![]() |
মাধ্যমিক মক টেস্ট - ২৮ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ২৮
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস" হল একটি -
2/20
জীবনস্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হয় -
3/20
হিন্দু প্যাট্রিয়ট প্রকাশিত হতো -
4/20
নীলদর্পন নাটক প্রথম প্রকাশিত হয় -
5/20
প্রতিষ্ঠাকালে বেথুন বালিকা বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা ছিলো -
6/20
সইল রাকার পাহাড়ের যুদ্ধ হয়েছিলো -
7/20
আব্দুল গফুর যে নামে ইতিহাসে সর্বাধিক পরিচিত ছিলেন -
8/20
মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন -
9/20
ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন -
10/20
আনন্দমঠ প্রথম প্রকাশিত হয় -
11/20
ক্ষীরের পুতুল গ্রন্থটির রচয়িতা ছিলেন -
12/20
কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় -
13/20
মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেন -
14/20
বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন -
15/20
AITUC র প্রথম অধিবেশন বসে -
16/20
নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিলো -
17/20
চট্টগ্রামের নন্দনকানন স্কুলের প্রধান শিক্ষায়িত্রী ছিলেন -
18/20
জ্যোতিবা ফুলে ছিলেন -
19/20
ভারতের লৌহমানব বলা হয়
20/20
পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য পত্তি শ্রীরামালু অনশন করেন -
Result: