![]() |
মাধ্যমিক মক টেস্ট - ৩২ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ৩২
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"Twenty - two yards to Freedom" গ্রন্থটি লেখেন -
2/20
সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তা হল -
3/20
বঙ্কিমচন্দ্র কোন বিখ্যাত নাটককে "আংকেল টমস কেবিনের" সঙ্গে তুলনা করেছিলেন?
4/20
"স্ত্রী শিক্ষা সম্মেলন" প্রতিষ্ঠা করেন -
5/20
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
6/20
ওয়াহাবি কথার অর্থ হল -
7/20
কোন বিদ্রোহের পর "দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি" গঠন করা হয়?
8/20
সিপাহী বিদ্রোহকে বাঙালিরা সমর্থন করে নি, কারন -
9/20
ব্যাঙ্গ চিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজকে আক্রমন করেন -
10/20
হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়েছলো -
11/20
ভারতে সর্বপ্রথম ছাপাখানা নিয়ে আসে -
12/20
শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন -
13/20
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কারা যোগদান করে নি?
14/20
অল ইন্ডিয়া ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টির সভাপতি ছিলেন -
15/20
মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় -
16/20
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম বয়কটের কথা বলেন -
17/20
কোন বিপ্লবী দলটি সম্পর্কে পর্যাপ্ত ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না -
18/20
গুলামগিরি গ্রন্থটির লেখক ছিলেন -
19/20
পুরুলিয়া জেলা কি কারনে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিলো?
20/20
১৯৫৬ খ্রিঃ রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে কটি রাজ্য ছিলো?
Result: