উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিগত বছর গুলিতে যেসব প্রশ্ন গুলি এসেছিলো, সেইসব প্রশ্ন গুলির গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে আজকের পর্বটি উপস্থাপন করা হলো। আশা করছি, আজকের পর্বটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০১ |
একঝলকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
- ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে - ১৯৫০ খ্রিঃ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন - ইয়াহিয়া খান।
- ইয়াল্টা সম্মেলন আহুত হয় - ১৯৪৫ খ্রিঃ।
- পটাসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৪৫ খ্রিঃ ।
- সুয়েজ খাল জাতীয়করন করেছিলেন - নাসের।
- ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন - পট্টভি সীতারামাইয়া।
- নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় - তলোয়ার জাহাজে।
- তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন - দেবেন্দ্রনাথ ঠাকুর
- সিং চুং হুইয়ের প্রবর্তক ছিলেন - সান ইয়াৎ সেন।
- বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান - ওয়ারেন হেস্টিংস।
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন - লর্ড কর্নওয়ালিস
- দশশালা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন - লর্ড কর্নওয়ালিস।
- ভারতের ইতিহাসের একজন জাতীয়তাবাদী ব্যাখ্যাকার ছিলেন - রমেশচন্দ্র মজুমদার।
- "Early History of India" গ্রন্থের রচয়িতা হলেন - ভিনসেন্ট স্মিথ।
- ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বসেছিলো - ১৯৮৫ খ্রিঃ ।
- ১৯৯০ দশকে ভারতে অর্থনৈতিক উদারীকরনের সময় প্রধানমন্ত্রী ছিলেন - পি ভি নরসিমা রাও।
- আরব লিগে যোগদানকারী দেশগুলি হল - লেবানন, সিরিয়া, ইরাক, ইরাক, ট্রান্সফার জর্ডন, সৌদি আরব, ইয়েমেন, মিশর।
- আরব লিগ গঠিত হয় - ১৯৪৫ খ্রিঃ ।
- NATO গঠিত হয় - ১৯৪৯ খ্রিঃ।
- জেনারেল তোজো ছিলেন - জাপানের প্রধানমন্ত্রী।
- হো চি মিন ছিলেন - ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামী।
- চৌ এন লাই ছিলেন - চিনের।
- সুকর্ন ছিলেন - ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন - ট্রুম্যান।
- ১৯০৯ খ্রিঃ ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড মিন্টো।
- গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ হলো - ঈশ্বরের সন্তান।
- চিনে ইওরোপীয় বানিজ্যিক সম্পর্কের সূত্রপাত ঘটেছিলো - ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে।
- দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন - বীরসালিঙ্গম পানতুলু।
- আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলো - ওলন্দাজরা।
- "Imperialism - The Highest stage of Capitalism" গ্রন্থটির লেখক হলেন - হবসন।
- "Das Firazkapital গ্রন্থটির লেখক হলেন - হিলফারডিং।
- দক্ষিণ আফ্রিকার প্রথম অ শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন - নেলসন ম্যান্ডেলা।
- দিয়েন বিয়েন ফু তে - ভিয়েতনামের কাছে ফরাসিরা পরাজিত হয়েছিলো।
- বেন বেল্লা ছিলেন - স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
- ফিদেল কাস্ত্রো ছিলেন - কিউবার সমাজতন্ত্রী নেতা।
- আলেকজান্ডার ডাফ ছিলেন - একজন স্কটিশ মিশনারি ও স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা।
- মানুষ গড়ার আদর্শের কথা বলেছিলেন - স্বামী বিবেকানন্দ।
- ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলো কারন - এই কমিশনে কোন ভারতীয় সদস্য ছিলো না।
- মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশী অভিযুক্ত ছিলেন - ফিলিপ স্প্র্যাট, ও বেন ব্রাডলি।
- উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী পরিচিত ছিলো - "ভিয়েতমিন" নামে।
- ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বানিজ্যের অবসান ঘটানো হয় - ১৮১৩ খ্রিঃ ও ১৮৩৩ খ্রিঃ চার্টার আইনে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন - হিদেকি তোজো।
- ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথ ভাবে ব্যয় করার জন্য - দুই ভাগে ভাগ করা হয়। যথা পরিকল্পিত খাত ও অপরিকল্পিত খাত।
- ভারতে পর্তুগিজদের বানিজ্য কুঠি ছিলো - কোচিন, গোয়া, চট্টগ্রাম, হুগলি।
- রাওলাট আইন প্রণয়ন করা হয় - ১৯১৯ খ্রিঃ।
- রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য ছিলো - ভারতে বৈপ্লবিক আন্দোলন দমন করা।
- ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলো - ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে।
- আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন - ১৪৯২ খ্রিঃ স্পেনের নাবিক ক্রিস্টোফার কলম্বাস।
