উচ্চমাধ্যমিক - অষ্টম অধ্যায় (অব - উপনিবেশীকরন) : সংক্ষিপ্ত তথ্য

"অব - উপনিবেশীকরন" অধ্যায়টির গুরুত্বপূর্ণ তথ্য গুলি নীচে তুলে ধরা হলো। আশা করছি, উল্লেখিত তথ্য গুলি পশ্চিমবঙ্গের আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।

উচ্চমাধ্যমিক অষ্টম অধ্যায় - সংক্ষিপ্ত তথ্য
উচ্চমাধ্যমিক অষ্টম অধ্যায় - সংক্ষিপ্ত তথ্য 

অব - উপনিবেশীকরন : সংক্ষিপ্ত তথ্য 

  1. "Decolonization" কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন - জার্মান পন্ডিত মরিৎস জুলিয়াস বন
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শক্তির পরাধীনতা থেকে বিভিন্ন উপনিবেশ গুলির মুক্তির ঘটনাকেই "অব - উপনিবেশীকরন" বলে।
  3. বিশ্বের পুঁজিবাদী দেশগুলিকে বলা হয় প্রথম বিশ্ব
  4.  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব দেশ গুলিতে কমিউনিস্ট পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, সেই দেশগুলিকে বলা হয় দ্বিতীয় বিশ্ব
  5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীন দেশ গুলিকে বলা হয় - "তৃতীয় বিশ্ব"।
  6. "ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট" ছিলো আলজেরিয়ার একটি জঙ্গি জাতীয়তাবাদী দল।
  7. ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা ছিলেন - আহমেদ বেন বেল্লা
  8. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন - বেন বেল্লা
  9. আলজেরিয়া স্বাধীনতা লাভ করে - ১৯৬২ খ্রিঃ
  10. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে - ১৯৪৯ খ্রিঃ
  11. ইন্দোনেশিয়ার প্রধান জাতীয়তাবাদী নেতা ও ইন্দোনেশিয়ার "ন্যাশনাল পার্টির" প্রতিষ্ঠাতা ছিলেন - ড. সুকর্ন।
  12. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন - ড. সুকর্ন
  13. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে - ১৯৭১ খ্রিঃ
  14. কয়েদ এ আজম নামে পরিচিত ছিলেন - মহম্মদ আলি জিন্না।
  15. বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন - শেখ মুজিবর রহমান।
  16. বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ছিলো - আওয়ামি লিগ
  17. বাংলাদেশ আওয়ামী লিগের প্রধান নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন - শেখ মুজিবর রহমান
  18. বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন - শ্রীমতি ইন্দিরা গান্ধী
  19. ১৯৭১ খ্রিঃ ১৬ ই ডিসেম্বর, ভারত পাক যুদ্ধে পাক বাহিনীর ৯৩,০০০ সৈন্য ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে।
  20. ১৯৭১ খ্রিঃ ভারত - পাক যুদ্ধের সময় পাক বাহিনীর সেনাপ্রধান ছিলেন - জেনারেল এ. এ. কে. নিয়াজি
  21. ১৯৭১ খ্রিঃ ভারত - পাক যুদ্ধের সময় ভারতীয় সেনাপ্রধান ছিলেন - জগজিৎ সিং অরোরা
  22. বাংলাদেশে মাতৃভাষা দিবস পালন করা হয় - ২১ ফেব্রুয়ারি
  23. বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয় - ১৬ ডিসেম্বর
  24. ভারতের সংবিধান রচনা পরিষদের সভাপতি ছিলেন - বি আর আম্বেদকর
  25. স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় - ১৯৫০ খ্রিঃ ২৬ শে জানুয়ারি
  26. স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৯৫১ - ৫২ খ্রিঃ
  27. ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন - সুকুমার সেন
  28. ভারতের কেন্দ্রীয় আইনসভা ছিলো দুই কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম ছিলো - রাজ্যসভা, নিন্মকক্ষের নাম হল - লোকসভা
  29. পাকিস্তানের আইনসভা ছিলো দুই কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম হল - সিনেট, নিন্মকক্ষের নাম হলো - জাতীয় পরিষদ
  30. ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয় - ১৯৫০ খ্রিঃ
