"ইতিহাসে প্রথম" সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা

ইতিহাসে "প্রথম সংগঠিত" বা "প্রথম সংক্রান্ত" যেকোন ঘটনাই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয়। প্রথম সংগঠিত যেকোন ঘটনা বা তথ্য থেকে পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন এসে থাকে। মাধ্যমিক ইতিহাসে প্রথম সংক্রান্ত অসংখ্য ঘটনা বা তথ্যকে সংকলিত করে আজকের পর্বটিকে সাজানো হয়েছে। 

এগুলি পড়তে নিঃসন্দেহে নিরস লাগবে। তবুও পরীক্ষা প্রস্তুতির জন্য এই তথ্য গুলিকে মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখার সুবিধার্থে তথ্য গুলিকে একসঙ্গে সংকলিত করে প্রকাশ করা হলো। 

ইতিহাসে "প্রথম" সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা
ইতিহাসে "প্রথম" সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা 


ইতিহাসে "প্রথম" সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা :- 

 (১.) প্রথম যথার্থ ইতিহাস লেখেন - গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

(২.) ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম হল - কলহনের রাজতরঙ্গিনী।

(৩.) খেলার ইতিহাস চর্চার প্রথম সূত্রপাত ঘটে - ইওরোপে /ইংল্যান্ডে।

(৪.) প্রথম ক্রিকেট খেলা হয় - ১৭০৯ খ্রিঃ ইংল্যান্ডের ডাটফোর্টের সারে তে।

(৫.) রাগবি খেলা প্রথম শুরু হয় - ইংল্যান্ডে ১৮২৩ খ্রিঃ।

(৬.) বাঙালিদের মধ্যে প্রথম ফুটবল খেলেন - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

(৭.) প্রথম ভারতীয় ওভারহেড বোলার ছিলেন - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

(৮.) ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের নাম ছিল - "ক্যালকাটা ক্রিকেট ক্লাব" (১৭৯২)।

(৯.) খেলার ইতিহাস চর্চা প্রথম শুরু হয় - ১৯৭০ খ্রিঃ ।

(১০.) নাট্যচর্চার প্রথম উদ্ভব ঘটে - গ্রিসে।

(১১.) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল - দাদাসাহেব ফালকে নির্মিত রাজা হরিশচন্দ্র।

(১২.) প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হল - বিল্বমঙ্গল (১৯১৯)

(১৩.) বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল - জমাইষষ্ঠী।

(১৪.) ভারতে চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার পুরস্কার লাভ করেন - সত্যজিৎ রায়।

(১৫.) ভারতে প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু করেন - আচার্য যদুনাথ সরকার।

(১৬.) পরিবেশের ইতিহাস চর্চা প্রথম শুরু হয় - উত্তর আমেরিকায়।

(১৭.) প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় - ১৯৭৪ খ্রিঃ ৫ই জুন।

(১৮.) বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস চর্চা প্রথম শুরু হয় - ১৯২৭ খ্রিঃ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে।

(১৯.) নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় - ১৯৬০ খ্রিঃ আমেরিকায়।

(২০.) শহরের ইতিহাস চর্চা প্রথম শুরু করেন - ১৯৭০ খ্রিঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিফেন থার্নস্টর্ম।

(২১.) উনিশ শতকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল - লন্ডন।

(২২.) ভারতে গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন ছিল - কলকাতা হাইকোর্ট।

(২৩.) ভারতীয়দের মধ্যে খেলা নিয়ে প্রথম গবেষনা করেন - সৌমেন মিত্র ১৯৮৮ খ্রিঃ।

(২৪.) বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(২৫.) সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - দ্বারকানাথ বিদ্যাভূষন।

(২৬.) বিপিন চন্দ্র পালের আত্মজীবনী "সত্তর বৎসর" প্রথম প্রকাশিত হয় - প্রবাসী পত্রিকায়।

(২৭.) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী "জীবনস্মৃতি" প্রথম প্রকাশিত হয় - প্রবাসী পত্রিকায়।

(২৮.) সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী "জীবনের ঝরাপাতা" প্রথম প্রকাশিত হয় - সাপ্তাহিক দেশ পত্রিকায়।

(২৯.) বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় - ১৮৭২ খ্রিঃ ।

(৩০.) সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয় - ১৮৫৮ খ্রিঃ ।

(৩১.) "সত্তর বৎসর" প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯৫৫ খ্রিঃ। 

