মাধ্যমিক মক টেস্ট - ১৫

মাধ্যমিক মক টেস্ট - ১৫
মাধ্যমিক মক টেস্ট - ১৫


 প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১৫

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
মোহনবাগান দল প্রথম আই এফ এ শিল্ড জয় করে -
১৯১৩ খ্রিঃ ২৫ শে জুলাই
১৯১১ খ্রিঃ ১২ ই ডিসেম্বর
১৯১৯ খ্রিঃ ৩০ শে জুলাই
১৯১১ খ্রিঃ ২৯ শে জুলাই
2/20
"দ্য আনকোয়ায়েট উড" বইটি কার লেখা?
শশী থারুর
লীলা রায়
রামচন্দ্র গুহ
গৌতম ভদ্র
3/20
"হুতোম প্যাঁচার নকশা" গ্রন্থটির লেখক -
প্যারীচাঁদ মিত্র
কালীপ্রসন্ন সিংহ
ক্ষেত্রমোহন বসু
শিবনাথ শাস্ত্রী
4/20
"কলকাতা মাদ্রাসা" প্রতিষ্ঠা করেন -
ওয়ারেন হেস্টিংস
চার্লস উইলকিনস
জোনাথন ডানকান
বেন্টিঙ্ক
5/20
"আত্মীয় সভা" প্রতিষ্ঠিত হয় -
১৮১৬ খ্রিঃ
১৮১৭ খ্রিঃ
১৮২৮ খ্রিঃ
১৮১৫ খ্রিঃ
6/20
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় -
কোল বিদ্রোহ
সন্ন্যাসী ফকির বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
নীল বিদ্রোহ
7/20
দুর্জন সিংহ ছিলেন _________বিদ্রোহের নেতা ।
কোল
ভিল
চুয়াড়
নীল
8/20
মহারানীর ঘোষনাপত্র জারি হয়েছিল -
১৮৫৮ খ্রিঃ
১৮৬০ খ্রিঃ
১৮৬৫ খ্রিঃ
১৮৭৫ খ্রিঃ
9/20
"A Nation in Making" গ্রন্থটির লেখক হলেন -
সুরেন্দ্রনাথ সেন
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
সুরেন্দ্রনাথ দত্ত
10/20
উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন -
রামমোহন রায়
রনজিৎ গুহ
অনিল শীল
রাজেন্দ্রলাল মিত্র
11/20
আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক বলা হয় -
বিদ্যাসাগরকে
রামমোহনকে
স্বামী বিবেকানন্দকে
রাধাকান্ত দেবকে
12/20
জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন -
হীরেন্দ্রনাথ দত্ত
রাসবিহারী বসু
রাসবিহারী ঘোষ
অরবিন্দ ঘোষ
13/20
ভারতে প্রথম মে দিবস পালন করে -
হিন্দুস্থান কিষান শ্রমিক দল
স্বদেশ বান্ধব সমিতি
অকালী দল
উত্তরপ্রদেশ কিষান সভা
14/20
"একা" আন্দোলনের একজন নেতা হলেন -
মাদারি পাশি
জীবনকৃষ্ণ বেরা
সর্দার প্যাটেল
লিয়াকৎ হোসেন
15/20
"লাঙল" পত্রিকার সম্পাদক ছিলেন -
মুজাফফর আহমেদ
কাজী নজরুল ইসলাম
গোলাম হোসেন
মিরাজকর
16/20
"Hindustan Republican Army" প্রতিষ্ঠা করেন -
ভগৎ সিং
চন্দ্রশেখর আজাদ
শচীন্দ্রনাথ সান্যাল
যতীন দাস
17/20
কলকাতায় "অ্যান্টি সার্কুলার সোসাইটি" প্রতিষ্ঠা করেন -
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ ঠাকুর
শচীন্দ্রপ্রসাদ বসু
18/20
স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন -
প্রীতিলতা ওয়াদ্দেদার
কল্পনা দত্ত
বীনা দাস
ঊর্মিলা দেবী
19/20
রাজা হরি সিং ছিলেন -
কাশ্মীরের রাজা
কাশ্মীরের প্রধানমন্ত্রী
জুনাগড়ের দেওয়ান
জুনাগড়ের রাজা
20/20
রাজ্য পুনর্গঠন কমিশনের অন্যতম সদস্য হলেন -
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
বিধান রায়
ফজল আলি
ফজল শেখ
Result:
Post a Comment (0)
Previous Post Next Post