উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৩

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিগত ২০১৭ ও ২০১৮ সালে যেসব প্রশ্ন গুলি পরীক্ষায় এসেছিলো, সেইসব প্রশ্ন গুলির অনুসরনে আজকের পর্বটি উপস্থাপন করা হলো। আশা করছি, আজকের পর্বটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৩
উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৩


উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০৩

1/90
সার্ক এর ধারনা কার মস্তিস্কপ্রসূত?
জিয়াউর রহমান
2/90
নিয়ন্ত্রিত গনতন্ত্র ধারনাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?
সুকর্নো।
3/90
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ইয়াহিয়া খান।
4/90
ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?
১৯৫০ খ্রিঃ।
5/90
প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়?
১৯৯০ খ্রিঃ।
6/90
দিয়েন বিয়েন ফু তে কে জয়ী হয়েছিলো?
ভিয়েতনাম।
7/90
উত্তর আটলান্টিক জোট /ন্যাটো কবে গঠিত হয়?
১৯৪৯ খ্রিঃ।
8/90
জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
জওহরলাল নেহেরু।
9/90
গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকরা কী নামে পরিচিত ছিলেন?
কুনবি।
10/90
আজাদ হিন্দ ফৌজ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়?
সিঙ্গাপুরে।
11/90
বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন?
বল্লভভাই প্যাটেল।
12/90
ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলো তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উইনস্টন চার্চিল।
13/90
লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
১৯১৬ খ্রিঃ।
14/90
ভাইকম মন্দিরে প্রবেশের জন্য আন্দোলনে কে নেতৃত্ব দেন?
কে পি কেশব মেনন।
15/90
কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সান ইয়াৎ সেন।
16/90
হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি কারা প্রকাশ করেছিলো?
নব্যবঙ্গীয়রা।
17/90
দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়?
বীরসালিঙ্গম পানতুলুকে।
18/90
ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৮০০ খ্রিঃ।
19/90
নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
আমেরিগো ভেসপুচি।
20/90
মিথ শব্দটি এসেছে "মিথোস" থেকে, এটি হলো একটি -
গ্রিক শব্দ।
21/90
জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?
মান্না দের।
22/90
যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয় -
সাম্রাজ্যবাদ।
23/90
নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় -
১৮৪২ খ্রিঃ।
24/90
তিয়েনসিন এর সন্ধি স্বাক্ষরিত হয় কবে?
১৮৫৮ খ্রিঃ।
25/90
পিকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় কবে?
১৮৬০ খ্রিঃ ।
26/90
বোগ এর সন্ধি স্বাক্ষরিত হয় -
১৮৪৩ খ্রিঃ।
27/90
বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
১৭৬৪ খ্রিঃ অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা, বাংলার ক্ষমতাচ্যুত নবাব মিরকাশিম, মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ হয়।
28/90
অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ইংরেজদের সঙ্গে রনজিৎ সিংয়ের।
29/90
চিলিয়ানওয়ালার যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
লর্ড ডালহৌসি।
30/90
শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের।
31/90
লগ্নি পুঁজি কাকে বলে?
শিল্প বা বানিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বানিজ্যে বিনিয়োগ করে আরোও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।
32/90
শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়?
ফরাসি লেখক জুলি ফেরি, ইংরেজ কবি রুভইয়ার্ড কিপলিং প্রমুখ সাম্রাজ্যবাদী বুদ্ধিজীবীদের মতে, এশিয়া ও আফ্রিকার অনুন্নত জাতি গুলিকে সভ্য করে তোলা উন্নত জাতি গুলির দায়িত্বের মধ্যে পড়ে। এই তথাকথিত দায়বদ্ধতাকেই "শ্বেতাঙ্গদের বোঝা" নামে অভিহিত করা হয়।
33/90
সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন?
হার্বাট স্পেনসার।
34/90
সর্বশেষ চার্টার আইন কবে প্রনয়ন করা হয়?
১৮৫৩ খ্রিঃ।
35/90
কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
১৭৭৩ খ্রিঃ রেগুলেটিং আইন দ্বারা।
36/90
তাইপিং বিদ্রোহ কবে ও কোথায় হয়েছিলো?
১৮৫০ খ্রিঃ চিনে।
37/90
হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাশ হয়?
১৮৫৬ খ্রিঃ।
38/90
পলাশীর লুন্ঠন কাকে বলে?
পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বাংলা থেকে ছলে বলে কৌশলে যে বিপুল পরিমান সম্পদ ও অর্থ লুন্ঠন করে ইংল্যান্ডে পাচার করেন, তাকেই ঐতিহাসিকরা পলাশীর লুন্ঠন বলে অভিহিত করেন।
39/90
চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝ?
কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে তার মেকলে মিনিটে বলেন, ভারতে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমে সাধারন জনগনের মধ্যে ছড়িয়ে পড়বে। ভারতে পাশ্চাত্য শিক্ষার পরিকল্পিত এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিন্ম পরিশ্রুত নীতি বলা হয়।
40/90
মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয়?
৩৩ জন কমিউনিস্ট নেতাকে।
41/90
সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?
১৯৩২ খ্রিঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রেমসে ম্যাকডোনাল্ড।
