উচ্চমাধ্যমিক ষষ্ঠ অধ্যায়ের আজকের তৃতীয় ও অন্তীম পর্বে আমরা অধ্যায়টির অবশিষ্ট তথ্য গুলি তুলে ধরছি। আশা করছি, অন্যান্য পর্ব গুলির মতো আজকের পর্বটিও আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতির ক্ষেত্রটি কে অনেকখানি সাহায্য করবে।
![]() |
উচ্চমাধ্যমিক ষষ্ঠ অধ্যায় : সংক্ষিপ্ত তথ্য (Part - 3) |
(ক.) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপান, জাপান ও চিন, দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের অগ্রসরতা, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জাপানের যোগসূত্র: সংক্ষিপ্ত তথ্য
- প্রথম চিন - জাপান যুদ্ধ হয়েছিলো - ১৮৯৪ - ৯৫ খ্রিঃ।
- প্রথম চিন জাপান যুদ্ধে জাপানের কাছে চিন পরাজিত হয়েছিলো।
- প্রথম চিন - জাপান যুদ্ধের পর ১৮৯৫ খ্রিঃ চিনের সঙ্গে জাপানের "শিমনোশেকির সন্ধি" স্বাক্ষরিত হয়।
- দ্বিতীয় চিন - জাপান যুদ্ধ হয়েছিলো - ১৯৩৭ খ্রিঃ।
- রুশ জাপান যুদ্ধ শুরু হয়েছিলো - ১৯০৪ খ্রিঃ।
- রুশ জাপান যুদ্ধে রাশিয়া জাপানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিলো।
- দ্বিতীয় চিন - জাপান যুদ্ধের পর জাপানে সামরিক শক্তি নির্ভর এক ধরনের উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। একে " নিউ জাপানিজম" বলা হয়।
- ১৯১৫ খ্রিঃ জাপান চিনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিলো।
- একুশ দফা দাবিকে "এশিয়ার মনরো নীতি" অর্থাৎ "এশিয়াবাসীদের জন্য এশিয়া" বলে অভিহিত করা হয়।
- ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো - ১৯২২ খ্রিঃ জাপান ও আমেরিকার মধ্যে।
- জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা ১৯২৭ খ্রিঃ জাপানের সম্রাটের কাছে এক প্রতিবেদনে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহনের যে প্রস্তাব দেন, তা "টানাকা মেমোরিয়াল" নামে পরিচিত ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন - হিদেকি তোজো (১৯৪১)।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিলো - "এশিয়াবাসীদের জন্য এশিয়া।"
- জাপানের "এশিয়াবাসীদের জন্য এশিয়া" - স্লোগানের মূল উদ্দেশ্য ছিলো এশিয়া মহাদেশে জাপানের সাম্রাজ্য বিস্তার করা।
- ১৯৩১ খ্রিঃ জাপান চিনের মাঞ্চুরিয়া আক্রমন করে দখল করে নেয়।
- জাপান মাঞ্চুরিয়ার নতুন নামকরন করে - মাঞ্চুকুয়ো।
- পূর্ব এশিয়ায় জাপান নিজ প্রভুত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেছিলো, তাকে পূর্ব এশিয়ায় জাপানি মনরো নীতি বলা হয়।
- জাপানের প্রধানমন্ত্রী ফুমিমারো কোনোয়ে ১৯৩৮ খ্রিঃ "পূর্ব এশিয়ার নতুন বিধান" ঘোষনা করেন। এই নীতির মূল কথা ছিলো এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদের প্রসার ঘটানো।
- ১৯৪০ খ্রিঃ জাপান, ইতালি ও জার্মানির মধ্যে ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি বা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি বা অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪১ খ্রিঃ জাপান ইন্দো চিন ও হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
- জাপান ১৯৪১ খ্রিঃ মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষন করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগদান করে।
- আমেরিকা ১৯৪৫ খ্রিঃ ৬ ই আগস্ট জাপানের হিরোসিমায় এবং ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে আনবিক বোমা বিস্ফোরণ করলে ১৯৪৫ খ্রিঃ ১৫ ই আগস্ট জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে।
- হিরসিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা দুটি নিক্ষেপ করা হয়েছিলো তাদের নাম ছিলো - লিটিল বয় ও ফ্যাট ম্যান।
- জাপানের সামরিক বাহিনীর ছত্রছায়ায় ১৯৪২ খ্রিঃ গঠিত হয়েছিলো - "ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি" বা আজাদ হিন্দ ফৌজ।
- আজাদ হিন্দ ফৌজের গঠন করেছিলেন - ক্যাপ্টেন মোহন সিং, প্রিতম সিং।
- দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী স্বাধীনতাকামী ভারতীয়দের নিয়ে ১৯৪২ খ্রিঃ "ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লিগ" গঠন করেছিলেন রাসবিহারী বসু।
- সুভাষচন্দ্র বসু ১৯৪৩ খ্রিঃ জার্মানি থেকে জাপানে আসেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহন করেন।
