মাধ্যমিক মক টেস্ট - ২৯

মাধ্যমিক মক টেস্ট - ২৯
মাধ্যমিক মক টেস্ট - ২৯


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ২৯

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
মলয় রায় কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ?
খেলার ইতিহাস
খাদ্যাভ্যাসের ইতিহাস
পোশাক পরিচ্ছদের ইতিহাস
পরিবেশের ইতিহাস
2/20
পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো -
দাবা
কুস্তি
জুডো
মানাকালা
3/20
সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন -
ঈশ্বর গুপ্ত
দেবেন্দ্রনাথ ঠাকুর
শিশিরকুমার ঘোষ
গিরিশ ঘোষ
4/20
সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিলো -
আদি ব্রাহ্মসমাজ ভেঙ্গে
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ ভেঙ্গে
নববিধান ব্রাহ্মসমাজ ভেঙ্গে
আর্যসমাজ ভেঙ্গে
5/20
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -
১৮১৫ খ্রিঃ
১৮১৭ খ্রিঃ
১৭১৮ খ্রিঃ
১৮১৮ খ্রিঃ
6/20
আনন্দমঠ ছিলো বঙ্কিমচন্দ্রের -
একাদশতম উপন্যাস
দ্বাদশতম উপন্যাস
ত্রয়োদশতম উপন্যাস
প্রথম উপন্যাস
7/20
বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন -
লর্ড ক্যানিং
লর্ড ডালহৌসি
লর্ড বেন্টিঙ্ক
লর্ড ময়রা
8/20
সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় -
দিল্লিতে
ব্যারাকপুরে
মিরাটে
অযোধ্যায়
9/20
বাংলার মুকুটহীন রাজা বলা হয় -
নবগোপাল মিত্রকে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
আনন্দমোহন বসুকে
রামমোহন রায়কে
10/20
বন্দেমাতারম সঙ্গীতটি জাতীয় সংগীতের মর্যাদা পায় -
১৯৪৭ খ্রিঃ
১৯৪৮ খ্রিঃ
১৯৪৯ খ্রিঃ
১৯৫০ খ্রিঃ
11/20
দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন -
উইলিয়াম জোন্স
উইলিয়াম কেরি
উইলিয়াম ওয়ার্ড
জোসুয়া মার্শম্যান
12/20
আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় -
আশুতোষ মুখোপাধ্যায়কে
সত্যেন্দ্রনাথ বসুকে
প্রফুল্লচন্দ্র রায়কে
প্রশান্তচন্দ্র মহলানবীশকে
13/20
বারদৌলি তালুকে ১৯২৭ খ্রিঃ খাজনার পরিমান বৃদ্ধি করা হয় -
২০ %
১৭ %
২১%
২২%
14/20
এদের মধ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন না -
আচার্য নরেন্দ্রদেব
জয়প্রকাশ নারায়ন
অচ্যুত পট্টবর্ধন
সর্দার বল্লভভাই প্যাটেল
15/20
কমিউনিস্টরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বলেছিলো -
স্বাধীনতার যুদ্ধ
জনযুদ্ধ
সাম্রাজ্যবাদী যুদ্ধ
হিটলারের যুদ্ধ
16/20
মিলনমন্দির প্রতিষ্ঠা করেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণ কুমার মিত্র
আনন্দমোহন বসু
সত্যেন্দ্রনাথ ঠাকুর
17/20
রাষ্ট্রীয় মহিলা সংঘ ১৯২৮ খ্রিঃ প্রতিষ্ঠা করেন -
কমলা নেহেরু
বাসন্তী দেবী দাশ
লীলা নাগ
সরোজিনী নাইডু
18/20
কসাই কাজি বলা হতো -
কিংসফোর্ডকে
রবার্ট ডগলাসকে
কার্জন উইলিকে
ব্যারিস্টার ব্রনসনকে
19/20
"পূর্ব - পশ্চিম" গ্রন্থটির রচয়িতা ছিলেন -
কমলকুমার মজুমদার
সমরেশ বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
রাজশেখর বসু
20/20
ভারতীয় সংবিধানে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে -
ষষ্ঠ তপসিলে
সপ্তম তপসিলে
অষ্টম তপসিলে
নবম তপসিলে
Result:
Post a Comment (0)
Previous Post Next Post