মাধ্যমিক মক টেস্ট - ১৮

মাধ্যমিক মক টেস্ট - ১৮
মাধ্যমিক মক টেস্ট - ১৮


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১৮

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
৮ জানুয়ারি
২৪ জানুয়ারি
৮ মার্চ
৫ জুন
2/20
জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি রচনা করেন -
বিপিনচন্দ্র পাল
মহাত্মা গান্ধী
সরলাদেবী
মনিকুন্তলা সেন
3/20
গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় -
যশোর
রানাঘাট
কুষ্টিয়া
বারাসাত থেকে
4/20
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন -
শিবনাথ শাস্ত্রী
শ্রীরামকৃষ্ণ
স্বামী বিবেকানন্দ
রাজা রামমোহন রায়
5/20
নববিধান প্রতিষ্ঠা করেছিলেন -
দয়ানন্দ সরস্বতী
কেশবচন্দ্র সেন
স্বামী বিবেকানন্দ
দেবেন্দ্রনাথ ঠাকুর
6/20
১৮৭৮ খ্রিঃ অরন্য আইনে অরন্যকে ভাগ করা হয় -
দুটি ভাগে
তিনটি ভাগে
চারটি ভাগে
পাঁচটি ভাগে
7/20
রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় -
গোদাবরী উপত্যকায়
ছোটনাগপুরে
মালাবার অঞ্চলে
কোঙ্কন উপকূলে
8/20
বন্দেমাতারম সঙ্গীতটি রচিত হয় -
১৮৭০ খ্রিঃ
১৮৭২ খ্রিঃ
১৮৭৫ খ্রিঃ
১৮৭৬ খ্রিঃ
9/20
গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন -
সংগীত শিল্পী
নাট্যকার
কবি
ব্যঙ্গ চিত্রশিল্পী
10/20
ভারতের প্রথম ভাইসরয় হলেন -
লর্ড বেন্টিঙ্ক
লর্ড ক্যানিং
লর্ড হেস্টিংস
লর্ড ওয়েলেসলি
11/20
বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন -
গনিতশাস্ত্রের
রসায়ন শাস্ত্রের
পদার্থ বিদ্যার
উদ্ভিদবিদ্যার
12/20
জাতীয় শিক্ষা পরিষদ "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে" পরিনত হয় -
১৯৫০ খ্রিঃ
১৯৫২ খ্রিঃ
১৯৫৪ খ্রিঃ
১৯৫৫ খ্রিঃ
13/20
ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল -
রাওলাট সত্যাগ্রহে
অসহযোগ আন্দোলনে
বারদৌলি সত্যাগ্রহে
সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
14/20
মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল -
জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
শ্রমিক নেতাদের বিরুদ্ধে
বিপ্লবীদের বিরুদ্ধে
কৃষক নেতাদের বিরুদ্ধে
15/20
কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন -
বীরেন্দ্রনাথ শাসমল
বাবা রামচন্দ্র
ফজলুল হক
প্রফুল্ল চন্দ্র সেন
16/20
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -
তমলুক
বরিশাল
পুরুলিয়া
চট্টগ্রাম
17/20
দীপালি সংঘ গঠিত হয় -
ঢাকায়
বরিশালে
মেদিনীপুরে
চট্টগ্রামে
18/20
স্বদেশবান্ধব সমিতি গড়ে তোলেন -
পুলিনবিহারী দাস
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
শচীন্দ্রপ্রসাদ বসু
অশ্বিনীকুমার দত্ত
19/20
"এ ট্রেন টু পাকিস্তান" লিখেছিলেন -
জওহরলাল নেহেরু
ভি পি মেনন
সলমন রুশদি
খুশবন্ত সিং
20/20
মহারাজা হরি সিং ছিলেন -
জুনাগড়ের রাজা
ত্রিবাঙ্কুরের রাজা
কাশ্মীরের রাজা
কোচবিহারের রাজা
Result:
Post a Comment (0)
Previous Post Next Post