উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০২

 উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিগত ২০১৫ ও ২০১৬ সালে যেসব প্রশ্ন গুলি পরীক্ষায় এসেছিলো, সেইসব প্রশ্ন গুলির অনুসরনে আজকের পর্বটি উপস্থাপন করা হলো। আশা করছি, আজকের পর্বটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০২
উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - ০২


1/70
দাতাঁত শব্দের অর্থ কী?
উত্তেজনা প্রশমন। ১৯৬০ এর দশকে শেষদিকে বিভিন্ন কারনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের প্রতি যে নমনীয় মনোভাব গ্রহন করেছিলো, তাকেই দাতাঁত বলা হয়।
2/70
বেন বেল্লা কে ছিলেন?
বেন বেল্লা ছিলেন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
3/70
পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন?
জুলফিকার আলি ভুট্টো।
4/70
এশিয়া এশিয়াবাসীর জন্য - এই শ্লোগান কোন দেশের ছিলো?
জাপানের।
5/70
ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।
১. লর্ড পেথিক লরেন্স, ২. এ ভি আলেকজান্ডার এবং ৩. স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস।
6/70
রশিদ আলি দিবস কবে ও কেন পালন করা হয়?
আজাদ হিন্দ ফৌজের অন্যতম ক্যাপ্টেন আব্দুল রশিদ আলি কে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়। এর প্রতিবাদে ১৯৪৬ খ্রিঃ ১২ ই ফেব্রুয়ারি রশিদ আলির মুক্তির দাবিতে মুসলিম লিগের ছাত্র সংগঠন ধর্মঘটের ডাক দেয় এবং ১২ ফেব্রুয়ারি দিনটি রশিদ আলি দিবস হিসাবে পালন করে।
7/70
মার্শাল পরিকল্পনা কী?
১৯৪৭ খ্রিঃ ৫ ই জুন, মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় যুদ্ধবিধ্বস্ত ইওরোপের আর্থিক পুনরুজ্জীবনের জন্য এক অর্থনৈতিক সাহায্যের পরিকল্পনা কর্মসূচির ঘোষনা করেন। একেই মার্শাল পরিকল্পনা বলা হয়।
8/70
ওয়ারশ চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয়?
১৯৫৫ খ্রিঃ মে মাসে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশ গুলির মধ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে "ওয়ারশ চুক্তি" স্বাক্ষরিত হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিলো - (১.) কমিউনিস্ট দেশ গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, (২.) পূর্ব ইউরোপে রুশ কর্তৃত্ব বজায় রাখা, (৩.) পূর্ব ইউরোপ ও সমাজতান্ত্রিক দেশ গুলিতে পুঁজিবাদী আগ্রাসন প্রতিহত করা।
9/70
মর্লে মিন্টো আইন কবে পাশ হয়?
১৯০৯ খ্রিঃ।
10/70
কবে ও কাদের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯১৬ খ্রিঃ ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
11/70
কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
১৯২৫ খ্রিঃ ২৬ শে ডিসেম্বর, কানপুরে।
12/70
চিনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়?
১৮৩৯ খ্রিঃহ
13/70
উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা?
১৮৯৯ খ্রিঃ মার্কিন পররাষ্ট্র সচিব জন হে উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা ছিলেন। এই নীতিতে বলা হয় - বিভিন্ন শক্তির দ্বারা অধিকৃত চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বানিজ্যের সমান সুযোগ দিতে হবে। নতুবা মার্কিন যুক্তরাষ্ট্র বানিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশ গুলিকে বাধা দেবে।
14/70
সাউকার কাদের বলা হতো?
দক্ষিণ ভারতের সুদখোর মহাজন শ্রেনী সাউকার নামে পরিচিত ছিলো।
15/70
মার্কেন্টাইলবাদ কী?
মার্কেন্টাইলবাদ হলো একটি অর্থনৈতিক মতবাদ, যার প্রবক্তা ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। স্মিথ ১৭৭৬ খ্রিঃ তাঁর "ওয়েলথ অব নেশন" গ্রন্থে সর্বপ্রথম এই মতবাদ ব্যাখ্যা করেন। মার্কেন্টাইলবাদ মতবাদের মূল বক্তব্য হলো, পৃথিবীতে সম্পদের পরিমান সীমিত। তাই প্রত্যেক রাষ্ট্রকেই সম্পদ সংরক্ষনে জোর দিতে হবে। এই সম্পদ সংরক্ষনের জন্য বানিজ্যের ক্ষেত্রে আমদানি কম করে রপ্তানি বেশি করতে হবে।
16/70
১৬১২ খ্রিঃ ভারতের কোথায় প্রথম ইংরেজ বানিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
সুরাটে।
17/70
কোন ইওরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম বানিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলো?
পোর্তুগাল।
18/70
বৈদেশিক বানিজ্যের জন্য চিনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিলো?
চিনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর।
19/70
হো চি মিন কে ছিলেন?
হো চি মিন ছিলেন ভিয়েতনামের বিখ্যাত কমিউনিস্ট নেতা ও স্বাধীনতা সংগ্রামী। তাঁর নেতৃত্বেই ভিয়েতনামে ১৯৩০ খ্রিঃ "ভিয়েতনাম ওয়ার্কাস পার্টি" গঠিত হয়েছিলো।
20/70
কোন বছর ভিয়েতনাম গনতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়?
১৯৭৬ খ্রিঃ।
21/70
কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?
