বিশ শতকে কৃষক আন্দোলন চলাকালীন সময়ের উল্লেখযোগ্য সাল ও ঘটনাবলীর একটি সারনি বা তালিকা নীচে তুলে ধরা হলো।
বিশ শতকে কৃষক আন্দোলন : পর্ব - ৮ |
উল্লেখযোগ্য সাল ও ঘটনাবলী :-
(১.) ১৯০৫ খ্রিঃ - বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন।
(২.) ১৯১১ খ্রিঃ - বঙ্গভঙ্গ প্রত্যাহার।
(৩.) ১৯১৭ খ্রিঃ - বিহারে চম্পারন সত্যাগ্রহ /চম্পারন কৃষি বিল দ্বারা বিহারে নীলচাষের অবসান।
(৪.) ১৯১৮ খ্রিঃ - খেদা সত্যাগ্রহ/ যুক্তপ্রদেশ কিষান সভা প্রতিষ্ঠা (গৌরীশংকর মিশ্র ও ইন্দ্রনারায়ন ত্রিবেদীর নেতৃত্বে)।
(৫.) ১৯১৯ খ্রিঃ - বিহারে স্বামী বিদ্যানন্দের কৃষক আন্দোলন।
(৬.) ১৯২০ খ্রিঃ - অসহযোগ আন্দোলনের প্রস্তাব / অযোধ্যা কিষান সভা প্রতিষ্ঠা (বাবা রামচন্দ্রের উদ্যোগে) /বাবা রামচন্দ্রের নেতৃত্বে উত্তর প্রদেশে কৃষক আন্দোলনের সূচনা।
(৭.) ১৯২১ খ্রিঃ - অসহযোগ আন্দোলনের সূচনা /একা আন্দোলন /মোপলা বিদ্রোহ /অযোধ্যা খাজনা আইন পাস।
(৮.) ১৯২২ খ্রিঃ - অসহযোগ আন্দোলন প্রত্যাহার /আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রম্পা বিদ্রোহের সূচনা / একা আন্দোলন প্রত্যাহার ও মাদারি পাশিকে গ্রেপ্তার।
(৯.) ১৯২৮ খ্রিঃ - বারদৌলি সত্যাগ্রহের সূচনা /ব্রুমফিল্ড - ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন / অন্ধ্র প্রাদেশিক রায়ত সংঘ প্রতিষ্ঠা।
(১০.) ১৯২৯ খ্রিঃ - স্বামী সহজানন্দ সরস্বতী ও যদুনন্দন শর্মার নেতৃত্বে বিহার প্রাদেশিক কিষান সভা প্রতিষ্ঠা / কংগ্রেস নেতা এন জি রঙ্গের নেতৃত্বে "অন্ধ্রপ্রদেশ প্রাদেশিক রায়ত সংঘ" প্রতিষ্ঠা / বিশ্বব্যাপী আর্থিক মহামন্দা।
(১১.) ১৯৩০ খ্রিঃ - পাঞ্জাব কিষান সভা প্রতিষ্ঠা / আইন অমান্য আন্দোলনের সূচনা ।
(১২.) ১৯৩১ খ্রিঃ - উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করে।
(১৩.) ১৯৩২ খ্রিঃ - সাময়িক ভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার।
(১৪.) ১৯৩৩ খ্রিঃ - গুজরাতের খেদা, সুরাট ও বারদৌলিতে পতিদার সম্প্রদায়ের খাজনা বন্ধের আন্দোলনের সূচনা /অন্ধ্রপ্রদেশের গন্টুর জেলাতে "রায়ত অ্যাসোসিয়েশন" প্রতিষ্ঠা।
(১৫.) ১৯৩৪ খ্রিঃ - আইন অমান্য আন্দোলন প্রত্যাহার /কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা।
(১৬.) ১৯৩৫ - এন জি রঙ্গের উদ্যোগে SIFPAL প্রতিষ্ঠা (South Indian Federation of peasants and Agricultural Labour) ।
(১৭.) ১৯৩৬ খ্রিঃ - সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠা।
(১৮.) ১৯৩৬ খ্রিঃ ১লা সেপ্টেম্বর - সর্বভারতীয় কিষান দিবস পালন।
(১৯.) ১৯৩৭ খ্রিঃ - সর্বভারতীয় কিষান কংগ্রেসের নাম পরিবর্তন করে রাখা হয় - " সারা ভারত কিষান সভা" নামে/ বিভিন্ন প্রদেশে কংগ্রেসী মন্ত্রীসভা গঠন।
(২০.) ১৯৪২ খ্রিঃ - ভারত ছাড়ো আন্দোলনের সূচনা।
(২১.) ১৯৪৬ খ্রিঃ - বঙ্গীয় প্রাদেশিক কিষান সভা ও কমিউনিস্টদের নেতৃত্বে তেভাগা আন্দোলনের সূচনা /হায়দরাবাদ রাজ্যের তেলেঙ্গানায় তেলেঙ্গানা কৃষক আন্দোলনের (১৯৪৬ - ৫১) সূচনা।