উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 1)

উচ্চমাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টির সংক্ষিপ্ত তথ্য গুলিকে নীচে তুলে ধরা হলো। বিগত অধ্যায় গুলির মতো এই অধ্যায়টিকেও আমরা ধারাবাহিক ভাবে কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করবো। আশা করছি, আজকের আলোচনাটি থেকে কিছুটা হলেও, আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হবে।
উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 1)
উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 1)


(ক.) সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ :-

  1. লাতিন "ইম্পেরিয়াম" শব্দটি থেকে ইংরেজি "ইম্পিরিয়ালিজম" শব্দটির উৎপত্তি হয়েছিলো, যার বাংলা অর্থ ছিলো - সাম্রাজ্যবাদ।
  2. সাম্রাজ্যবাদ হলো এমন এক নীতি যার মাধ্যমে কোন শক্তিশালী দেশ তার চেয়ে কম শক্তিশালী দেশের ওপর রাজনৈতিক প্রাধান্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
  3. লাতিন "কলোনিয়া" শব্দটি থেকে ইংরেজি "কলোনি" শব্দটির উৎপত্তি হয়েছিলো, যার বাংলা প্রতিশব্দ হলো উপনিবেশ।
  4. এক দেশের মানুষ অন্য কোন জায়গা বা দেশে গিয়ে যখন বসতি স্থাপন করে তখনতাকে "উপনিবেশ" বলা হয়। অন্যদিকে "উপনিবেশবাদ" বলতে বোঝায় এমন এক নীতি বা পদ্ধতি যার মাধ্যমে কোন দেশ বা রাষ্ট্র অন্য কোন দেশ বা এলাকাকে নিজ শাসনের আওতায় নিয়ে আসে। 
  5. উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের পার্থক্য :- উপনিবেশবাদ হলো কোন দেশ, এলাকা অথবা জনগোষ্ঠীর ওপর অন্য কোন জাতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। অন্যদিকে সাম্রাজ্যবাদ হলো এমন এক নীতি যার মাধ্যমে কোন শক্তিশালী দেশ বা বৈদেশিক শক্তি অপর কোন দুর্বল রাষ্ট্রকে নিজের শাসনের বা কর্তৃত্বের অধীনে নিয়ে আসে। 

(খ.) বিশ্বের নানা স্থানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার :- 

  1. বিশ্বে সতেরো ও আঠারো শতকে প্রথম যে দুটি দেশ সাম্রাজ্যবাদের প্রসার ঘটায় - পোর্তুগাল ও  স্পেন। 
  2. সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইওরোপের স্পেন, পোর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড ইত্যাদি দেশ গুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখন্ড দখল করে যে সাম্রাজ্যবাদের প্রসার ঘটায়, তাকে "ভৌমিক সাম্রাজ্যবাদ" বলা হয়। 
  3. সমুদ্র অভিযানে প্রথম দিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র স্পেন ও পর্তুগাল সাফল্য লাভ করলেও, পরবর্তীকালে সমুদ্র অভিযান নিয়ে বিরোধ দেখা দেয়। তখন তদানীন্তন পোপ ষষ্ঠ আলেকজান্ডার ১৪৯৩ খ্রিঃ যে নির্দেশনামার মাধ্যমে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন, তাকেই "বুল নির্দেশনামা" বলা হয়। 
  4. ইওরোপের ইতিহাসে ১৮৭০ খ্রিঃ - ১৯১৪ খ্রিঃ পর্যন্ত সময়কালকে "সাম্রাজ্যবাদের যুগ" বলা হয়। 
  5. পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশবাদ প্রতিষ্ঠা ও প্রসারের ক্ষেত্রে সর্বাধিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো - ইংল্যান্ড ও ফ্রান্স। 
  6. উপনিবেশবাদ প্রতিষ্ঠায় শেষপর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বে ফরাসিরা পরাজিত হয়। 
  7. ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৭৮৩ - ১৮২৫ খ্রিঃ ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে পরিচিত। 
  8. আনাম, কোচিন, টংকিং, কম্বোডিয়া নিয়ে ১৮৮৭ খ্রিঃ গঠিত হয় ফরাসি ইন্দোচিন। 
  9. "অন্ধকারাচ্ছন্ন মহাদেশ" নামে পরিচিত ছিলো - আফ্রিকা মহাদেশ। 
  10. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলো - পোর্তুগিজরা। 
  11. আমেরিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলো - স্পেন। 
  12. ভারতে ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করতে এগিয়ে এসেছিলো - পোর্তুগিজরা। 
  13. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে প্রথম ইংরেজরা তাদের বানিজ্য কুঠি স্থাপন করেছিলো। 
  14. দক্ষিণ ভারতেমসুলিপত্তমে ইংরেজরা প্রথম তাদের বানিজ্য কুঠি স্থাপন (১৬১১) করেছিলো