  31. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - জওহরলাল নেহেরু।
  32. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন - সর্দার বল্লভভাই প্যাটেল।
  33. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় - ১৯৫১ খ্রিঃ (১৯৫১ - ৫৬)।
  34. ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় - ১৯৫৬ খ্রিঃ (১৯৫৬ - ১৯৬১)।
  35. ভারতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় - ১৯৬১ খ্রিঃ (১৯৬১ - ৬৬)।
  36. প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন - ভারতের একজন প্রখ্যাত পরিসংখ্যানবিদ।
  37. ভারতে ভারী শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। এই মডেলকে সামান্য সংশোধন করে কার্যকর করেন জওহরলাল নেহেরু। এই মডেল কে "নেহেরু মহলানবিশ মডেল" বলা হয়ে থাকে।
  38. খড়্গপুর আই আই টি প্রতিষ্ঠিত হয় - ১৯৫১ খ্রিঃ।
  39. ভারতে পরমানু গবেষনার জনক ছিলেন - হোমি জাহাঙ্গির ভাবা।
  40. ভারতের শক্তি কমিশন গঠিত হয় - ১৯৪৮ খ্রিঃ।
  41. ভারতের শক্তি কমিশনের সভাপতি ছিলেন - হোমি জাহাঙ্গির ভাবা।
  42. ভারতের মহাকাশ কর্মসূচির জনক ছিলেন - ড. বিক্রম সারাভাই।
  43. ভারতের প্রতিরক্ষা গবেষনা ও উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয় - ১৯৫৮ খ্রিঃ।
  44. ভারতে বেতার সম্প্রচার শুরু হয় - ১৯২৭ খ্রিঃ।
  45. রেডিও বা বেতারের আকাশবানী নামকরন করেছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর। 
  46. অল ইন্ডিয়া রেডিও আকাশবানীতে পরিনত হয় - ১৯৫৭ খ্রিঃ
  47. দূরদর্শনের প্রথম সম্প্রচার শুরু হয় - ১৯৫৯ খ্রিঃ।
  48. ১৯১৭ খ্রিঃ লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  49. ১৯৪৯ খ্রিঃ মাও সে তুঙের নেতৃত্বে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  50. সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন - মার্কিন বিশেষজ্ঞ ড. উইলিয়াম গ্যাড
  51. ১৯৬০ এর দশকের মাঝামাঝি সময়ে ভারতে সবুজ বিপ্লব কর্মসূচি গ্রহণ করা হয়।
  52. সবুজ বিপ্লব বলতে বোঝায় উন্নত সার ও উন্নত প্রযুক্তির সাহায্যে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন। 
  53. "Discovery of India" গ্রন্থটির রচয়িতা ছিলেন - জওহরলাল নেহেরু।
  54. ১৯৭৬ খ্রিঃ ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে সমাজতান্ত্রিকধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়।
  55. ১৯৫১ ও ১৯৫৫ খ্রিঃ আইন প্রণয়ন করে ভারতে জমিদারি প্রথার বিলোপ ঘটানো হয়।
  56. ভারতে উদারনীতিবাদের সূচনা ঘটে - ১৯৯০ এর দশকে।
  57. ভারতে উদারনীতিবাদের প্রবক্তা ছিলেন - ড. মনমোহন সিংহ।
  58. সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন - বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান
  59. সার্কের প্রতিষ্ঠাতা দেশ ছিলো - বাংলাদেশ।
  60. সার্ক প্রতিষ্ঠিত হয় - ১৯৮৫ খ্রিঃ
  61. প্রতিষ্ঠাকালে সার্কের সদস্য দেশ ছিলো - ৭ টি। যথা - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 
  62. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বসেছিলো - ঢাকায়।
  63. ASEAN এর সম্পূর্ণ নাম হলো - Association of South East Asian Nations.
  64. SAARC এর সম্পূর্ণ নাম হলো - South Asian Association of Regional cooperation.
  65. NLF এর সম্পূর্ণ নাম হলো - ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।
  66. ISRO সম্পূর্ণ নাম - Indian Space Research Organisation.
  67. পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা হলো - ২৯৪ জন। 
Post a Comment (0)
Previous Post Next Post