নবম থেকে যারা দশম শ্রেণিতে উঠেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনেকেরই প্রশ্ন থাকে মাধ্যমিক ইতিহাসের ভালো পাঠ্য বই কোনটি?
![]() |
মাধ্যমিক ইতিহাসের ভালো পাঠ্য বই কোনগুলি? |
বাজারে প্রকাশনীর যেমন অভাব নেই। তেমনি বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন লেখকের ইতিহাস বইয়েরও অভাব নেই। আবার বিভিন্ন স্কুলের বুকলিস্টও আলাদা। ফলে সব স্কুলে একই লেখক বা প্রকাশনীর ইতিহাস বই পড়ানো হয় না।
এতো বিভিন্নতা সত্বেও, মাথায় রাখতে হবে, প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়। তাদের পাঠ্য বই আলাদা হলেও, প্রত্যেককে একই প্রশ্নে পরীক্ষা দিতে হয়। তাই মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীই আমাকে প্রশ্ন করে থাকে মাধ্যমিক ইতিহাসের ভালো পাঠ্য বই কোনটি বা কোনগুলো?
মাধ্যমিক ইতিহাসের ভালো পাঠ্য বই সংক্রান্ত কোন লেখা এখনো পর্যন্ত আমি HISTORY CLASS ROOM এ লিখিনি। কারন বাজারে প্রচলিত পাঠ্যবই গুলির কোনটাই এতদিন পর্যন্ত আমাকে সন্তুষ্ট করতে পারে নি। বিশেষত, বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হচ্ছে, তার যথাযথ উত্তরের সংস্থান আমি বাজার চলতি পাঠ্য বই গুলিতে পাই নি। সেই অভাবকে দূর করবার জন্যই আমি দীর্ঘদিন যাবৎ এই ওয়েবসাইটে মাধ্যমিক ইতিহাসের বিষয় গুলি নিয়ে বিস্তারিত ভাবে লেখালেখি শুরু করি।
বর্তমানে মাধ্যমিক ইতিহাসের সিলেবাসটি কাহিনী নির্ভর নয়, অনেকটা ব্যাখ্যা বা বিশ্লেষনধর্মী। ফলে সিলেবাসের আলোচ্য বিষয় গুলো বিভিন্ন লেখকরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণ করে পাঠ্য বই গুলোতে তুলে ধরছেন। এই আলোচনার সঙ্গে সঙ্গতি রেখে বইয়ে নিরন্তর নতুন নতুন তথ্যের সমাবেশ বা সংযোজনও ঘটছে, যার নির্দিষ্ট কোন সীমা পরিসীমা থাকছে না।
বলা বাহুল্য, এসবের ফলে ইতিহাসের পাঠ্য বই গুলো বিভিন্ন প্রকাশনী ও লেখকের বর্ননায় একঘেয়ামী থেকে মুক্ত হয়ে বৈচিত্র্যময় হয়ে উঠছে ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস হয়ে উঠেছে আরোও জটিল ও কঠিন।
এ কারনে প্রায় প্রতি বছরই ইতিহাসের প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা যায়। ছাত্রছাত্রীদের কাছে অন্যান্য বিষয় অপেক্ষা ইতিহাস বিষয়টিকেই কেন জানিনা সবচেয়ে কঠিন বলে মনে হয়। সম্ভবত মধ্য শিক্ষা পর্ষদও মনে করে ইতিহাস বিষয়টি একটু কঠিন, তাই ধারাবাহিক ভাবে প্রত্যেক বছরেই তারা ফাইনাল পরীক্ষার সূচিতে ইতিহাস ও অঙ্ক পরীক্ষার আগে একদিন করে ছুটি দিয়ে থাকেন। আর প্রশ্ন কমন আসা বা না আসার বিষয়টিকে এখানে উহ্যই রাখলাম।
বর্তমানে মাধ্যমিকে এমন কিছু প্রশ্ন পরীক্ষায় আসছে যা প্রচলিত ইতিহাসের পাঠ্য বই গুলির সীমা পরিসীমা অতিক্রম করে অনেকটা সিলেবাস বহির্ভূত বলে প্রশ্ন উঠছে।
যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে এবার মূল প্রসঙ্গে আসা যাক। মাধ্যমিক ইতিহাসের এ পর্যন্ত যতগুলো পাঠ্যবই বাজারে পাওয়া যায়, সেগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। যথা অধ্যাপকগন লিখিত এবং স্কুলের অভিজ্ঞ শিক্ষকগন দ্বারা লিখিত পুস্তক সমূহ।