(গ.) ভারতে প্রথম কোন ইওরোপীয় বানিকরা বানিজ্য করতে আসে? 

  1. ইওরোপীয় শক্তি গুলির মধ্যে ভারতে প্রথম বানিজ্য করতে আসে পোর্তুগিজরা। 
  2. পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৮ খ্রিঃ আফ্রিকা মহাদেশের দক্ষিন প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভারতের কলিকট বন্দরে এলে ইওরোপ থেকে ভারতে আসার জলপথের আবিষ্কার হয়।

(ঘ.) কোন বনিক গোষ্ঠী কোন দেশ থেকে এসেছিলো? 

ভারতে বানিজ্য করার জন্য - 

  • (ক) ইংল্যান্ড থেকে এসেছিলো ইংরেজরা, 
  • (খ) ফ্রান্স থেকে এসেছিলো ফরাসিরা, 
  • (গ) পোর্তুগাল থেকে এসেছিলো পোর্তুগিজরা, 
  • (ঘ) ডেনমার্ক থেকে এসেছিলো দিনেমাররা, 
  • (ঙ) হল্যান্ড থেকে এসেছিলো ওলন্দাজ বা ডাচরা।

(ঙ.) ভারতে ইওরোপীয় বনিকদের বানিজ্য কুঠির স্থান :-   

  • (ক) পোর্তুগিজদের বানিজ্য কুঠি :- বোম্বাই, কোচিন, দিউ, সালসেট, বেসিন, বাংলার হুগলি।
  • (খ) ওলন্দাজদের বানিজ্য কুঠি :- পুলিকট, সুরাট, নেগাপট্টম, কোচিন, পাটনি, কাশিমবাজার, চুঁচুড়া। 
  • (গ) দিনেমারদের বানিজ্য কুঠি :- চুঁচুড়া ও কাশিমবাজার। 
  • (ঘ) ইংরেজদের বানিজ্য কুঠি :- সুরাট, আগ্রা,আহম্মদ নগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা।
  • (ঙ) ফরাসিদের বানিজ্য কুঠি :- সুরাট, মুসলিপট্টম, পন্ডিচেরি, কারিকল, মাহে, চন্দননগর। 

(চ.) কয়েকটি উল্লেখযোগ্য সন্ধির সংক্ষিপ্ত পরিচয় :- 


(১.) সগৌলির সন্ধি :- 
  • ১৮১৬ খ্রিঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। 
  • এই সন্ধি দ্বারা সিকিম, সিমলা, মুসৌরি, নৈনিতাল, আলমোড়া সহ বর্তমান কুমায়ুন ও গাড়োয়াল জেলা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 
(২.) ইয়ান্দাবুর সন্ধি :- 
  • ১৮২৬ খ্রিঃ ব্রহ্মদেশ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। 
(৩.) গন্ডামাকের সন্ধি :- 
  • ১৮৭৯ খ্রিঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানিস্তানের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয় ।
(৪.) কানাগাওয়ার সন্ধি :- 
  • জাপান ও আমেরিকার মধ্যে ১৮৫৪ খ্রিঃ এই সন্ধি স্বাক্ষরিত হয়। 
(৫.) নানকিং এর সন্ধি :-
  • প্রথম আফিম যুদ্ধে পরাজিত চিন ও ইংরেজদের মধ্যে ১৮৪২ খ্রিঃ নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 
  • এই সন্ধি দ্বারা চিন ইওরোপীয় বানিজ্যের জন্য ৫ টি বন্দর উন্মুক্ত করতে এবং ইংরেজদের অতিরাষ্ট্রিক অধিকার দিতে বাধ্য হয়। 
(৬.) তিয়েনসিনের সন্ধি :- 
  • দ্বিতীয় আফিম যুদ্ধে পরাজিত হবার পর চিন ও ইংল্যান্ড - ফ্রান্সের জোটের সঙ্গে ১৮৫৮ খ্রিঃ এই সন্ধি স্বাক্ষরিত হয়। 
(৭.) শিমনোসেকির সন্ধি :- 
  • চিন জাপান যুদ্ধে পরাজিত চিনের সঙ্গে জাপানের ১৮৯৫ খ্রিঃ এই সন্ধি স্বাক্ষরিত হয় ।

