উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 2)

উচ্চমাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টির সংক্ষিপ্ত তথ্য গুলিকে নীচে তুলে ধরা হলো। দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত আলোচনার এটিই শেষ পর্ব। আশা করছি, আজকের আলোচনাটি থেকে কিছুটা হলেও, আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হবে। 
উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় :সংক্ষিপ্ত তথ্য (Part - 2)
উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় :সংক্ষিপ্ত তথ্য (Part - 2)


মার্কেন্টাইলবাদ, হবসন লেনিন থিসিস, সাম্রাজ্যবাদের কারন ও ঔপনিবেশিক সমাজে জাতি প্রশ্নের প্রভাব : সংক্ষিপ্ত তথ্য

  1. প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ১৭৭৬ খ্রিঃ প্রকাশিত তাঁর "Wealth of Nations" গ্রন্থে সর্বপ্রথম "মার্কেন্টাইলবাদ" কথাটি ব্যবহার করেন। 
  2. মার্কেন্টাইলবাদ হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত এক ধরনের অর্থনৈতিক মতবাদ, যেখানে বুলিয়ান বা সোনা, রূপা ও আর্থিক সম্পদ সংরক্ষনের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং বৈদেশিক বানিজ্যে আমদানির বদলে রপ্তানির ওপর গুরুত্ব আরোপ করা হয়। 
  3. সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভবের পিছনে জে এ হবসন ও ভি আই লেনিন যে অর্থনৈতিক ব্যাখ্যা বা কারনের কথা বলেছিলেন, তাই একত্রে "হবসন - লেনিন থিসিস" নামে পরিচিত ছিলো।
  4. Imperialism - A Study / সাম্রাজ্যবাদ - একটি সমীক্ষা - গ্রন্থটি লিখেছিলেন - ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন।
  5. Imperialism - The Highest stage of Capitalism / সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর - গ্রন্থটি লিখেছিলেন - প্রখ্যাত রুশ কমিউনিস্ট নেতা ভি আই লেনিন। 
  6. লেনিনের মতে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম
  7. সাম্রাজ্যবাদের কয়েকটি সাধারন কারন ছিলো - (ক) উগ্র জাতীয়তাবাদ (খ) শিল্প বিপ্লব প্রসূত পন্য বিক্রি ও কাঁচামাল সংগ্রহের তাগিদ (গ) বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থানের ব্যবস্থা করা (ঘ) ধর্মপ্রচারের তাগিদ। 
  8. যে মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বানিজ্যিক মূলধন বা বানিজ্য পুঁজি বলা হয়। 
  9. অধিক মুনাফা অর্জনের জন্য শিল্প ও বাণিজ্য থেকে প্রাপ্ত মুনাফা যখন পুনরায় শিল্প বা বানিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। 
  10. Neo - colonialism :The last stage of Imperialism - গ্রন্থটির রচয়িতা হলেন - ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। 
  11. শিল্প বিপ্লব প্রথম হয় - ইংল্যান্ডে। 
  12. যোগ্যতমের উদবর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন - ব্রিটিশ জীব বিজ্ঞানী চার্লস ডারউইন। 
  13. শ্বেতাঙ্গদের বোঝা কবিতাটি লেখেন - রুভইয়ার্ড কিপলিং ।
  14. ভারত ও আফ্রিকাতে বর্ন বৈষম্যবাদের প্রবল বহিঃপ্রকাশ দেখা গিয়েছিলো। 
  15. আমেরিকা স্বাধীনতা লাভ করে - ১৭৮৩ খ্রিঃ। 
  16. হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন - জেমস মিল।
  17. পাবলো পিকাসো ছিলেন - স্পেনের চিত্রশিল্পী। 
  18. পাবলো পিকাসো আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে তাঁর বিখ্যাত চিত্র গুলি এঁকেছিলেন। 

Post a Comment (0)
Previous Post Next Post