মাধ্যমিক ইতিহাসের বিগত বছরের সালের প্রশ্নপত্র, মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক ইতিহাসের মডেল প্রশ্নপত্র, মাধ্যমিক টেস্ট পেপার ইত্যাদি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো।
আশা করছি, আজকের পর্বটি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০১ |
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০১
1/30
ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন -
ইংরেজরা।
2/30
বিপিনচন্দ্র পাল লিখেছিলেন -
সত্তর বৎসর।
3/30
বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
উমেশচন্দ্র দত্ত।
4/30
সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় -
১৮২৩ খ্রিঃ।
5/30
নববিধান প্রতিষ্ঠা করেছিলেন -
কেশবচন্দ্র সেন।
6/30
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
কোল বিদ্রোহে।
7/30
১৮৭৮ খ্রিঃ অরন্য আইনে অরন্যকে কয় ভাগে ভাগ করা হয়?
তিন ভাগে।
8/30
১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন -
ভি ডি সাভারকর।
9/30
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো -
বঙ্গভাষা প্রকাশিকা সভা।
10/30
ভারতমাতা চিত্রটি আঁকেন -
অবনীন্দ্রনাথ ঠাকুর।
11/30
ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
12/30
বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
রবীন্দ্রনাথ ঠাকুর।
13/30
একা আন্দোলনের নেতা ছিলেন -
মাদারি পাসি।
14/30
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় -
১৯২০ খ্রিঃ।
15/30
বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
গুজরাটে।
16/30
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত খ্রিঃ হয়?
১৯০৫ খ্রিঃ।
17/30
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে কোন স্থানে অংশগ্রহণ করেন?
তমলুক।
18/30
দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন -
লীলা নাগ।
19/30
ভারতের লৌহমানব বলা হয় -
সর্দার বল্লভভাই প্যাটেলকে।
20/30
"Train to Pakistan" গ্রন্থটি লিখেছিলেন -
খুশবন্ত সিং।
21/30
সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় -
মহাফেজখানাতে।
22/30
বাংলায় কোন শতককে নবজাগরনের শতক বলা হয়?
উনিশ শতককে।
23/30
উলগুলান শব্দের অর্থ কী?
ভয়ঙ্কর বিশৃঙ্খলা।
24/30
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন -
দ্বারকানাথ বিদ্যাভূষন।
25/30
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন -
স্বামী বিবেকানন্দ।
26/30
মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন -
লর্ড ক্যানিং।
27/30
গোরা উপন্যাসটি লিখেছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর।
28/30
হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন -
নবগোপাল মিত্র।
29/30
রশিদ আলি ছিলেন -
আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপ্টেন।
30/30
বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন -
লর্ড ডালহৌসি।