মাধ্যমিক ইতিহাস - পরীক্ষা প্রস্তুতি - ০৫

 মাধ্যমিক ইতিহাসের বিগত বছরের সালের প্রশ্নপত্র, মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক ইতিহাসের মডেল প্রশ্নপত্র, মাধ্যমিক টেস্ট পেপার ইত্যাদি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো।

আশা করছি, আজকের পর্বটি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে। 

মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৫
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৫


1/50
রাচেল কারসন কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?
পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন।
2/50
বঙ্কিমচন্দ্র কত বছর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন?
চার বছর।
3/50
রামমোহন রায় কত খ্রিঃ অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন?
১৮২২ খ্রিঃ।
4/50
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন?
আশুতোষ মুখোপাধ্যায়।
5/50
রেনেসাঁস শব্দটি কোন দেশীয় শব্দ?
ফরাসি শব্দ।
6/50
কোন বিদ্রোহের পরিপ্রেক্ষিতে জঙ্গলমহল জেলা গঠন করা হয়েছিলো?
চুয়াড় বিদ্রোহের পর।
7/50
ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন?
ডিয়েট্রিস ব্রান্ডিস।
8/50
মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ লেখক সিপাহি বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন?
নর্টন।
9/50
কবে চৈত্রমেলা হিন্দুমেলা নামে পরিচিতি লাভ করে?
১৮৬৭ খ্রিঃ।
10/50
ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন?
রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
11/50
বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ কে ছিলেন?
গঙ্গাকিশোর ভট্টাচার্য।
12/50
কত খ্রিঃ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়?
১৯৩৫ খ্রিঃ।
13/50
দেশপ্রান নামে কে পরিচিত ছিলেন?
বীরেন্দ্রনাথ শাসমল।
14/50
ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি ছিলো?
মাদ্রাজ লেবার ইউনিয়ন।
15/50
কে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন?
ফজলুল হক।
16/50
বঙ্গলক্ষীর ব্রতকথা কে রচনা করেন?
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
17/50
নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন?
ঊর্মিলা দেবী।
18/50
এজভা সম্প্রদায়ের একজন নেতার নাম বলো।
নারায়ন গুরু।
19/50
ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়?
১৯৫৩ খ্রিঃ।
20/50
পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়?
১৯৫৬ খ্রিঃ।
21/50
ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?
১৮৫৩ খ্রিঃ।
22/50
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার কুমারখালি থেকে।
23/50
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
প্রমথনাথ বসু।
24/50
গান্ধি বুড়ি নামে কে পরিচিত ছিলেন?
মাতঙ্গিনী হাজরা।
25/50
প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী কে ছিলেন?
মধুসূদন দত্ত।
26/50
উনিশ শতককে কে সভাসমিতির যুগ বলে অভিহিত করেছিলেন?
ড. অনিল শীল।
27/50
গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন?
ভারতের একজন প্রখ্যাত ব্যঙ্গ চিত্রশিল্পী।
28/50
সত্তর বৎসর কার আত্মজীবনী ছিলো?
বিপিনচন্দ্র পালের।
29/50
ওয়াহাবি শব্দটির অর্থ কী?
নবজাগরন।
30/50
হরি সিং কে ছিলেন?
স্বাধীনতার প্রাক্কালে কাশ্মীরের মহারাজা।
31/50
বর্তমান ভারত কার রচনা?
স্বামী বিবেকানন্দের রচনা।
32/50
Edit Question here
Edit Your Answer here
33/50
নীল আইন পাস করে কবে নীল চাষকে চাষীর সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয় বলে ঘোষনা করা হয়?
১৮৬২ খ্রিঃ।
34/50
বাঙ্গালি গেজেটি প্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন?
গঙ্গাকিশোর ভট্টাচার্য।
35/50
কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৯১৪ খ্রিঃ।
36/50
ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৭৬ খ্রিঃ।
37/50
বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?
১৯১৭ খ্রিঃ।
38/50
জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
১৯০৬ খ্রিঃ।
39/50
শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন?
দেবেন্দ্রনাথ ঠাকুর।
40/50
বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর।
41/50
বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।
42/50
তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
১৯৪৬ খ্রিঃ।
43/50
WPP র সম্পূর্ণ নাম কী?
ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি।
44/50
মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিলো?
১৯২৯ খ্রিঃ।
45/50
দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
লীলা রায়।
46/50
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা নামে অভিহিত করেছিলেন?
কল্পনা দত্তকে।
47/50
ভারত ছাড়ো আন্দোলন কবে সংঘটিত হয়?
১৯৪২ খ্রিঃ।
48/50
হিজলী হত্যাকান্ড কবে হয়েছিলো?
১৯৩১ খ্রিঃ ১৬ ই সেপ্টেম্বর।
49/50
কোন তারিখে রশিদ আলি দিবস পালিত হয়?
১২ ই ফেব্রুয়ারি।
50/50
পত্তি শ্রীরামালু কোন রাজ্যের দাবিতে অনশন করেছিলেন?
স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে।
Post a Comment (0)
Previous Post Next Post