উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায়টির অবশিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য গুলি নীচে তুলে ধরা হলো। আশা করছি, অন্যান্য পর্ব গুলির মতো এই পর্বটিও ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতির জন্য কিছুটা হলেও সাহায্য করবে।
![]() |
উচ্চমাধ্যমিক পঞ্চম অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 3) |
(ক.) প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্পায়ন, মুদ্রা নিয়ন্ত্রণ ও দুর্ভিক্ষের সময় উচ্চহারে কর আদায়, পঞ্চাশের মন্বন্তর : সংক্ষিপ্ত তথ্য
- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় - ১৯১৪ খ্রিঃ।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ পন্যের আমদানি কমে যায়। এই সুযোগে ভারতীয় শিল্পের অগ্রগতি ঘটে এবং ভারতে সীমিত শিল্পায়ন ঘটেছিলো।
- ভারতীয় শিল্পের অগ্রগতির জন্য ভারত সরকার ১৯১৬ খ্রিঃ স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্প কমিশন গঠন করেছিলো।
- ১৯০৭ খ্রিঃ জামসেদজি টাটা জামসেদপুরে "টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৫ খ্রিঃ হুগলির রিষড়ায় ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিলো।
- ভারতে ১৮২০ খ্রিঃ রানিগঞ্জে সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়েছিলো।
- ১৯০৬ খ্রিঃ ভারতে সর্বপ্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৩ খ্রিঃ ভারতে মুদ্রা ও অর্থ বিভাগের উদ্যোগে রয়েল কমিশন গঠিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে মুদ্রা ব্যবস্থায় যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা যায়, তা দূর করার জন্য ১৯১৯ খ্রিঃ স্যার ব্যাবিংটন স্মিথের নেতৃত্বে "ব্যাবিংটন স্মিথ কমিটি" গঠিত হয়।
- গুজরাটের মধ্যবিত্ত কৃষকরা পত্তিদার নামে পরিচিত ছিলো।
- গুজরাটের দরিদ্র কৃষকরা কুনবি নামে পরিচিত ছিলেন।
- গান্ধীজির নেতৃত্বে ১৯১৮ খ্রিঃ গুজরাটে খেদা সত্যাগ্রহ শুরু হয়েছিলো।
- বারদৌলি সত্যাগ্রহ শুরু হয় - ১৯২৮ খ্রিঃ ।
- বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন - সর্দার বল্লভভাই প্যাটেল।
- পঞ্চাশের মন্বন্তর হয়েছিলো - বাংলা ১৩৫০ বঙ্গাব্দে ও ইংরেজি ১৯৪৩ খ্রিঃ।
- পঞ্চাশের মন্বন্তরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন - উইনস্টন চার্চিল।
- পঞ্চাশের মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিথগো।
- পঞ্চাশের মন্বন্তরের অবলম্বনে বিজন ভট্টাচার্য লেখেন - নবান্ন নাটক, বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় লেখেন - অশনি সংকেত উপন্যাস, অমলেন্দু চক্রবর্তী লেখেন - আকালের সন্ধ্যানে।
- ক্ষুধার্ত বাংলা গ্রন্থের লেখক - চিত্তপ্রসাদ ভট্টাচার্য।
- পঞ্চাশের মন্বন্তরের প্রধান কারন গুলি ছিলো - (ক) ১৯৪২ খ্রিঃ বাংলায় প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য উৎপাদন হ্রাস, (খ) বার্মা থেকে চাল আমদানি বন্ধ হওয়া, (গ) যুদ্ধের জন্য খোলা বাজার থেকে সৈন্যদের জন্য চাল মজুত, (ঘ) সরকারি অবহেলা ও উদাসীনতা।