(৩২.) "জীবনস্মৃতি" প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯১২ খ্রিঃ।

(৩৩.) "জীবনের ঝরাপাতা" প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯৭৫ খ্রিঃ। 

(৩৪.) "Letters from a Father to his Daughter" গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯২৯ খ্রিঃ এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। 

(৩৫.) ভারতের প্রথম সংবাদপত্রের নাম হল - জেমস অগাস্টাস হিকি সম্পাদিত "বেঙ্গল গেজেট" (১৭৮০)।

(৩৬.) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম হল - মার্শম্যান সম্পাদিত দিগদর্শন। 

(৩৭.) বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম হল - মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পন। 

(৩৮.) বাঙালি সম্পাদিত বাংলার প্রথম সংবাদপত্রের নাম হল - গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেটি।

(৩৯.) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম হল - সংবাদ প্রভাকর। 

(৪০.) বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র ছিল - সোমপ্রকাশ। 

(৪১.) বাংলার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা ছিল - বঙ্গদর্শন। 

(৪২.) ভারতের প্রথম জাতীয়তাবাদী সংবাদপত্র ছিল - হিন্দু প্যাট্রিয়ট। 

(৪৩.) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পেশাদারি পত্রিকা ছিল - বঙ্গদর্শন। 

(৪৪.) ভারতের প্রথম অস্কার প্রাপক চলচ্চিত্র ছিল - সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালি। 

(৪৫.) বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য ছিল - হুতোম প্যাঁচার নকশা।

(৪৬.) প্রথম বাংলা কথ্য ভাষায় লেখা সাহিত্য ছিল - হুতোম প্যাঁচার নকশা।

(৪৭.) "বন্দেমাতারম" সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় - ১৮৭৫ খ্রিঃ।

(৪৮.) বন্দেমাতারম সঙ্গীতটিতে প্রথম সুরারোপ করেন - যদুনাথ ভট্টাচার্য বা যদুভট্ট। 

(৪৯.) বন্দেমাতারম সঙ্গীতটি প্রথম পরিবেশিত হয় - ১৮৯৬ খ্রিঃ জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে। প্রথম গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর। 

(৫০.) বিদেশী ভাষায় অনুবাদ করা প্রথম বাংলা নাটক ছিল - নীলদর্পন। 

(৫১.) নীলদর্পন নাটকটি প্রথম ছাপা হয় / প্রথম প্রকাশিত হয় /প্রথম অভিনীত হয় - ঢাকায়। 

(৫২.) বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - উমেশচন্দ্র দত্ত। 

(৫৩.) বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় - ১৮৬৩ খ্রিঃ। 

(৫৪.) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - গিরিশচন্দ্র ঘোষ। 

(৫৫.) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় - ১৮৫৩ খ্রিঃ।

(৫৬.) "গ্রামবার্তা প্রকাশিকা" সভার প্রথম সম্পাদক ছিলেন - হরিনাথ মজুমদার। 

(৫৭.) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিলো - গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে ১৮৬৩ খ্রিঃ। 

(৫৮.) প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় - ১৮৮২ খ্রিঃ।

(৫৯.) ভারতের প্রথম বালিকা বিদ্যালয় ছিল - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্কওয়াটার বিটন প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল (১৮৪৯) 

(৬০.) ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম ছিল - বেথুন কলেজ। 

(৬১.) ভারতের প্রথম মেডিক্যাল কলেজ ছিল - ১৮৩৫ খ্রিঃ প্রতিষ্ঠিত কলকাতা মেডিক্যাল কলেজ। 

(৬২.) কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন - মন্টফোর্ড ব্রামলি।

(৬৩.) কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পাস করা প্রথম মুসলিম ছাত্র ছিলেন - রহিম খান (১৮৫৬) 

(৬৪.) কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পাস করা প্রথম মহিলা চিকিৎসক ছিলেন - কাদম্বিনী গাঙ্গুলি। 

(৬৫.) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন - মধুসূদন গুপ্ত। 

(৬৬.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন - লর্ড ক্যানিং। 

(৬৭.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন - স্যার জেমস উইলিয়াম কোলভিল। 

(৬৮.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন - স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 

(৬৯.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি (১৮৬৮ খ্রিঃ চালু হয়) প্রাপক ছিলেন - আশুতোষ মুখোপাধ্যায়। 