(ছ.) নতুন বিশ্ব ও পরিশিষ্ট অংশ : গুরুত্বপূর্ণ তথ্য সমূহ :- 

  1. কমোডোর ম্যাথু পেরি ছিলেন - মার্কিন সেনাপতি। 
  2. মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ১৮৯৯ খ্রিঃ মুক্তদ্বার নীতি ঘোষনা করেন।
  3. মুক্তদ্বার নীতিতে বলা হয় - বিভিন্ন শক্তির দ্বারা দখলীকৃত চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বানিজ্যের সমান সুযোগ দিতে হবে। 
  4. পন্ডিত জওহরলাল নেহেরু মুক্তদ্বার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছিলেন। 
  5. প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ খ্রিঃ জাপান চিনের ওপর অপমানজনক ২১ দফা দাবি চাপিয়ে দিয়েছিলো। 
  6. নতুন বিশ্ব বা New World কথাটি প্রথম ব্যবহার করেন ইতালিয় নাবিক ও স্পেনীয় অভিযাত্রী - আমেরিগো ভেসপুচি। 
  7. আমেরিকা আবিষ্কার করেন - ক্রিস্টোফার কলম্বাস। 
  8. আমেরিকার নামকরন করা হয় - আমেরিগো ভেসপুচির নামানুসারে। 
  9. কলম্বাস ১৪৯২ খ্রিঃ আমেরিকাতে পদাপর্ন করেন। 
  10. কলম্বাসের পদার্পনের পূর্বে আমেরিকা মহাদেশে রেড ইন্ডিয়ান নামে স্থানীয় বাসিন্দারা বসবাস করতো। 
  11. আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ ছিলেন - স্যার হামফ্রে গিলবার্ট।
  12. অষ্টাদশ শতকের মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকাস্থিত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ১৩ টি উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই উপনিবেশ গুলিকে একত্রে "ত্রয়োদশ উপনিবেশ" বলা হতো।
  13. পোর্তুগিজ নাবিক পেড্রো কেব্রাল ১৫০০ খ্রিঃ দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পদার্পন করেন। 
  14. নিউজিল্যান্ড আবিষ্কার করেন - ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক। 
  15. হিলফার্ডিংয়ের লেখা বইটির নাম হলো - "Das Finanzkapital. 
  16. চিনে লিন সে সুর নেতৃত্বে ১৮৩৯ খ্রিঃ আফিম আমদানি বন্ধ করা হয়। 
  17. ১৫২১ খ্রিঃ স্পেনের হার্মান্দো কোর্টেস আজটেক সভ্যতা ধ্বংস করেন। 
  18. ১৫৩২ খ্রিঃ স্পেনের ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে ইনকা সভ্যতা ধ্বংস হয়। 
  19. জাপান কে বলা হয় - উদীয়মান সূর্যের দেশ। 
  20. ১৮০২ খ্রিঃ অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা ব্রিটেন শ্রীলঙ্কা লাভ করেছিলো। 
  21. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় - ১৬৬৪ খ্রিঃ। 
  22. বাংলায় পোর্তুগিজদের বানিজ্য ঘাঁটি ছিলো - হুগলিতে।
  23. বাংলায় ওলন্দাজদের বানিজ্য ঘাঁটি ছিলো - চুঁচুড়াতে।
  24. বাংলায় ফরাসিদের বানিজ্য ঘাঁটি ছিলো - চন্দননগরে।
  25. বাংলায় দিনেমারদের বানিজ্য ঘাঁটি ছিলো - চুঁচুড়াতে।

Post a Comment (0)
Previous Post Next Post