মাধ্যমিক মক টেস্ট - ৩৫ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ৩৫
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"Silent Spring" গ্রন্থটির লেখক হলেন -
2/20
বাঙালি জাতির মধ্যে বীরপুজার প্রচলন করেন -
3/20
হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক নিযুক্ত হন -
4/20
কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় -
5/20
একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় -
6/20
গোবর্ধন দিগপতি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
7/20
সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
8/20
মহাবিদ্রোহে বরকত খাঁ নেতৃত্ব দিয়েছিলেন -
9/20
মহারানীর ঘোষনাপত্র পাঠ করা হয় -
10/20
আনন্দমঠ বই আকারে প্রকাশিত হয় -
11/20
বাঙ্গালি গেজেটি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন -
12/20
ক্রেসকোগ্রাফ যন্ত্র ব্যবহৃত হয় -
13/20
কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় -
14/20
ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন -
15/20
একা আন্দোলন হয় ________ খ্রিঃ।
16/20
লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো -
17/20
মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রাগার লুন্ঠন করেন -
18/20
পেরিয়ার নামে পরিচিত ছিলেন -
19/20
রাজ্য পুনর্গঠন কমিশনের মোট সদস্য ছিলো -
20/20
উদ্বাস্তু গ্রন্থটির লেখক ছিলেন -
Result: