![]() |
মাধ্যমিক মক টেস্ট - ২৯ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ২৯
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
মলয় রায় কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ?
2/20
পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো -
3/20
সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন -
4/20
সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিলো -
5/20
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -
6/20
আনন্দমঠ ছিলো বঙ্কিমচন্দ্রের -
7/20
বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন -
8/20
সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় -
9/20
বাংলার মুকুটহীন রাজা বলা হয় -
10/20
বন্দেমাতারম সঙ্গীতটি জাতীয় সংগীতের মর্যাদা পায় -
11/20
দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন -
12/20
আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় -
13/20
বারদৌলি তালুকে ১৯২৭ খ্রিঃ খাজনার পরিমান বৃদ্ধি করা হয় -
14/20
এদের মধ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন না -
15/20
কমিউনিস্টরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বলেছিলো -
16/20
মিলনমন্দির প্রতিষ্ঠা করেন -
17/20
রাষ্ট্রীয় মহিলা সংঘ ১৯২৮ খ্রিঃ প্রতিষ্ঠা করেন -
18/20
কসাই কাজি বলা হতো -
19/20
"পূর্ব - পশ্চিম" গ্রন্থটির রচয়িতা ছিলেন -
20/20
ভারতীয় সংবিধানে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে -
Result: