মাধ্যমিক মক টেস্ট - ৩৩

মাধ্যমিক মক টেস্ট - ৩৩
মাধ্যমিক মক টেস্ট - ৩৩


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ৩৩

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
বোরিয়া মজুমদার যুক্ত ছিলেন -
পরিবেশের ইতিহাস চর্চায়
খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চায়
খেলার ইতিহাস চর্চায়
নারী ইতিহাস চর্চায়
2/20
দ্বিতীয় পর্যায়ে সোমপ্রকাশ প্রকাশিত হয়েছিলো -
১৮৫৮ খ্রিঃ
১৮৮০ খ্রিঃ
১৮৮৩ খ্রিঃ
১৮৮২ খ্রিঃ
3/20
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় -
১৮৬০ খ্রিঃ
১৮৯০ খ্রিঃ
১৮৯২ খ্রিঃ
১৮৭০ খ্রিঃ
4/20
একজন প্রাচ্যবাদী প্রবক্তা ছিলেন -
আলেকজান্ডার ডাফ
চার্লস গ্রান্ট
এইচ এইচ উইলসন
মেকলে
5/20
ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি - গ্রন্থটি রচনা করেন -
রাজা রামমোহন রায়
দেবেন্দ্রনাথ ঠাকুর
কেশবচন্দ্র সেন
গিরিশচন্দ্র ঘোষ
6/20
সিংবোঙা কাদের দেবতা ছিলো?
সাঁওতালদের
কোলদের
মুন্ডাদের
চুয়াড়দের
7/20
বাঙালি বুদ্ধিজীবীরা কোন বিদ্রোহকে সমর্থন করেছিলো?
সাঁওতাল বিদ্রোহ
কোল বিদ্রোহ
বারাসাত বিদ্রোহ
নীল বিদ্রোহ
8/20
মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার বিরোধিতা করেছেন যে ঐতিহাসিক
ড. শশীভূষন চৌধুরি
ড. রমেশচন্দ্র মজুমদার
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
সুশোভন সরকার
9/20
বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন -
গৌরীশংকর ভট্টাচার্য
প্রসন্নকুমার ঠাকুর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কালীনাথ রায়
10/20
চৈত্রমেলা হিন্দুমেলা রূপে পরিচিত হয় -
১৮৬৭ খ্রিঃ থেকে
১৮৭০ খ্রিঃ থেকে
১৮৭২ খ্রিঃ থেকে
১৮৭৫ খ্রিঃ থেকে
11/20
লাইনো টাইপ অক্ষর তৈরি করেন -
অগাস্টাস হিকি
মেরি কার্পেন্টার
সুরেশচন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
12/20
সন্দেশ পত্রিকা প্রকাশ করেন -
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
সত্যজিৎ রায়
সুকুমার রায়
অবনীন্দ্রনাথ ঠাকুর
13/20
দেশপ্রান নামে পরিচিত ছিলেন -
চিত্তরঞ্জন দাশ
বীরেন্দ্রনাথ শাসমল
সুভাষচন্দ্র বসু
বাবা রামচন্দ্র
14/20
বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
১৯২৪ খ্রিঃ
১৯২৬ খ্রিঃ
১৯২৭ খ্রিঃ
১৯২৮ খ্রিঃ
15/20
বাবা গরিবদাস নেতৃত্ব দেন -
বারদৌলি সত্যাগ্রহে
আইন অমান্য আন্দোলনে
একা আন্দোলনে
রম্পা বিদ্রোহে
16/20
দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন -
লীলা রায়
ঊর্মিলা দেবী
কল্পনা দত্ত
উজ্জ্বলা মজুমদার
17/20
ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা ছিলো -
ইনকিলাব
দি সোস্যালিস্ট
ধুমকেতু
লাঙ্গল
18/20
সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় -
১৯৩২ খ্রিঃ
১৯৩৩ খ্রিঃ
১৯৩৪ খ্রিঃ
১৯৩৫ খ্রিঃ
19/20
হরিয়ানা রাজ্য সৃষ্টি হয় -
মাদ্রাজ রাজ্য ভেঙ্গে
বোম্বাই রাজ্য ভেঙ্গে
পাঞ্জাব রাজ্য ভেঙ্গে
হায়দ্রাবাদ রাজ্য ভেঙ্গে
20/20
হরি সিং ছিলেন -
কাশ্মীরের রাজা
হায়দ্রাবাদের রাজা
জুনাগড়ের রাজা
ত্রিবাঙ্কুরের রাজা
Result:
Post a Comment (0)
Previous Post Next Post