মাধ্যমিক মক টেস্ট - ৩০

মাধ্যমিক মক টেস্ট - ৩০
মাধ্যমিক মক টেস্ট - ৩০


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ৩০

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
কেকের দেশ বলা হয় -
ফ্রান্সকে
স্কটল্যান্ডকে
ভারতকে
আয়ারল্যান্ডকে
2/20
বিধবা বিবাহ আইন পাশ হয় রেগুলেশন -
VIII
XII
XV
XVII
3/20
ব্রিটিশ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ ছিলো -
সন্ন্যাসী ফকির বিদ্রোহ
চুয়াড় বিদ্রোহ
পাইক বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
4/20
তিতুমিরের আসল নাম -
মির নিসার আলি
মাসুদ
মহসিন
গফুর
5/20
সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে -
আনন্দমঠে
বর্তমান ভারতে
গোরা উপন্যাসে
ভারত মাতা চিত্রে
6/20
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
ডঃ বিধানচন্দ্র রায়
প্রফুল্ল ঘোষ
প্রফুল্ল সেন
জ্যোতি বসু
7/20
ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিলো -
হায়দ্রাবাদ
গুজরাত
অন্ধ্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
8/20
কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
গগনেন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
9/20
INTUC এর প্রথম সভাপতি ছিলেন -
লালা লাজপত রায়
চমনলাল
যমুনালাল
ব্যপ্তিস্তা
10/20
মোহনবাগান IFA শিল্ড জেতে -
১৯১১ খ্রিঃ
১৯১২ খ্রিঃ
১৯১৩ খ্রিঃ
১৯১৪ খ্রিঃ
11/20
বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেন -
৩ বছর
৪ বছর
৫ বছর
১০ বছর
12/20
ভারতসভার প্রানপুরুষ ছিলেন -
শিবনাথ শাস্ত্রী
আনন্দমোহন বসু
অক্ষয় চন্দ্র সরকার
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
13/20
"অব্যক্ত" গ্রন্থটির লেখক হলেন -
প্রফুল্লচন্দ্র রায়
মেঘনাদ সাহা
জগদীশচন্দ্র বসু
সত্যেন্দ্রনাথ ঠাকুর
14/20
শৃঙ্খল ঝংকার গ্রন্থের লেখক হলেন -
কল্পনা দত্ত
বীনা দাস
প্রীতিলতা ওয়াদ্দেদার
লীলা নাগ
15/20
বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় -
১৯২০ খ্রিঃ
১৯২১ খ্রিঃ
১৯২২ খ্রিঃ
১৯২৪ খ্রিঃ
16/20
ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় -
মেকলে মিনিটকে
হান্টার কমিশনকে
১৮১৩ খ্রিঃ চার্টার আইনকে
উডের ডেসপ্যাচকে
17/20
The Annihilation of cast লিখেছিলেন -
আম্বেদকর
নারায়ন গুরু
জ্যোতিবা ফুলে
পত্তি শ্রীরামালু
18/20
সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন -
নানা সাহেব
বিরজিস কাদির
মঙ্গল পান্ডে
বেগম হজরত মহল
19/20
শিশু শিক্ষা বইটি লিখেছিলেন -
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ভবানীচরন বন্দোপাধ্যায়
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
গঙ্গাকিশোর ভট্টাচার্য
20/20
উদ্বাস্তু গ্রন্থটির লেখক ছিলেন -
প্রফুল্ল চক্রবর্তী
মনোরঞ্জন চৌধুরী
হিরন্ময় বন্দোপাধ্যায়
সুফিয়া কামাল
Result:
Post a Comment (0)
Previous Post Next Post