সাধারনত স্কুল কলেজের বইপত্র কলেজের প্রফেসররাই লিখে থাকেন। মাধ্যমিকের প্রথমদিককার বিভিন্ন ইতিহাস বই গুলো বিভিন্ন কলেজের অধ্যাপকবৃন্দ লিখেছিলেন। বই গুলো খারাপ একথা আমি কোনদিনই বলবো না। সব বই - ই ভালো। আমি কোন ছাত্রছাত্রীকেই মানেবই বা সহায়িকার বদলে, সেই মূল্যের অন্তত ভালো ৫ টি ইতিহাস বই কেনার বা পড়ার পরামর্শ দিয়ে থাকি। এক্ষেত্রেও তাই বলবো।
প্রত্যেক বই থেকেই নতুন নতুন তথ্য যেমন পাওয়া যায়, তেমনই সব বইয়ের সব অধ্যায় বা অংশ ভালো ভাবে লেখাও থাকে না। তাই মাধ্যমিক ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীকেই নুন্যতম দুটি পাঠ্যবই পড়তে হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তাদের অন্তত ৪ থেকে ৫ টি টেক্সট বুককে পাশাপাশি রেখে পড়াশুনা চালিয়ে যেতে হবে।
একটা সময়ে বিভিন্ন অধ্যাপকরা মাধ্যমিকের বইপত্র লিখে থাকলেও, তাদের লেখা বই গুলো ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটাতে পারছিলো না। প্রচলিত মাধ্যমিকের পাঠ্যবই এবং মাধ্যমিকের প্রচলিত প্রশ্নের ছাঁচ ও ধরনের মধ্যে কোথাও একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছিলো।
খুব আনন্দের কথা, এই সমস্যার সমাধান করার জন্য বর্তমানে অনেক অভিজ্ঞ স্কুলের মাস্টারমশাইরা বই লেখার বিষয়ে এগিয়ে আসেন। বেশ কিছু প্রকাশনী তার বই গুলোকেও অনেকখানি পরিমার্জন ও সংশোধন করেন। অধ্যাপকদের লেখা বই থেকে স্কুলের মাস্টারমশাইদের লেখা বই গুলো আমার মাধ্যমিকের ইতিহাসের জন্য অনেক বেশি উপযোগী বলে মনে হয়েছে।
এ প্রসঙ্গে একটি কথা অত্যন্ত পরিষ্কার করে বলা প্রয়োজন, আমি কোন প্রকাশনী বা লেখকের দ্বারা কোন অর্থ নিয়ে বা তাদের অনুরোধে এই লেখা লিখছি না। একজন ইতিহাসের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের কাছে ভালো বই গুলির তালিকা তুলে ধরছি মাত্র।
(১.) সবার জন্য ভালো পাঠ্য বই :-
ভালো, মাঝারি বা নিন্মমেধার সকল ছাত্রছাত্রীদের জন্যই আমি দুটি পাঠ্য বইয়ের কথা সবার প্রথমে তুলে ধরবো।
প্রথমটি হলো -
প্রান্তিক প্রকাশনীর "মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ"। বইটির লেখক হলেন - ড. প্রনব চট্টোপাধ্যায় এবং রনজিৎ কুমার মন্ডল।
![]() |
মাধ্যমিক ইতিহাস - প্রনব চট্টোপাধ্যায় ও রনজিৎ কুমার মন্ডল |
অধ্যাপক প্রনব চট্টোপাধ্যায়ের বইটিকে বারাসত পি সি এস গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রনজিৎ কুমার মন্ডল পুরো খোলনলচে বদলে যেভাবে ছাত্রছাত্রীদের উপযোগী করে তুলেছেন, তাতে কোন ধন্যবাদই যথেষ্ট নয়।
বইটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো ৩ টি।
এক, অত্যন্ত সহজ সরল ভাবে বইটি লেখার চেষ্টা করা হয়েছে।
দুই, ছোট প্রশ্নের জন্য পর্যাপ্ত এবং যথেষ্ট সংখ্যক তথ্য এই বইটি থেকে পাওয়া যায়।
তিন, বিগত বছরের প্রশ্নের ছাঁচ ও ধরনের দিকে লক্ষ্য রেখে বইটি লেখা হয়েছে। তাই বইটি ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি কাজে লাগবে, একথা নিশ্চিত ভাবে বলা যায়।
ভালো পাঠ্য বইয়ের তালিকায় দ্বিতীয় যে বইটির কথা না বললে নয়, সেটি হলো -
দীপ প্রকাশন থেকে প্রকাশিত - "ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা।" বইটি লিখেছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল।
![]() |
