
ভারত সভার সভাপতি কে ছিলেন?
আনন্দমোহন বসু।
44/60
বন্দেমাতারম সঙ্গীতটি কে রচনা করেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
45/60
বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
পদার্থ বিদ্যার।
46/60
বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৫৬ খ্রিঃ।
47/60
জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
রাসবিহারী ঘোষ।
48/60
দিগদর্শনের সম্পাদক কে ছিলেন?
জন ক্লার্ক মার্শম্যান।
49/60
কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়?
১৮৭৮ খ্রিঃ।
50/60
কলকাতার ঔপনিবেশিক স্থাপত্য গুলির যে কোন একটি উল্লেখ করো।
ভিক্টোরিয়া মেমোরিয়াল।
51/60
রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাবস্ত হয়েছিলেন?
নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদ প্রচারের অপরাধে।
52/60
বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন?
উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি।
53/60
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
লর্ড ক্যানিং।
54/60
শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
১৮০০ খ্রিঃ।
55/60
লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?
সরলাদেবী চৌধুরানী।
56/60
উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়?
১৮৫৪ খ্রিঃ।
57/60
কোন আন্দোলনে নেতৃত্ব দিয়ে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন?
বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়ে।
58/60
মোপলা বিদ্রোহ কবে হয়েছিলো?
১৯২১ খ্রিঃ।
59/60
মাদারি পাসি কে ছিলেন?
একা নামক কৃষক আন্দোলনের নেতা ছিলেন।
60/60
কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৩৫ খ্রিঃ।
Post a Comment (0)
Previous Post Next Post