লর্ড অকল্যান্ড। লর্ড অকল্যান্ড অকল্যান্ড মিনিটের মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য দুই শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের ঘোষনা করেন। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে সরকারি অর্থ বরাদ্দ সংক্রান্ত যাবতীয় বিতর্ক ও সমস্যার নিরসন ঘটে।
22/70
কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয়?
ভারতে উচ্চ শিক্ষার প্রসার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার সংক্রান্ত সুপারিশের জন্য ১৯১৭ খ্রিঃ স্যাডলার কমিশন গঠিত হয়।
23/70
কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলো?
শ্রী নারায়ন গুরু।
24/70
চিনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়?
১৯১৯ খ্রিঃ ৪ ই মে।
25/70
আলি নগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
১৭৫৭ খ্রিঃ বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।
26/70
কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিলো?
চিরস্থায়ী বন্দোবস্ত।
27/70
কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
১৮৪৯ খ্রিঃ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
28/70
২৭ দফা দাবি পেশ করা হয় কোন সম্মেলনে?
বান্দুং সম্মেলনে।
29/70
পেরেস্ত্রৈকার প্রবর্তক কে ছিলেন?
গর্ভাচেভ।
30/70
ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?
১৯৪৯ খ্রিঃ।
31/70
এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিঃ কলকাতায়।
32/70
বর্তমান ভারত কে রচনা করেন?
স্বামী বিবেকানন্দ।
33/70
বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করেছিলো?
১৯৭১ খ্রিঃ ১৬ ডিসেম্বর।
34/70
ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
হোমি জাহাঙ্গির ভাবা।
35/70
জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন?
ওয়াইজম্যান।
36/70
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটন।
37/70
সব ইতিহাসই সমকালীন ইতিহাস - এটি কার উক্তি?
ঐতিহাসিক ক্রোচের উক্তি।
38/70
পোর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো?
গোলমরিচকে।
39/70
শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
স্বামী দয়ানন্দ সরস্বতী।
40/70
পটাসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
১৯৪৫ খ্রিঃ।
41/70
প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন?
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার।
42/70
কে সুয়েজ খাল জাতীয়করন করেছিলেন?
মিশরের রাষ্ট্রপ্রধান নাসের।
43/70
ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেছিলো?
১৯৫০ খ্রিঃ।
44/70
ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
১৯৪৫ খ্রিঃ।
45/70
১৯৪৬ খ্রিঃ নৌ বিদ্রোহ কোন জাহাজে হয়েছিলো?
তলোয়ার জাহাজে।
46/70
কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান?
ওয়ারেন হেস্টিংস।
47/70
চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
লর্ড কর্নওয়ালিস।
48/70
সিং চুং হুই এর প্রবর্তক কে ছিলেন?
সান ইয়াৎ সেন।
49/70
ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
পট্টভি সীতারামাইয়া।
50/70
১৯৯০ এর দশকে ভারতে অর্থনৈতিক উদারীকরনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
পি ভি নরসিমা রাও।
51/70
দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
বীরসালিঙ্গম পানতুলুকে।
52/70
ফিদেল কাস্ত্রো কোথাকার নেতা ছিলেন?
কিউবার।
53/70
ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিলো?
ভারতে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে, তা নিয়ে আলাপ আলোচনা করার জন্য।
54/70
Imperialism - A Study - গ্রন্থটির লেখক কে ছিলেন?
জে এ হবসন।
55/70
ভারতের কোন কোন জায়গায় পোর্তুগিজদের বানিজ্য ঘাঁটি ছিলো?
গোয়া, দমন, দিউ, হুগলি, কোচিন, বেসিন, বোম্বাই।
56/70
দক্ষিণ আফ্রিকার প্রথম অ শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী?
নেলসন ম্যান্ডেলা।
57/70
আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলো কারা?
ওলন্দাজরা।
58/70
১৯০৯ খ্রিঃ ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড মিন্টো।
59/70
রাওলাট আইন কবে পাশ হয়?
১৯১৯ খ্রিঃ।
60/70
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
হিদেকি তোজো।
61/70
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা দেশ কে ছিলো?
ভারত।
62/70
আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
ক্রিস্টোফার কলম্বাস।
63/70
মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিলো?
১৯২৯ খ্রিঃ।
64/70
তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়?
চিনে ১৮৫০ - ৬৪ খ্রিঃ পর্যন্ত হয়। চিনে মাঞ্চু সরকারের অপশাসন, দুর্নীতি, সামন্ততান্ত্রিক ধ্যান ধারনা ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়।
65/70
চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা কে ছিলেন?
মেকলে।
66/70
বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ডালহৌসি।
67/70
সতীদাহ প্রথা নিবারন আইন কোন গর্ভনর জেনারেলের সময় পাশ হয়?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
68/70
কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বানিজ্যের অবসান ঘটানো হয়?
১৮১৩ খ্রিঃ চার্টার আইনে।
69/70
দিয়েন বিয়েন ফু তে কি ঘটেছিলো?
১৮৫৪ খ্রিঃ ভিয়েতনামীদের হাতে ফরাসিদের শোচনীয় পরাজয় ঘটে, যা ভিয়েতনামের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিলো।
70/70
সার্কের প্রতিষ্ঠাতা দেশ কে ছিলো?
বাংলাদেশ।
Post a Comment (0)
Previous Post Next Post