![]() |
বিশ শতকের কৃষক আন্দোলন : পর্ব - ৩ |
অসহযোগ আন্দোলন পর্বে (১৯২১ - ২২) কৃষক আন্দোলন :-
(i.) ১৯২১ খ্রিঃ গান্ধীজির নেতৃত্বে ভারতে শুরু হয়েছিলো অহিংস অসহযোগ আন্দোলন। এই আন্দোলন চলেছিলো ১৯২২ খ্রিঃ ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
(ii.) ১৯২২ খ্রিঃ অহিংসাবাদী এই গন আন্দোলনে হিংসার প্রবেশ ঘটে। ১৯২২ খ্রিঃ ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের চৌরিচৌরা গ্রামে প্রায় ৩০০০ ক্ষিপ্ত জনতা থানায় অগ্নিসংযোগ করে ২২ জন পুলিশকে হত্যা করে। এটিকে ইতিহাসে "চৌরিচৌরা ঘটনা" বলা হয়। এই ঘটনার প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
(iii.) অসহযোগ আন্দোলন (১৯২১ - ১৯২২) চলাকালীন সময়ে ভারতে বিভিন্ন অংশ ও প্রদেশে কৃষক আন্দোলন তীব্র আকার ধারন করেছিলো।
![]() |
অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন |
(১.) পূর্ব ভারতে কৃষক আন্দোলন :-
(i.) পূর্ব ভারতের মধ্যে বাংলা ও বিহারে কৃষক আন্দোলন তীব্র আকার ধারন করেছিলো।
বাংলা :-
(ii.) "দেশপ্রান"- নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনপুরে তমলুক ও কাঁথি মহকুমায় ইউনিয়ন বোর্ড বর্জন ও চৌকিদারি কর বন্ধের আন্দোলন শুরু হয়।
(iii.) "দেশবন্ধু" - নামে খ্যাত চিত্তরঞ্জন দাশের অনুগত সোমেশ্বর প্রসাদ চৌধুরীর নেতৃত্বে রাজশাহী, নদিয়া, পাবনা ও মুর্শিদাবাদে পাটচাষ বন্ধের আন্দোলন শুরু হয়।
(iv.) ভাগচাষী বা বর্গাদাররা জমি লাভের জন্য এইসময় ঢাকা, পাবনা, খুলনা, নদীয়াতে ( পূর্ববঙ্গে) আন্দোলন করে।
বিহার :-
(v.) বিহারে স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে দ্বারভাঙ্গা মহারাজার বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়।
(vi.) এই আন্দোলন দ্বারভাঙ্গা, ভাগলপুর, মজঃফরপুর, পুর্নিয়া ও মুঙ্গেরে ছড়িয়ে পড়েছিলো।
(vii.) দ্বারভাঙ্গার মহারাজা জাতীয় কংগ্রেসের সমর্থক ছিলেন বলে কংগ্রেস বিহারের কৃষক আন্দোলনকে সমর্থন করে নি।
(২.) উত্তর ভারতে কৃষক আন্দোলন :-
উত্তর প্রদেশ :-
(i.) উত্তর ভারতের মধ্যে উত্তর প্রদেশে কৃষক আন্দোলন সবচেয়ে তীব্র আকার ধারন করেছিলো।
(ii.) উত্তর প্রদেশে কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য ১৯১৮ খ্রিঃ মদনমোহন মালব্যের সমর্থনে গৌরীশঙ্কর মিশ্র ও ইন্দ্রনারায়ন ত্রিবেদী "উত্তরপ্রদেশ কিষান সভা" প্রতিষ্ঠা করেন।
(iii.) ১৯২০ খ্রিঃ জওহরলাল নেহেরু ও বাবা রামচন্দ্র প্রতিষ্ঠা করেন - "অযোধ্যা কিষান সভা"। ( বাবা রামচন্দ্রের প্রকৃত নাম ছিল - শ্রীধর বলবন্ত জোধপুরকর)
(iv.) উত্তরপ্রদেশ বা যুক্তপ্রদেশে দুটি কৃষক আন্দোলন ঘটেছিলো। যথা -
- (ক.) বাবা রামচন্দ্রের নেতৃত্বে প্রতাপগড় ও রায়বেরিলিতে কৃষক আন্দোলন/ "অযোধ্যা তালুকে কৃষক আন্দোলন"।
- (খ.) হরদই, সীতাপুর, বরাবাঁকি অঞ্চলে "একা আন্দোলন"।