(৭০.) কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা নেওয়া হয় - ১৮৫৮ খ্রিঃ ।

(৭১.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন - যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৫৮)। 

(৭২.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন - মির্জা দিলওয়ার হোসেন আহমেদ। 

(৭৩.) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন - চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি (১৮৮২)

(৭৪.) এশিয়ার প্রথম ডি লিট ছিলেন - বেনীমাধব বড়ুয়া। 

(৭৫.) এশিয়ার প্রথম মাল্টিডিসিপ্লিনারি ও সেকুলার ওয়েস্টার্ন স্টাইল বিশ্ববিদ্যালয় হল - কলকাতা বিশ্ববিদ্যালয়। 

(৭৬.) ভারতে প্রথম অরন্য আইন পাশ হয় - ১৮৬৫ খ্রিঃ। 

(৭৭.) ঔপনিবেশিক আমলের প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল - চুয়াড় বিদ্রোহ (১৭৬৮ - ১৭৯৯)। 

(৭৮.) ঔপনিবেশিক আমলে ভারতের প্রথম কৃষক বিদ্রোহ ছিলো - সন্ন্যাসী - ফকির বিদ্রোহ (১৭৬৩ - ১৮০০)

(৭৯.) ভারতের প্রথম নীলকর ছিলেন - ফরাসি বনিক লুই বোনার্ড

(৮০.) ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন - ইংরেজ বনিক কার্ল ব্ল্যাম

(৮১.) ১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন - বিনায়ক দামোদর সাভারকর।

(৮২.) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন - মঙ্গল পান্ডে।

(৮৩.) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল - "বঙ্গভাষা প্রকাশিকা সভা"।

(৮৪.) মহাবিদ্রোহের প্রথম সূচনা হয় - ১৮৫৭ খ্রিঃ ২৯ মার্চ ব্যারাকপুর সেনানিবাসে। 

(৮৫.) বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ও সম্পাদক ছিলেন - গৌরীশংকর ভট্টাচার্য ও পন্ডিত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। 

(৮৬.) জমিদার সভার প্রথম সভাপতি ও সম্পাদক ছিলেন - রাধাকান্ত দেব ও প্রসন্নকুমার ঠাকুর। 

(৮৭.) হিন্দু মেলার প্রথম সম্পাদক ও সহ সম্পাদক ছিলেন - জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও নবগোপাল মিত্র। 

(৮৮.) ভারতসভার প্রথম অধিবেশন বসেছিল - কলকাতার অ্যালবার্ট হলে। 

(৮৯.) ভারত সভার প্রথম সভাপতি ও সম্পাদক ছিলেন - কৃষ্ণ মোহন ব্যানার্জি ও আনন্দমোহন বসু। 

(৯০.) আনন্দমঠ প্রথম প্রকাশিত হয় - বঙ্গদর্শন পত্রিকায়। 

(৯১.) আনন্দমঠ প্রথম বই আকারে প্রকাশিত হয় - ১৮৮২ খ্রিঃ।

(৯২.) বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় - ১৯৯৯ খ্রিঃ উদ্বোধন পত্রিকায়। 

(৯৩.) বর্তমান ভারত প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয় - ১৯০৫ খ্রিঃ স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে। 

(৯৪.) গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় - প্রবাসী পত্রিকায়। 

(৯৫.) গোরা উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় -  ১৯১০ খ্রিঃ।

(৯৬.) ভারতমাতা চিত্রটির প্রথম নাম ছিল - বঙ্গমাতা। 

(৯৭.) ভারতের প্রথম জাতীয়তাবাদী ব্যঙ্গ চিত্রশিল্পী ছিলেন - গগনেন্দ্রনাথ ঠাকুর। 

(৯৮.) বাংলা ভাষায় ছাপা প্রথম বাংলা বই ছিল - এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 

(৯৯.) বাংলা ভাষায় প্রথম ছাপা হয় - ১৭৭৮ খ্রিঃ ।

(১০০.) গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রথম ছাপা হয় - ১৭৭৮ খ্রিঃ অ্যান্ড্রুজ সাহেবের ছাপাখানা থেকে। 

(১০১.) ভারতে প্রথম ছাপাখানা নিয়ে আসে - পর্তুগিজরা। 

(১০২.) ভারতে প্রথম আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা হয় - গোয়া তে। 