- যে মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বানিজ্য চালনার জন্য ব্যবহার করা হয়, তাকে - বানিজ্যিক মূলধন বা বানিজ্য পুঁজি বলে।
- চিনে তাইপিং বিদ্রোহ হয় - ১৮৫০ - ৬৪ খ্রিঃ ।
- তাইপিং বিদ্রোহের কারন গুলি হলো - চিনে মাঞ্চু সরকারের দুর্নীতি, সামন্ততান্ত্রিক ধ্যান ধারনা, বিদেশী শোষন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।
- ভারতে দলিত বলা হয় - চতুবর্ন সমাজকাঠামোর বাইরে অবস্থিত অস্পৃশ্য জনজাতিকে।
- নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় - ১৯৪২ খ্রিঃ চিনের সঙ্গে ব্রিটেনের।
- নানকিং সন্ধির অন্যতম শর্তগুলি হলো - (ক) ক্যান্টন বানিজ্যের ক্ষেত্রে কো হং প্রথার অবসান ঘটাতে হবে। (খ) ইংরেজ বনিকদের জন্য ক্যান্টন, অ্যাময়, নিংপো, ফুচাও ও সাংহাই বন্দরে বানিজ্য করার অধিকার দিতে হবে। (গ) ইংল্যান্ডকে অতিরাষ্ট্রিক অধিকার প্রদান করতে হবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যা থেকে সারা বিশ্ব জুড়ে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা দেখা যায়। একে ক্ষেপণাস্ত্র সংকট বলে।
- ১৯৪৭ খ্রিঃ ১৫ ই মার্চ, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ইওরোপের ওপর রাশিয়া ও কমিউনিস্টদের আগ্রাসন প্রতিরোধের জন্য বিশ্বের যেকোন দেশকে সামরিক ও আর্থিক সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন, তাকেই ট্রুম্যান নীতি বলা হয়।
- ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছিলো - ১৯৭৬ খ্রিঃ।
- মুসলিম সমাজের রামমোহন নামে পরিচিত ছিলেন - স্যার সৈয়দ আহম্মদ খান।
- নামধারী আন্দোলনে প্রবর্তক ছিলেন - বাবা দয়াল সিং।
- গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন - জ্যোতিরাও ফুলে।
- আর্যসমাজ প্রতিষ্ঠা করেন - স্বামী দয়ানন্দ সরস্বতী।
- প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন - আত্মারাম পান্ডুরঙ্গ।
- ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - রাজা রামমোহন রায়।
- আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - দেবেন্দ্রনাথ ঠাকুর।
- ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - কেশবচন্দ্র সেন।
- নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - কেশবচন্দ্র সেন।
- সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু।
- বর্তমান ভারত রচনা করেন - স্বামী বিবেকানন্দ ।
- ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক ছিলেন - লর্ড কর্নওয়ালিস।
- দ্বিতীয় আফিমের যুদ্ধ হয় - ১৮৫৬ খ্রিঃ ।
- পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন - ১৪৯৮ খ্রিঃ ।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করে - ১৭৬৫ খ্রিঃ
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮০০ খ্রিঃ ।
- বক্সারের যুদ্ধ সংগঠিত হয় - ১৭৬৪ খ্রিঃ।
- পলাশির যুদ্ধ হয়েছিলো - ১৭৫৭ খ্রিঃ ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন - গর্বাচেভ।
- রাজতরঙ্গিনী রচনা করেন - কলহন।
- ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় - ১৭৮৪ খ্রিঃ।
- রেগুলেটিং আইন প্রণয়ন করা হয় - ১৭৭৩ খ্রিঃ।
- পিটের ভারত শাসন আইন প্রণয়ন করা হয় - ১৭৮৪ খ্রিঃ ।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের ফরমান লাভ করে - ১৭১৭ খ্রিঃ।
- রামমোহন রায়কে রাজা উপাধি দেন - মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
- ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন - হোমি জাহাঙ্গির ভাবা।
- বাংলাদেশ স্বাধীনতা লাভ করে - ১৯৭১ খ্রিঃ।
- জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন - ওয়াইজম্যান।
- সব ইতিহাসই সমকালীন ইতিহাস - এটি হলো - ক্রোচের উক্তি।
- ১৯৪৯ খ্রিঃ সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিলো তার নাম হলো - ন্যাটো।
- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় হলেন - লর্ড মাউন্টব্যাটন।
- RIN এর বিদ্রোহ হয় - ১৯৪৬ খ্রিঃ ।
- ক্রিপস মিশন ভারতে আসে - ১৯৪২ খ্রিঃ ।
- লিনলিথগো প্রস্তাব পেশ করা হয় - ১৯৪০ খ্রিঃ ।
- আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় - ১৯৪৩ খ্রিঃ।
- পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো - গোলমরিচকে।
- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন - স্বামী দয়ানন্দ সরস্বতী।
- ২৭ দফা দাবি পেশ করা হয় - বান্দুং সম্মেলনে।
- ১৯৪৩ খ্রিঃ বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় ছিলেন - লর্ড ওয়াভেল।
- প্রশান্তচন্দ্র মহলানবিশ - ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা পেশ করেন।
- Poverty and un British rule in India রচনা করেছিলেন - দাদাভাই নৌরজি।
- এশিয়া এশিয়াবাসীদের জন্য এই শ্লোগানটি ছিলো - জাপানের।