মাধ্যমিক মক টেস্ট - ৩৫

মাধ্যমিক মক টেস্ট - ৩৫
মাধ্যমিক মক টেস্ট - ৩৫


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ৩৫

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"Silent Spring" গ্রন্থটির লেখক হলেন -
রিচার্ড গ্রোভ
রেচেল কারসন
আলফ্রেড ক্রসবি
রামচন্দ্র গুহ
2/20
বাঙালি জাতির মধ্যে বীরপুজার প্রচলন করেন -
স্বামী বিবেকানন্দ
রামমোহন রায়
সুভাষচন্দ্র বসু
সরলাদেবী চৌধুরানী
3/20
হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক নিযুক্ত হন -
১৮৫৪ খ্রিঃ
১৮৫৫ খ্রিঃ
১৮৫৬ খ্রিঃ
১৮৫৭ খ্রিঃ
4/20
কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় -
১৮৩৫ খ্রিঃ ১ জুন
১৮৩৫ খ্রিঃ ১ আগস্ট
১৮৩৫ খ্রিঃ ১ সেপ্টেম্বর
১৮৩৫ খ্রিঃ ৩১ ডিসেম্বর
5/20
একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় -
১৮২৭ খ্রিঃ
১৮২৮ খ্রিঃ
১৯২৮ খ্রিঃ
১৯২৭ খ্রিঃ
6/20
গোবর্ধন দিগপতি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
ওয়াহাবি আন্দোলন
সাঁওতাল বিদ্রোহ
মুন্ডা বিদ্রোহ
চুয়াড় বিদ্রোহ
7/20
সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ক্যানিং
লর্ড ডালহৌসি
লর্ড বেন্টিঙ্ক
লর্ড ময়রা
8/20
মহাবিদ্রোহে বরকত খাঁ নেতৃত্ব দিয়েছিলেন -
অযোধ্যায়
দিল্লিতে
বেরিলিতে
গোরক্ষপুরে
9/20
মহারানীর ঘোষনাপত্র পাঠ করা হয় -
দিল্লি দরবারে
কলকাতা দরবারে
এলাহাবাদ দরবারে
লন্ডন দরবারে
10/20
আনন্দমঠ বই আকারে প্রকাশিত হয় -
১৮৮২ খ্রিঃ
১৮৮৪ খ্রিঃ
১৮৭৫ খ্রিঃ
১৮৭২ খ্রিঃ
11/20
বাঙ্গালি গেজেটি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন -
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মার্শম্যান ও উইলিয়াম কেরি
অগাস্টাস হিকি
গঙ্গাকিশোর ভট্টাচার্য
12/20
ক্রেসকোগ্রাফ যন্ত্র ব্যবহৃত হয় -
বস্তুর ওজন পরিমাপ করতে
উদ্ভিদের প্রান ও স্পন্দন মাপতে
চৌম্বুক তরঙ্গ পরিমাপ করতে
বাতাসের ধুলিকনা পরিমাপ করতে
13/20
কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় -
কমিউনিস্ট পার্টির শাখা হিসাবে
কৃষক পার্টির শাখা হিসাবে
স্বতন্ত্র দল হিসাবে
কংগ্রেসের অভ্যন্তরে উপপার্টি হিসাবে
14/20
ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন -
সুভাষচন্দ্র বসু
যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়
মানবেন্দ্রনাথ রায়
সুরেশ বন্দোপাধ্যায়
15/20
একা আন্দোলন হয় ________ খ্রিঃ।
১৯১৯
১৯২০
১৯২১
১৯২২
16/20
লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো -
স্বদেশীর প্রচার করা
বয়কটের প্রচার করা
নারীদের দ্বারা স্বদেশী পন্য বিক্রি করা
নারীদের রাজনৈতিক দিকে সচেতন করে তোলা
17/20
মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রাগার লুন্ঠন করেন -
১৯৩০ খ্রিঃ ১৮ ই এপ্রিল
১৯৩০ খ্রিঃ ২০ এপ্রিল
১৯৩০ খ্রিঃ ১৯ এপ্রিল
১৯৩১ খ্রিঃ ২৫ ডিসেম্বর
18/20
পেরিয়ার নামে পরিচিত ছিলেন -
বাবাসাহেব আম্বেদকর
এ কে গোপালন
ই ভি রামস্বামী নাইকার
কেলাপ্পান
19/20
রাজ্য পুনর্গঠন কমিশনের মোট সদস্য ছিলো -
২ জন
৩ জন
৪ জন
৫ জন
20/20
উদ্বাস্তু গ্রন্থটির লেখক ছিলেন -
প্রফুল্লচন্দ্র ঘোষ
বুদ্ধদেব বসু
হিরন্ময় বন্দোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
Result:
Post a Comment (0)
Previous Post Next Post