মাধ্যমিক মক টেস্ট - ১৯

মাধ্যমিক মক টেস্ট - ১৯
মাধ্যমিক মক টেস্ট - ১৯


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১৯

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"কেকের দেশ" বলা হয় -
ফ্রান্সকে
স্কটল্যান্ডকে
ভারতবর্ষকে
আয়ারল্যান্ডকে
2/20
"দ্যা ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম" বইটি লিখেছিলেন -
রিচার্ড গ্রোভ
রামচন্দ্র গুহ
রেচেল কারসন
আলফ্রেড ডব্লিউ ক্রসবি
3/20
হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন -
এম জে ব্রামলে
এফ জে মউয়াট
এইচ এইচ গুডেভে
এডোয়াড হাইড ইস্ট
4/20
বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল -
রেগুলেশন VIII দ্বারা
রেগুলেশন XII দ্বারা
রেগুলেশন XV দ্বারা
রেগুলেশন XVII দ্বারা
5/20
কলকাতা এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল -
১৭৭৪ খ্রিঃ
১৯৭৭ খ্রিঃ
১৭৮৪ খ্রিঃ
১৭৯১ খ্রিঃ
6/20
তিতুমিরের আসল নাম ছিল -
মির নিশার আলি
মহম্মদ মুসিন
আবদুল গফুর
গোলাম মাসুম
7/20
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
মুন্ডা বিদ্রোহে
চুয়াড় বিদ্রোহে
ফকির বিদ্রোহে
কোল বিদ্রোহে
8/20
আধুনিক ব্যঙ্গ চিত্রের জনক ছিলেন -
নন্দলাল বসু
রামকিঙ্কর বেইজ
গগনেন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
9/20
মহারানী ভিক্টোরিয়াকে "ভারত সম্রাজ্ঞী" উপাধি দেওয়া হয় -
১৮৭৫ খ্রিঃ
১৮৭৬ খ্রিঃ
১৮৭৭ খ্রিঃ
১৯১১ খ্রিঃ
10/20
বাংলায় শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন -
উইলিয়াম কেরি
চার্লস উইলকিনস
জন অ্যান্ড্রুজ
জন ক্লার্ক মার্শম্যান
11/20
বাংলা কার্টুন চিত্রে জাতীয়তাবাদের প্রকাশ ঘটিয়েছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
যামিনী রায়
গগনেন্দ্রনাথ ঠাকুর
12/20
সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী লেখা আছে -
আনন্দমঠে
বর্তমান ভারতে
গোরা উপন্যাসে
ভারত মাতা চিত্রে
13/20
বঙ্গদর্শনের প্রথম সম্পাদক ছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দীনবন্ধু মিত্র
14/20
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন -
লালা লাজপত রায়
যোশেফ ব্যাপতিস্তা
দেওয়ান চমনলাল
যমুনালাল বাজাজ
15/20
কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ছিলেন -
এন জি রঙ্গ
মুজাফফর আহমেদ
জয়প্রকাশ নারায়ন
নরেশচন্দ্র সেনগুপ্ত
16/20
অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী -
বীনা দাশ
সিস্টার নিবেদিতা
প্রীতিলতা ওয়াদ্দেদার
ঊর্মিলা দেবী
17/20
"ফাদার সি মার্টিন" ছদ্মনাম নিয়েছিলেন -
নরেন্দ্রনাথ ভট্টাচার্য
সুভাষচন্দ্র বসু
হেমচন্দ্র ঘোষ
রাসবিহারী বসু
18/20
"গোলামগিরি" বইটি রচনা করেছিলেন -
জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে
ড. বি আর আম্বেদকর
ই ভি রামস্বামী নাইকার
এ কে গোপালন
19/20
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
ডঃ বিধানচন্দ্র রায়
প্রফুল্ল সেন
প্রফুল্ল সরকার
প্রফুল্ল ঘোষ
20/20
নীচের কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল -
হায়দ্রাবাদ
অন্ধ্রপ্রদেশ
গুজরাট
তামিলনাড়ু
Result:
Post a Comment (0)
Previous Post Next Post