মাধ্যমিক মক টেস্ট - ৩৪ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ৩৪
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
বাগেশ্বরী প্রবন্ধমালা গ্রন্থের লেখক কে?
2/20
সোমপ্রকাশ ছিলো একটি -
3/20
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হতো -
4/20
"স্ত্রীশিক্ষা বিধায়ক" বইটি লিখেছিলেন -
5/20
কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেন -
6/20
বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন -
7/20
চুয়াড় বিদ্রোহে রানি শিরোমনি নেতৃত্ব দিয়েছিলেন -
8/20
"The War of Indian Independence" গ্রন্থটির লেখক হলেন -
9/20
"The Emergency of Indian Nationalism" গ্রন্থটির রচয়িতা ছিলেন -
10/20
রবীন্দ্রনাথ ঠাকুরের "জীবনস্মৃতি" গ্রন্থের ছবি গুলি এঁকেছিলেন -
11/20
বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় -
12/20
বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক ছিলো -
13/20
অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন -
14/20
সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি ছিলেন -
15/20
স্বদেশী যুগে বাংলায় প্রথম শ্রমিক ধর্মঘট হয় -
16/20
কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় -
17/20
রশিদ আলি দিবস পালিত হয় -
18/20
"পতাকা" কাদের মুখপত্র ছিলো?
19/20
Midnight Children গ্রন্থটির রচয়িতা হলেন -
20/20
কোন দেশীয় রাজ্যকে অন্তর্ভুক্তিকরনের প্রশ্নে নেহেরুর সঙ্গে বল্লভভাই প্যাটেলের বিতর্ক হয়েছিলো?
Result: