বিশ শতকে কৃষক আন্দোলন পর্ব - ০৭
বিভিন্ন কৃষক সভার পরিচয় :-
(১.) বিশ শতকে কৃষক আন্দোলন চলাকালীন সময়ে কৃষকদের সংগঠিত করার জন্য বেশ কিছু উল্লেখযোগ্য কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিলো।
(২.) ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই এই কৃষক সভা গুলি প্রতিষ্ঠিত হয়েছিলো। এই কৃষক সভা গুলির সংক্ষিপ্ত পরিচয় নিন্মে তুলে ধরা হলো
(i.) যুক্তপ্রদেশ কিষান সভা :-
- মদনমোহন মালব্যের সমর্থনে ১৯১৮ খ্রিঃ "যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশ কিষান সভা" প্রতিষ্ঠা করেছিলেন গৌরীশংকর মিশ্র ও ইন্দ্রনারায়ন ত্রিবেদী।
(ii.) অযোধ্যা কিষান সভা :-
- বাবা রামচন্দ্র (আসল নাম শ্রীধর বলবন্ত জোধপুরকর) ও জওহরলাল নেহেরুর উদ্যোগে ১৯২০ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিলো "অযোধ্যা কিষান সভা"।
- কিছুদিনের মধ্যেই এর ৩৩০ টি শাখা স্থাপিত হয়।
(iii.) বিহার প্রাদেশিক কিষান সভা :-
- স্বামী সহজানন্দ সরস্বতী ও যদুনন্দন শর্মার উদ্যোগে ১৯২৯ খ্রিঃ "বিহার প্রাদেশিক কিষান সভা" প্রতিষ্ঠিত হয়েছিলো।
(iv.) কৃষক সঙ্গম :-
- আইন অমান্য আন্দোলনের সময় কেরলের গ্রাম গুলিতে বেশ কিছু কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিলো।
- কেরলের গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত এই কৃষক সভা গুলিকে স্থানীয় ভাষায় "কৃষক সঙ্গম" বলা হতো।
(v.) অন্ধ্র প্রাদেশিক রায়ত সংঘ :-
- ১৯২৮ খ্রিঃ কংগ্রেস নেতা এন জি রঙ্গের উদ্যোগে "অন্ধ্রপ্রদেশ প্রাদেশিক রায়ত সংঘ" প্রতিষ্ঠিত হয়েছিলো।
- এটি ছাড়াও গঠন করা হয় - "অন্ধ্র জামিন রায়ত সংঘ"।
(vi.) উৎকল প্রাদেশিক কিষান সভা :-
- মালতী চৌধুরী ও তার অনুগামীদের উদ্যোগে ঊড়িষ্যাতে প্রতিষ্ঠিত হয়েছিলো - "উৎকল প্রাদেশিক কিষান সভা"।
(vii.) পাঞ্জাব কিষান সভা :-
- নওজোয়ান ভারতসভা, কীর্তি কিষান, জাতীয় কংগ্রেস ও আকালি দলের কর্মীদের উদ্যোগে পাঞ্জাবে ১৯৩০ খ্রিঃ "পাঞ্জাব কিষান সভা" প্রতিষ্ঠিত হয়েছিলো।
(viii.) সারা ভারত কিষান সভা :-
- ১৯৩৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় কংগ্রেস "সারা ভারত কিষান সভা"।
- কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিলো সারা ভারত কিষান সভা।
- এর প্রথম সভাপতি ছিলেন - স্বামী সহজানন্দ সরস্বতী এবং প্রথম সম্পাদক ছিলেন - এন জি রঙ্গ।