মাধ্যমিক মক টেস্ট - ১৪

 

মাধ্যমিক মক টেস্ট - ১৪
মাধ্যমিক মক টেস্ট - ১৪

প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১৪

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
ভারতনাট্যম নৃত্যটি -
কর্নাটক
তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ
কেরালার
2/20
এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা?
দেবেন্দ্রনাথ ঠাকুর
মহাত্মা গান্ধী
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
জওহরলাল নেহেরু
3/20
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হল -
দিগদর্শন
সমাচার দর্পন
বেঙ্গল গেজেট
সংবাদ প্রভাকর
4/20
গ্রামবার্তা প্রকাশিকা মাসিক পত্রিকাটি প্রথম প্রকাশ হয় -
১৮৬১ খ্রিঃ
১৮৬৩ খ্রিঃ
১৮৬৪ খ্রিঃ
১৮৭১ খ্রিঃ
5/20
নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন -
কেশবচন্দ্র সেন
শিবনাথ শাস্ত্রী
দেবেন্দ্রনাথ ঠাকুর
আনন্দমোহন বসু
6/20
সুই মুন্ডা যে বিদ্রোহের সাথে যুক্ত -
মুন্ডা বিদ্রোহ
চুয়াড় বিদ্রোহ
কোল বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
7/20
বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে উল্লেখ আছে -
সন্ন্যাসী ফকির বিদ্রোহ
পাগলপন্থী বিদ্রোহ
ভিল বিদ্রোহ
রংপুর বিদ্রোহ
8/20
মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান -
১৮৫৮ খ্রিঃ
১৮৬৮ খ্রিঃ
১৮৭৭ খ্রিঃ
১৯৭৭ খ্রিঃ
9/20
উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন -
রামমোহন রায়
অনিল শীল
বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
10/20
১৮৫৭ খ্রিঃ ঘটনাকে সিপাহী বিদ্রোহ বলেছেন -
চার্লস রেকস্
নটিন
ডিজরেইলি
অশোক মেহতা
11/20
দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয় -
১৮৭৮ খ্রিঃ
১৮৬৮ খ্রিঃ
১৮৬৬ খ্রিঃ
১৮৭৬ খ্রিঃ
12/20
রশিদ আলি দিবস পালিত হয় -
১১ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি
১৫ ফেব্রুয়ারি
১৬ আগস্ট
13/20
গুপীগায়েন বাঘাবায়েন - গ্রন্থটির লেখক -
সত্যজিৎ রায়
রাধানাথ শিকদার
সুকুমার রায়
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
14/20
তিন কাঠিয়া প্রথা তুলে দেওয়া হয় -
১৯১৭ খ্রিঃ
১৮১৮ খ্রিঃ
১৮১৯ খ্রিঃ
১৯২০ খ্রিঃ
15/20
লাঙল - পত্রিকার সম্পাদক ছিলেন -
কাজি নজরুল ইসলাম
সামসুদ্দিন হোসেন
এস এ ডাঙ্গে
পি সি যোশী
16/20
চট্টগ্রাম ইউরোপীয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন -
বীনা দাস
প্রীতিলতা ওয়াদেদ্দার
সরোজিনী নাইডু
ভিকাজি রুস্তম কামা
17/20
ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন -
কল্পনা দত্ত
প্রীতিলতা ওয়াদেদ্দার
সরোজিনী নাইডু
ভিকাজি রুস্তম কামা
18/20
ভগৎ সিংয়ের ফাঁসি হয় যে মামলায় -
লাহোর ষড়যন্ত্র
কাকোরি ষড়যন্ত্র
আলিপুর বোমা মামলা
মিরাট ষড়যন্ত্র মামলা
19/20
ভারতের স্বাধীনতার সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন -
উইনস্টন চার্চিল
নেভিল চেম্বারলেন
লয়েড জর্জ
ক্লিমেন্ট এটলি
20/20
বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় -
২১ শে জুন
২১ শে মার্চ
২১ শে ফেব্রুয়ারি
২১ শে জানুয়ারি
Result:
Post a Comment (0)
Previous Post Next Post