উচ্চমাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টির সংক্ষিপ্ত তথ্য গুলিকে নীচে তুলে ধরা হলো।
দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত আলোচনার এটিই শেষ পর্ব। আশা করছি, আজকের আলোচনাটি থেকে কিছুটা হলেও, আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হবে।
 |
উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় :সংক্ষিপ্ত তথ্য (Part - 2) |
মার্কেন্টাইলবাদ, হবসন লেনিন থিসিস, সাম্রাজ্যবাদের কারন ও ঔপনিবেশিক সমাজে জাতি প্রশ্নের প্রভাব : সংক্ষিপ্ত তথ্য
- প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ১৭৭৬ খ্রিঃ প্রকাশিত তাঁর "Wealth of Nations" গ্রন্থে সর্বপ্রথম "মার্কেন্টাইলবাদ" কথাটি ব্যবহার করেন।
- মার্কেন্টাইলবাদ হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত এক ধরনের অর্থনৈতিক মতবাদ, যেখানে বুলিয়ান বা সোনা, রূপা ও আর্থিক সম্পদ সংরক্ষনের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং বৈদেশিক বানিজ্যে আমদানির বদলে রপ্তানির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
- সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভবের পিছনে জে এ হবসন ও ভি আই লেনিন যে অর্থনৈতিক ব্যাখ্যা বা কারনের কথা বলেছিলেন, তাই একত্রে "হবসন - লেনিন থিসিস" নামে পরিচিত ছিলো।
- Imperialism - A Study / সাম্রাজ্যবাদ - একটি সমীক্ষা - গ্রন্থটি লিখেছিলেন - ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন।
- Imperialism - The Highest stage of Capitalism / সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর - গ্রন্থটি লিখেছিলেন - প্রখ্যাত রুশ কমিউনিস্ট নেতা ভি আই লেনিন।
- লেনিনের মতে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম।
- সাম্রাজ্যবাদের কয়েকটি সাধারন কারন ছিলো - (ক) উগ্র জাতীয়তাবাদ (খ) শিল্প বিপ্লব প্রসূত পন্য বিক্রি ও কাঁচামাল সংগ্রহের তাগিদ (গ) বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থানের ব্যবস্থা করা (ঘ) ধর্মপ্রচারের তাগিদ।
- যে মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বানিজ্যিক মূলধন বা বানিজ্য পুঁজি বলা হয়।
- অধিক মুনাফা অর্জনের জন্য শিল্প ও বাণিজ্য থেকে প্রাপ্ত মুনাফা যখন পুনরায় শিল্প বা বানিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।
- Neo - colonialism :The last stage of Imperialism - গ্রন্থটির রচয়িতা হলেন - ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা।
- শিল্প বিপ্লব প্রথম হয় - ইংল্যান্ডে।
- যোগ্যতমের উদবর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন - ব্রিটিশ জীব বিজ্ঞানী চার্লস ডারউইন।
- শ্বেতাঙ্গদের বোঝা কবিতাটি লেখেন - রুভইয়ার্ড কিপলিং ।
- ভারত ও আফ্রিকাতে বর্ন বৈষম্যবাদের প্রবল বহিঃপ্রকাশ দেখা গিয়েছিলো।
- আমেরিকা স্বাধীনতা লাভ করে - ১৭৮৩ খ্রিঃ।
- হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন - জেমস মিল।
- পাবলো পিকাসো ছিলেন - স্পেনের চিত্রশিল্পী।
- পাবলো পিকাসো আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে তাঁর বিখ্যাত চিত্র গুলি এঁকেছিলেন।