মাধ্যমিক ইতিহাস - পরীক্ষা প্রস্তুতি - ০২

 মাধ্যমিক ইতিহাসের বিগত বছরের সালের প্রশ্নপত্র, মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক ইতিহাসের মডেল প্রশ্নপত্র, মাধ্যমিক টেস্ট পেপার ইত্যাদি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো।

আশা করছি, আজকের পর্বটি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে। 

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতি - ০২
মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতি - ০২


1/50
জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি -
আত্মজীবনী।
2/50
সোমপ্রকাশ কি ধরনের পত্রিকা ছিলো?
সাপ্তাহিক পত্রিকা।
3/50
নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন?
রেভা. জেমস লঙ।
4/50
সতীদাহ প্রথা কত খ্রিঃ রদ করা হয়?
১৮২৯ খ্রিঃ।
5/50
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন?
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
6/50
কোল বিদ্রোহ কোন স্থানে অনুষ্ঠিত হয়?
ছোটনাগপুরে।
7/50
ভারতে প্রথম অরন্য আইন কবে পাশ হয়?
১৮৬৫ খ্রিঃ।
8/50
১৮৫৭ খ্রিঃ বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন?
বিনায়ক দামোদর সাভারকর।
9/50
ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিলো?
১৮৫৮ খ্রিঃ।
10/50
ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন?
রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
11/50
বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কী?
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
12/50
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কোন বিজ্ঞানী গবেষক নোবেল প্রাইজ পেয়েছিলেন?
সি ভি রামন।
13/50
বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলো -
বাংলার কৃষক শ্রেনী।
14/50
বাবা রামচন্দ্র কোথাকার কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন?
যুক্ত প্রদেশে।
15/50
রাম্পা উপজাতির বিদ্রোহ কোথায় সংগঠিত হয়?
গোদাবরী উপত্যকায়।
16/50
নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন?
ঊর্মিলা দেবী।
17/50
সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল?
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
18/50
দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন?
মহাত্মা গান্ধী।
19/50
স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কবে?
১৯৫৩ খ্রিঃ।
20/50
গোয়া কবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিলো?
১৯৬১ খ্রিঃ।
21/50
ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কন করা হয়েছিলো?
১৯০৫ খ্রিঃ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায়।
22/50
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়?
বোম্বাই - এ।
23/50
ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৩৯ খ্রিঃ।
24/50
মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
হরিচাঁদ ঠাকুর।
25/50
ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৮০০ খ্রিঃ।
26/50
বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন?
তিতুমির।
27/50
প্রফুল্লচন্দ্র রায় ছিলেন _________ শাস্ত্রের অধ্যাপক।
রসায়ন।
28/50
মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?
সূর্যসেন।
29/50
মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন ____________।
উদয়শংকর।
30/50
ইলবার্ট বিলের সমর্থনে ভারতে আন্দোলন সংগঠিত করেছিলো _________।
ভারতসভা।
31/50
হুতোম প্যাঁচার নকশা কে লিখেছিলেন?
কালীপ্রসন্ন সিংহ।
32/50
কোন বছর সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়?
১৮৭৮ খ্রিঃ।
33/50
একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।
গগনেন্দ্রনাথ ঠাকুর।
34/50
গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন?
হরিনাথ মজুমদার।
35/50
অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
শচীন্দ্রপ্রসাদ বসু।
36/50
ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
ব্যঙ্গচিত্র আঁকার অন্যতম কারন গুলি হলো - (১.) প্রচলিত সামাজিক ত্রুটি বিচ্যুতি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। (২.) ব্যক্তি ও সমাজের আচরনের অসঙ্গতি ও চারিত্রিক দ্বিচারিতার দিক গুলি তুলে ধরা। (৩.) সরল অভিব্যক্তি ও কৌতুক প্রকাশের মধ্য দিয়ে মানুষকে আনন্দদান করা।
37/50
আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন?
রাজা রামমোহন রায়।
38/50
হুল শব্দের অর্থ হলো _____।
বিদ্রোহ।
39/50
ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
40/50
কে সর্দার উপাধিতে ভূষিত হয়েছিলেন?
বল্লভভাই প্যাটেল।
41/50
গান্ধী বুড়ি কাকে বলা হয়?
মাতঙ্গিনী হাজরাকে।
42/50
ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
হান্টার কমিশন।
43/50
হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
নবগোপাল মিত্র।
44/50
একা আন্দোলন কবে সংগঠিত হয়?
১৯২১ খ্রিঃ।
45/50
ভারতে কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিলো?
কানপুরে।
46/50
তেভাগা আন্দোলন কোন প্রদেশে হয়েছিলো?
বাংলায়।
47/50
লীলা রায় কোন কলেজের ছাত্রী ছিলেন?
বেথুন কলেজের।
48/50
কে পাহাড়তলি ক্লাব আক্রমণ করেছিলেন?
প্রীতিলতা ওয়াদ্দেদার।
49/50
ধরসানা লবন সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
সরোজিনী নাইডু।
50/50
নেহেরু লিয়াকৎ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
১৯৫০ খ্রিঃ।
Post a Comment (0)
Previous Post Next Post