মাধ্যমিক মক টেস্ট - ৩১

 

মাধ্যমিক মক টেস্ট - ৩১
মাধ্যমিক মক টেস্ট - ৩১

প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ৩১

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"বাঙালির ইতিহাস" গ্রন্থটির লেখক হলেন -
রমেশচন্দ্র মজুমদার
যদুনাথ সরকার
নীহাররঞ্জন রায়
কুমুদনাথ মল্লিক
2/20
Letters from a Father to his Daughter এ কটি চিঠির সংকলন ছিলো?
১৮ টি
২২ টি
২৯ টি
৩০ টি
3/20
উনিশ শতকে ভদ্রলোক নামে পরিচিত ছিলো -
ইংরেজ শ্রেনী
জমিদার শ্রেনী
মধ্যবিত্ত শ্রেনী
কলকাতার বাবু সম্প্রদায় শ্রেনী
4/20
নীলদর্পন নাটকটি প্রথম অভিনীত হয় -
১৮৬০ খ্রিঃ
১৮৬২ খ্রিঃ
১৮৭০ খ্রিঃ
১৮৭২ খ্রিঃ
5/20
ব্রাহ্মসমাজকে সর্বপ্রথম ধর্মের রূপ দেন -
দেবেন্দ্রনাথ ঠাকুর
কেশব চন্দ্র সেন
শিবনাথ শাস্ত্রী
দ্বারকানাথ ঠাকুর
6/20
১৮৬৫ খ্রিঃ ভারতের প্রথম অরন্য আইন তৈরি হয় -
লর্ড ডালহৌসির আমলে
লর্ড ক্যানিং এর আমলে
স্যার জন লরেন্সের আমলে
লর্ড নেপিয়ারের আমলে
7/20
জঙ্গলমহল প্রশাসনিক জেলা গঠন করা হয় -
১৭৯৯ খ্রিঃ
১৮০০ খ্রিঃ
১৮০৫ খ্রিঃ
১৮০৬ খ্রিঃ
8/20
মহাবিদ্রোহের সময় বেগম হজরত মহল নেতৃত্ব দেন -
বিহারে
আসামে
অযোধ্যায়
দিল্লিতে
9/20
ভারতে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদের কথা বলা ছিলো -
গোরা উপন্যাসে
আনন্দমঠ উপন্যাসে
বর্তমান ভারতে
পথের দাবি উপন্যাসে
10/20
জামসেদজি টাটাকে লৌহ ও ইস্পাত কারখানা স্থাপনে পরামর্শ দেন -
রাধানাথ শিকদার
প্রমথনাথ বসু
তারকনাথ পালিত
অরবিন্দ ঘোষ
11/20
রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লেখেন -
সিপাহী বিদ্রোহের সময়
বঙ্গভঙ্গের সময়
দেশভাগের সময়
অসহযোগ আন্দোলনের সময়
12/20
ভারতে বিমূর্ত জাতীয়তাবাদের মূর্ত রূপ ছিলো -
আনন্দমঠ
গোরা
বর্তমান ভারত
ভারতমাতা চিত্র
13/20
কৈরা জেলা বিখ্যাত ছিলো -
শ্রমিক আন্দোলনের জন্য
নারী আন্দোলনের জন্য
কৃষক সত্যাগ্রহের জন্য
দলিত সত্যাগ্রহের জন্য
14/20
কংগ্রেস কৃষক আন্দোলনে উৎসাহী ছিলো -
জমিদার অঞ্চলে
মহলওয়ারি অঞ্চলে
রায়তওয়ারি অঞ্চলে
ইজারাদারি অঞ্চলে
15/20
শ্রমজীবী সমিতি প্রতিষ্ঠা করেন -
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
শশীপদ বন্দোপাধ্যায়
অশ্বিনীকুমার বন্দোপাধ্যায়
দ্বারকানাথ ঠাকুর
16/20
ভোগেশ্বরী ফুকোননী অংশগ্রহণ করেন -
স্বদেশী আন্দোলনে
অসহযোগ আন্দোলনে
আইন অমান্য আন্দোলনে
ভারত ছাড়ো আন্দোলনে
17/20
কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেন -
চক্রবর্তী রাজাগোপালাচারী
বাবাসাহেব আম্বেদকর
জ্যোতিবা ফুলে
মহাত্মা গান্ধী
18/20
রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা উপাধি দেন -
বীনা দাসকে
কল্পনা দত্তকে
প্রীতিলতা ওয়াদ্দেদারকে
উজ্জ্বলা মজুমদারকে
19/20
হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচলপ্রদেশ রাজ্য গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন -
জওহরলাল নেহেরু
লালবাহাদুর শাস্ত্রী
শ্রীমতি ইন্দিরা গান্ধী
মনমহন সিং
20/20
ভারতের বিসমার্ক বলা হয় -
জওহরলাল নেহেরুকে
সর্দার বল্লভভাই প্যাটেলকে
মহাত্মা গান্ধীকে
ইন্দিরা গান্ধীকে
Result:
Post a Comment (0)
Previous Post Next Post