উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায় :সংক্ষিপ্ত তথ্য (Part - 3)

উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায়টির অবশিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য গুলি নীচে তুলে ধরা হলো। আশা করছি, অন্যান্য পর্ব গুলির মতো এই পর্বটিও ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতির জন্য কিছুটা হলেও সাহায্য করবে। 

উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 3)
উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 3)


(ক.) প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্পায়ন, মুদ্রা নিয়ন্ত্রণ ও দুর্ভিক্ষের সময় উচ্চহারে কর আদায়, পঞ্চাশের মন্বন্তর : সংক্ষিপ্ত তথ্য

  1. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় - ১৯১৪ খ্রিঃ।
  2. প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ পন্যের আমদানি কমে যায়। এই সুযোগে ভারতীয় শিল্পের অগ্রগতি ঘটে এবং ভারতে সীমিত শিল্পায়ন ঘটেছিলো। 
  3. ভারতীয় শিল্পের অগ্রগতির জন্য ভারত সরকার ১৯১৬ খ্রিঃ স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্প কমিশন গঠন করেছিলো। 
  4. ১৯০৭ খ্রিঃ জামসেদজি টাটা জামসেদপুরে "টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন। 
  5. ১৮৫৫ খ্রিঃ হুগলির রিষড়ায় ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিলো
  6. ভারতে ১৮২০ খ্রিঃ রানিগঞ্জে সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়েছিলো।
  7. ১৯০৬ খ্রিঃ ভারতে সর্বপ্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়
  8. ১৯১৩ খ্রিঃ ভারতে মুদ্রা ও অর্থ বিভাগের উদ্যোগে রয়েল কমিশন গঠিত হয়। 
  9. প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে মুদ্রা ব্যবস্থায় যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা যায়, তা দূর করার জন্য ১৯১৯ খ্রিঃ স্যার ব্যাবিংটন স্মিথের নেতৃত্বে "ব্যাবিংটন স্মিথ কমিটি" গঠিত হয়। 
  10. গুজরাটের মধ্যবিত্ত কৃষকরা পত্তিদার নামে পরিচিত ছিলো। 
  11. গুজরাটের দরিদ্র কৃষকরা কুনবি নামে পরিচিত ছিলেন। 
  12. গান্ধীজির নেতৃত্বে ১৯১৮ খ্রিঃ গুজরাটে খেদা সত্যাগ্রহ শুরু হয়েছিলো। 
  13. বারদৌলি সত্যাগ্রহ শুরু হয় - ১৯২৮ খ্রিঃ ।
  14. বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন - সর্দার বল্লভভাই প্যাটেল।
  15. পঞ্চাশের মন্বন্তর হয়েছিলো - বাংলা ১৩৫০ বঙ্গাব্দে ও ইংরেজি ১৯৪৩ খ্রিঃ। 
  16. পঞ্চাশের মন্বন্তরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন - উইনস্টন চার্চিল। 
  17. পঞ্চাশের মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিথগো।
  18. পঞ্চাশের মন্বন্তরের অবলম্বনে বিজন ভট্টাচার্য লেখেন - নবান্ন নাটক, বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় লেখেন - অশনি সংকেত উপন্যাস, অমলেন্দু চক্রবর্তী লেখেন - আকালের সন্ধ্যানে। 
  19. ক্ষুধার্ত বাংলা গ্রন্থের লেখক - চিত্তপ্রসাদ ভট্টাচার্য। 
  20. পঞ্চাশের মন্বন্তরের প্রধান কারন গুলি ছিলো - (ক) ১৯৪২ খ্রিঃ বাংলায় প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য উৎপাদন হ্রাস, (খ) বার্মা থেকে চাল আমদানি বন্ধ হওয়া, (গ) যুদ্ধের জন্য খোলা বাজার থেকে সৈন্যদের জন্য চাল মজুত, (ঘ) সরকারি অবহেলা ও উদাসীনতা। 

Post a Comment (0)
Previous Post Next Post