- জাপান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। সুভাষচন্দ্র স্বাধীন দ্বীপ দুটির নামকরন করেন যথাক্রমে "শহীদ" ও "স্বরাজ"।
(খ.) ইন্দোচিন : সংক্ষিপ্ত তথ্য
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় বর্তমান তিনটি স্বাধীন দেশ - ভিয়েতনাম, কাম্বোডিয়া ও লাওসকে একত্রে ইন্দোচিন বলা হতো।
- ইন্দোচিনে ফরাসি উপনিবেশ ছিলো বলে একে ফরাসি ইন্দোচিনও বলা হতো।
- ইন্দোচিন প্রথমে ফরাসিদের অধীনে ছিলো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ফরাসিদের পরাজিত করে ১৯৪১ খ্রিঃ ইন্দোচিন দখল করে নিয়েছিলো।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হবার পর ফ্রান্স পুনরায় ইন্দোচিন দখল করে নিয়েছিলো।
- ভিয়েতনাম :- ভিয়েতনামের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন - হো চি মিন।
- ১৯৪১ খ্রিঃ হো চি মিন ভিয়েতনামে "ভিয়েতমিন" দল প্রতিষ্ঠা করেন।
- ভিয়েতমিন প্রথমে জাপানের বিরুদ্ধে, পরে ফান্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে ভিয়েতনামকে স্বাধীন করে।
- ১৯৫৪ খ্রিঃ ১৩ মার্চ দিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে।
- ১৯৫৪ খ্রিঃ জেনেভা সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয়।
- জেনেভা সম্মেলনে স্বাধীনতা লাভের সময় ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামে বিভক্ত হয়। পরে উত্তর ভিয়েতনামে হো চি মিনের নেতৃত্বে একটি কমিউনিস্ট সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে বাও দাই এর নেতৃত্বে একটি কমিউনিস্ট বিরোধী সরকার গঠিত হয়।
- ভিয়েতনাম থেকে কমিউনিস্ট সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা সর্বত ভাবে চেষ্টা চালায়। কিন্তু শেষপর্যন্ত ব্যর্থ হয়।
- ১৯৭৬ খ্রিঃ উভয় ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে "সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম" নামে একটি কমিউনিস্ট রাষ্ট্র আত্মপ্রকাশ করে। এর রাজধানী হয় - হ্যানয়।
- কাম্বোডিয়া ও লাওস :- জাপানের অধীনে থাকার সময় থেকেই কাম্বোডিয়ার রাজপরিবারের নেতৃত্বে সেখানে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পনের পরে রাজা নরোদম সিহানুকের নেতৃত্বে ফরাসি অধিকারের বিরুদ্ধে তীব্র গন আন্দোলন শুরু হয়।
- ফ্রান্সের অধীনে লাওসে সুফানুভঙ্গের নেতৃত্বে তীব্র জাতীয়তাবাদী গন আন্দোলন শুরু হয়েছিলো।
- ১৯৫৪ খ্রিঃ জেনেভা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৫৪ খ্রিঃ কাম্বোডিয়া ও লাওসকে স্বাধীনতা দেওয়া হয়।
(গ.) ইন্দোনেশিয়া : সংক্ষিপ্ত তথ্য
- প্রশান্ত মহাসাগরের বুকে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ছিলো - ইন্দোনেশিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপসমূহের মধ্যে ছিলো - সুমাত্রা, জাভা, বালি, বোর্নিও।
- ইন্দোনেশিয়াতে প্রথমে পর্তুগিজ ও পরে ইংরেজরা এসেছিলো। কিন্তু সপ্তদশ শতকের শেষদিকে ১৭৯৯ খ্রিঃ ইন্দোনেশিয়া থেকে পর্তুগিজ ও ইংরেজদের বিতাড়িত করে হল্যান্ডের ডাচ বা ওলন্দাজরা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে।
- ওলন্দাজরা প্রায় ৩০০ বছর ধরে ইন্দোনেশিয়াতে ঔপনিবেশিক শাসন চালিয়েছিলো।
- অষ্টাদশ শতকের শেষদিক থেকে ইন্দোনেশিয়ার মানুষ ওলন্দাজদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে।
- ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ড. সুকর্ন ১৯২৭ খ্রিঃ ইন্দোনেশীয় জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি হল্যান্ড আক্রমণ করলে ইন্দোনেশিয়ার সঙ্গে ওলন্দাজের সম্পর্ক ক্ষীন হয়ে যায়। এই সুযোগে জাপান ইন্দোনেশিয়া দখল করে নেয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে জাপান পরাজিত হয়ে ইন্দোনেশিয়া ত্যাগ করে। পরে পুনরায় ইন্দোনেশিয়াতে ওলন্দাজরা ফিরে আসে এবং ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন দমন করে।
- শেষপর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় ১৯৪৯ খ্রিঃ ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
- ড. সুকর্ন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ড. মুহম্মদ হাত্তা প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- স্বাধীন ইন্দোনেশিয়ার রাজধানী হয় - জাকার্তা।