42/90
কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়?
ড. লক্ষী স্বামীনাথনের নেতৃত্বে।
43/90
নব্যবঙ্গীয় কারা ছিলো?
উনিশ শতকে হিন্দু কলেজের তরুন শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্ররাই নব্যবঙ্গীয় নামে পরিচিত ছিলো।
44/90
চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?
কোন নিয়োগ কর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেনীকেই চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়।
45/90
আগস্ট প্রস্তাব কবে ঘোষণা করা হয়?
১৯৪০ খ্রিঃ ৮ ই আগস্ট।
46/90
বুলগানিন কে ছিলেন?
সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
47/90
ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
কিউবার বিখ্যাত জাতীয়তাবাদী নেতা।
48/90
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়?
১৯৫১ - ৫২ খ্রিঃ।
49/90
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
মহম্মদ হাত্তা।
50/90
বর্ন বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
দক্ষিণ আফ্রিকা ও ভারতে।
51/90
একশো দিনের সংস্কার কী ছিলো?
১৮৯৮ খ্রিঃ ১১ জুন চিনা সম্রাট কোয়াং শু যে সংস্কার মূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা একশ দিনের সংস্কার নামে পরিচিত।
52/90
বার্লিন অবরোধ কাকে বলে?
সমগ্র বার্লিনে রুশ অধিপত্য প্রতিষ্ঠার জন্য রাশিয়া ১৯৪৮ খ্রিঃ বার্লিনে প্রবেশের সড়ক পথ গুলিতে অবরোধ করে। একেই বার্লিন অবরোধ বলা হয়।
53/90
ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
হরিজন পত্রিকাতে ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও একে একটি ফেলপড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেন।
54/90
মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?
১৯৪০ খ্রিঃ মুসলিম লিগের লাহোর অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক বিখ্যাত পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন। প্রথম পাকিস্তান প্রস্তাব উত্থাপনের জন্য লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
55/90
ইতিহাস একটি বিজ্ঞান - এর বেশিও নয়, কমও নয় - এটি কার উক্তি?
ঐতিহাসিক বিউরির।
56/90
একাত্তরের ডাইরি কে লিখেছিলেন?
সুফিয়া কামাল।
57/90
ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পন করেন?
কালিকট।
58/90
রেগুলেটিং আইন কবে প্রনয়ন করা হয়?
১৭৭৩ খ্রিঃ।
59/90
বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন?
ওয়ারেন হেস্টিংস।
60/90
শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন?
উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ড।
61/90
শিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
১৮৯৫ খ্রিঃ।
62/90
সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন?
জ্যোতিবা ফুলে।
63/90
সাম্রাজ্যবাদ - একটি সমীক্ষা - এটি কার লেখা?
জে এ হবসন।
64/90
হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন?
জেমস মিল।
65/90
ওয়েলথ অব নেশন গ্রন্থটির লেখক কে ছিলেন?
অ্যাডাম স্মিথ।
66/90
সাম্রাজ্যবাদ - পুঁজিবাদের সর্বোচ্চ স্তর - গ্রন্থটির লেখক কে ছিলেন?
ভি আই লেনিন।
67/90
ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
পট্টভি সীতারামাইয়া।
68/90
Now or Never শীর্ষক পুস্তিকাটি কে লেখেন ?
চৌধুরী রহমৎ আলি।
69/90
মুসলিম লিগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান প্রস্তাব উত্থাপন করা হয়?
১৯৪০ খ্রিঃ লাহোর অধিবেশনে।
70/90
ইন্দোনেশিয়াতে প্রথমে উপনিবেশ কারা স্থাপন করেছিলো?
ওলন্দাজরা।
71/90
ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?
১৯৪৭ খ্রিঃ ৪ জুলাই।
72/90
ফুলটন বক্তব্য কে রেখেছিলেন?
চার্চিল।
73/90
জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?
মিশর।
74/90
মাইলাই ঘটনাটি কোন দেশে ঘটেছিলো?
ভিয়েতনামে।
75/90
প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
কঙ্গো।
76/90
ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?
জওহরলাল নেহেরু।
77/90
কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়?
১৯৫০ খ্রিঃ ২৬ শে জানুয়ারি।
78/90
১৯৫১ খ্রিঃ প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কোথায় স্থাপিত হয়?
খড়্গপুরে।
79/90
ম্যাক্সিম লিটভিনভ কে ছিলেন?
রুশ পররাষ্ট্রমন্ত্রী।
80/90
উইনস্টন চার্চিল কে ছিলেন?
ব্রিটিশ প্রধানমন্ত্রী।
81/90
জোসেফ স্ট্যালিন কে ছিলেন?
রুশ রাষ্ট্রপতি।
82/90
হ্যারি ট্রুম্যান কোথাকার রাষ্ট্রপতি ছিলেন?
মার্কিন যুক্তরাষ্ট্র।
83/90
ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?
১৪৯৮ খ্রিঃ।
84/90
কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
১৭৭৬ খ্রিঃ।
85/90
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
স্যার এলিজা ইম্পে।
86/90
আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
১৮৭৫ খ্রিঃ।
87/90
সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন?
আগাম খাঁ।
88/90
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
স্যার জেমস উইলিয়াম কোলভিল।
89/90
পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
১৯৩২ খ্রিঃ।
90/90
প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ইন্দোনেশিয়ার বান্দুং শহরে।
Post a Comment (0)
Previous Post Next Post