(১০৩.) বাংলা ভাষায় ছাপা প্রথম সচিত্র বই ছিল - অন্নদামঙ্গল। 

(১০৪.) বাংলা ভাষায় প্রথম লাইনোটাইপ প্রবর্তন করেন - সুরেশচন্দ্র মজুমদার ১৯৩৫ খ্রিঃ ।

(১০৫.) ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল - বাংলায়। 

(১০৬.) বাংলা মুদ্রন শিল্পে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন - পঞ্চানন কর্মকার। 

(১০৭.) বর্নপরিচয় প্রথম প্রকাশিত হয় - ১৮৫৫ খ্রিঃ ।

(১০৮.) প্রসেস ওয়ার্ক /প্রসেস শিল্পের প্রথম উদ্ভাবক ছিলেন - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

(১০৯.) এশিয়ার প্রথম রঙিন ছাপাখানা গড়ে তোলেন - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

(১১০.) ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন - জেমস রেনেল।

(১১১.) এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন - রাজা রাজেন্দ্রলাল মিত্র (১৮৮৫)

(১১২.) বাংলা ভাষার প্রথম অস্থি ও শারীরবিদ্যার গ্রন্থ ছিল - উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরির রচিত "বিদ্যাহারাবলী।" 

(১১৩.) গনিতশাস্ত্রে "জ্যামিতি" নামকরন প্রথম করেন - রাজা রামমোহন রায়। 

(১১৪.) ভারতের প্রথম ইলেক্ট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার বলা হয় - শিবচন্দ্র নন্দীকে।

(১১৫.) হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের সর্বপ্রথম পরিমাপ করেন - রাধানাথ শিকদার। 

(১১৬.) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ও সম্পাদক ছিলেন - প্রমথনাথ বসু ও ডাঃ নীলরতন সরকার। 

(১১৭.) জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন - রাসবিহারি ঘোষ। 

(১১৮.) জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন - প্রসন্নকুমার ঠাকুর।

(১১৯.) আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক ছিলেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

(১২০.) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন - জওহরলাল নেহরু। 

(১২১.) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। 

(১২২.) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন - বিধুশেখর ভট্টাচার্য। 

(১২৩.) বিশ্বভারতী প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে - ১৯৫১ খ্রিঃ। 

(১২৪.) ভারতে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় - ১৯২০ খ্রিঃ রাশিয়ার তাসখন্দে। 

(১২৫.) ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা ছিল - দ্যা সোশ্যালিস্ট। 

(১২৬.) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - জওহরলাল নেহরু। 

(১২৭.) স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন - সর্দার বল্লভভাই প্যাটেল। 

(১২৮.) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন - লর্ড মাউন্টব্যাটন ।

(১২৯.) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন - চক্রবর্তী রাজা গোপালাচারী। 

(১৩০.) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন - লর্ড ক্যানিং। 

(১৩১.) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন - বাবু রাজেন্দ্র প্রসাদ। 

(১৩২.) সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি ও সম্পাদক ছিলেন - স্বামী সহজানন্দ সরস্বতী ও অধ্যাপক এন জি রঙ্গ। 

(১৩৩.) ভারতে শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলনে সর্বপ্রথম উদ্যোগী হন - ব্রাহ্মসমাজের নেতারা। 

(১৩৪.) ভারতে প্রথম শ্রমিক সংগঠন এবং শ্রমিক পত্রিকা প্রকাশ করেন ব্রাহ্মসমাজের শশীপদ বন্দোপাধ্যায়। 

(১৩৫.) ভারতের প্রথম শ্রমিক সংগঠন ও শ্রমিক পত্রিকার নাম ছিল - শ্রমজীবী সমিতি ও ভারতের শ্রমজীবী। 

(১৩৬.) ব্রাহ্মসমাজের শশীপদ বন্দ্যোপাধ্যায় ১৮৭০ খ্রিঃ সর্বপ্রথম "শ্রমজীবী সমিতি" এবং ১৮৭৪ খ্রিঃ "ভারতের শ্রমজীবী" নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। 

(১৩৭.) ভারতের প্রথম আনুষ্ঠানিক শ্রমিক আন্দোলন ছিল ১৮৭৭ খ্রিঃ নাগপুরে "এমপ্রেস মিলস" এর শ্রমিকদের ধর্মঘট। 