মাধ্যমিক ইতিহাস - শচীন্দ্রনাথ মন্ডল |
বইটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য বা ভালো লাগার জায়গা হলো, এই বইটি প্রচুর তথ্য দিয়ে ঠাসা, যা ছাত্রছাত্রীদের ছোট প্রশ্নের প্রস্তুতির ক্ষেত্রে অনেক কাজে লাগে। তাছাড়া বইটির উপস্থাপনও যথেষ্ট ভালো, যা ছাত্রছাত্রীদের বড়ো প্রশ্ন গুলির উত্তর তৈরি করতে সাহায্য করে।
(২.) ভালো ছাত্রছাত্রীদের জন্য কিছু ভালো রেফারেন্স পাঠ্য বই :-
অগেই বলেছি, একটি দামি সহায়িকা বইয়ের চাইতে, সেই সমমূল্যের কতকগুলি ভালো পাঠ্য বই পড়া অনেক ভালো। তাতে ইতিহাসের জ্ঞানের পরিধি যেমন বাড়ে, তেমনি ইতিহাসের বিষয়বস্তু গুলির ধারনাও অনেক সহজবোধ্য হয়ে যায়।
ভালো পাঠ্য বইয়ের জন্য আরোও ৩ টি বইয়ের উল্লেখ এখানে আমরা করবো। এগুলি হলো যথাক্রমে -
(১.) "ইতিহাসে আধুনিক ভারত ও পরিবেশ"। লেখক - ড. সত্যসৌরভ জানা, সত্যরঞ্জন মাল ও মহঃ সফিউল হক। বইটি বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়।
![]() |
মাধ্যমিক ইতিহাস - বুক ইন্ডিয়া |
বুক ইন্ডিয়ার অধিকাংশ বই গুলির মান অত্যন্ত ভালো। বইটির তথ্য, ব্যাখ্যা ও বিশ্লেষন বেশ ভালো। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই বইটির সুপারিশ করা যায়।
(২.) "আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা"। লেখক - এ কে এম সরিফুজ্জামান। বইটি প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
![]() |
মাধ্যমিক ইতিহাস - এ কে এম সারিফুজ্জামান |
যারা ইতিহাসে ভালো নাম্বার পেতে চাও বইটি তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি বই। বহু নতুন তথ্য বইটি থেকে পাওয়া যায়।
(৩.) "সভ্যতা স্বদেশ ও পরিবেশ"। লেখক - গৌতম বসু। বইটি বি বি কুন্ডু গ্র্যান্ডসন্স থেকে প্রকাশিত।
![]() |
মাধ্যমিক ইতিহাস - গৌতম বসু |
লেখক পয়েন্টভিত্তিক ভাবে বইটি লিখেছেন, যেটি ছাত্রছাত্রীদের বড়ো প্রশ্নের প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে।
সবশেষে বলবো, আমাদের এই তালিকার বাইরে আরোও অসংখ্য পাঠ্য বই বাজারে প্রচলিত আছে। আমি মূলত ছাত্রছাত্রীদের জন্যই এই লেখাটা লিখছি। তারা কখনই মাস্টারমশাইদের মতো ১২/১৪ খানা বই পড়তে বা সংগ্রহ করতে পারবে না। সম্ভবও নয়। কারন ইতিহাসের বাইরেও, আরোও অনেক সাবজেক্ট আছে, যেগুলো তাদের সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়।
তাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রয়োজন ও উপযোগীতার দিকে তাকিয়েই আমরা মাত্র ৫ টি ভালো পাঠ্য বইয়ের তালিকা এখানে তুলে ধরেছি। বেশি বইয়ের উল্লেখ করলে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাদের মনে প্রশ্ন উঠতে পারে, এত গুলি বই এর মাঝে কোনটি ভালো, কতখানি ভালো, বা কোন বই গুলো তারা কিনবে।
সবশেষে সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করবো, যারা এই লেখা পড়ছো, তাদের কাছে কোন পাঠ্য বই গুলি সবচেয়ে সেরা বলে মনে হয়েছে। তোমাদের স্কুলের পাঠ্য বই গুলির নামও তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারো। অথবা পাঠ্য বই সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলেও, তা নির্দ্ধিধায় কমেন্ট বক্সে তুলে ধরতে পারো।