(১৩৮.) বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট/অন্দোলন ছিল - ১৮৯৫ খ্রিঃ বজবজ পাটকলের শ্রমিকদের ধর্মঘট। 

(১৩৯.) ভারতের প্রথম সংঘবদ্ধ শ্রমিক আন্দোলন ছিল - ১৮৯৯ খ্রিঃ জি আই পি রেলওয়ের সিগন্যাল কর্মচারীদের ধর্মঘট। 

(১৪০.) ভারতের প্রথম ও প্রকৃত ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন ছিল - মাদ্রাজ লেবার ইউনিয়ন (১৯১৮ খ্রিঃ এটি প্রতিষ্ঠা করেন বি পি ওয়াদিয়া) 

(১৪১.) স্বদেশী যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট ছিল - ১৯০৫ খ্রিঃ সেপ্টেম্বর মাসে হাওড়ার বার্ন আয়রন ওয়ার্কস কর্মীদের ধর্মঘট। 

(১৪২.) বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন ছিল -  "প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ ছিল (১৯০৫, ২১ অক্টোবর)

(১৪৩.) All India Trade Union Congress (AITUC) প্রথম অধিবেশন বসেছিল - বোম্বাইয়ে (১৯২০ খ্রিঃ ৩১ অক্টোবর)। 

(১৪৪.) AITUC র প্রথম সভাপতি, সহ সভাপতি ও সম্পাদক ছিলেন যথাক্রমে - লালা লাজপত রায়, জোশেফ ব্যাপিস্তা এবং দেওয়ান চমনলাল। 

(১৪৫.) ভারতে প্রথম মে দিবস পালন করা হয় - ১৯২৩ খ্রিঃ ১ লা মে মাদ্রাজের সমুদ্রতট বিশিষ্ট কমিউনিস্ট নেতা সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে। 

(১৪৬.) ভারতের অভ্যন্তরে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় - ১৯২৫ খ্রিঃ কানপুরে।

(১৪৭.) সুভাষচন্দ্র বসু সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন - হরিপুরা কংগ্রেসে। 

(১৪৮.) ভারতের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৯৫১ - ৫২ খ্রিঃ।

(১৪৯.) প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে - অন্ধ্রপ্রদেশে। 

(১৫০.) স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল - অন্ধ্রপ্রদেশ। 

(১৫১.) সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন - ওয়ারেন হেস্টিংস। 

(১৫২.) প্রথম নোবেল পুরস্কারজয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন - চন্দ্রশেখর ভেঙ্কটরমন। 

(১৫৩.) ভারত তথা এশিয়া মহাদেশে সাহিত্যের জন্য প্রথম নোবেল পুরস্কার পান - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ খ্রিঃ) 

(১৫৪.) ভারতে প্রথম আদম সুমারি /জনগননা হয় - ১৮৭২ খ্রিঃ।

(১৫৫.) সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন - কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায়। 

(১৫৬.) ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল - বিহারের চম্পারন সত্যাগ্রহ। 

(১৫৭.) ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিল - লীলা নাগের "দীপালি ছাত্রী সংঘ"। 

(১৫৮.) ভারতের প্রথম সাজাপ্রাপ্ত মহিলা রাজবন্দী ছিলেন - ননীবালা দেবী। 

(১৫৯.) বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণকারী সরকারি দন্ডাজ্ঞা প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ছিলেন - দুকড়িবালা দেবী। 

(১৬০.) ভারতের প্রথম শহীদ ছিলেন - ক্ষুদিরাম বসু। 

(১৬১.) ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা শহীদ ছিলেন - প্রীতিলতা ওয়াদ্দেদার। 

(১৬২.) জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন - সরোজিনী নাইডু। 

(১৬৩.) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন - প্রফুল্ল ঘোষ। 

(১৬৪.) হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন - এডোয়াড হাইড ইস্ট। 

(১৬৫.) বাংলায় শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন - উইলিয়াম কেরি। 

(১৬৬.) প্রথম মহিলা ক্রিকেট ক্লাব তৈরি হয় - ইংল্যান্ডে ১৮৮৭ খ্রিঃ। 

(১৬৭.) প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয় - ১৯৭৩ খ্রিঃ ।

(১৬৮.) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন - সুকুমার সেন। 

(১৬৯.) স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন - হিরনময় বন্দোপাধ্যায়। 



Post a Comment (0)
Previous Post Next Post