মাধ্যমিক মক টেস্ট - ১১

 

মাধ্যমিক মক টেস্ট - ১১
মাধ্যমিক মক টেস্ট - ১১

প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১১

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুর নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন -
ঠাকুরবাড়ীতে
শান্তিনিকেতনে
রবীন্দ্রভারতীতে
শিলাইদহে
2/20
নীলকরদের অত্যাচারের তথ্য জানা যায় -
তত্ত্ববোধিনী পত্রিকায়
সোমপ্রকাশ পত্রিকায়
সঞ্জীবনী পত্রিকায়
বঙ্গদর্শন পত্রিকায়
3/20
ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের স্বপক্ষে মতপ্রকাশ করেন -
রাধাকান্ত দেব
জেমস প্রিন্সেপ
টমাস মেকলে
সন্ডার্স
4/20
প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়?
সোমপ্রকাশ
বামাবোধিনী
সমাচার দর্পন
গ্রামবার্তা প্রকাশিকা
5/20
নব্যবঙ্গ আন্দোলনের প্রানপুরুষ ছিলেন -
দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায়
রামতনু লাহিড়ী
ডিরোজিও
রামগোপাল ঘোষ
6/20
কেনারাম ও বেচারাম নামে বাটখারা ব্যবহার করতো -
ব্যবসায়ীরা
মহাজনরা
ইংরেজরা
জমিদারদের নায়েবরা
7/20
ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রথম প্রসার ঘটান -
মামুদ
তিতুমীর
সৈয়দ আমির
সৈয়দ আহমদ
8/20
অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন -
নানাসাহেব
হজরতমহল
কুনওয়ার সিং
বাবা রামচন্দ্র
9/20
বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন -
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বামী বিবেকানন্দ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
10/20
"মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত" - একথা বলেছেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
স্বামী বিবেকানন্দ
দয়ানন্দ সরস্বতী
11/20
"এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ" গ্রন্থটি লেখেন -
উইলিয়াম কেরি
উইলিয়াম ওয়ার্ড
ওয়ারেন হেস্টিংস
হ্যালহেড
12/20
"বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট" প্রতিষ্ঠা করেন -
রাসবিহারি ঘোষ
তারকনাথ পালিত
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
অরবিন্দ ঘোষ
13/20
AITUC র প্রথম সভাপতি ছিলেন -
স্বামী বিদ্যানন্দ
পি সি যোশী
এন জি রঙ্গ
লালা লাজপত রায়
14/20
"গনবানী" পত্রিকার সম্পাদক ছিলেন -
এস এ ডাঙ্গে
মুজাফফর আহমেদ
সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
অবনী মুখার্জি
15/20
নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় এম এন রায় ছদ্মনাম গ্রহন করেন?
রাশিয়ায়
জার্মানিতে
আমেরিকায়
ব্রিটেনে
16/20
"রাষ্ট্রীয় স্ত্রীসংঘ" প্রতিষ্ঠা করেন -
বাসন্তীদেবী
ঊর্মিলা দেবী
সরোজিনী নাইডু
কল্পনা দত্ত
17/20
"ঢাকা অনুশীলন সমিতি" প্রতিষ্ঠা করেন -
পুলিনবিহারী দাস
কৃষ্ণকুমার মিত্র
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
শচীন্দ্রনাথ মন্ডল
18/20
"গদর" শব্দের অর্থ -
বিদ্রোহ
বিপ্লব
দেশপ্রেম
অভ্যুত্থান
19/20
জে ভি পি কমিটি গঠিত হয় -
১৯৪৬ খ্রিঃ
১৯৪৭ খ্রিঃ
১৯৪৮ খ্রিঃ
১৯৪৯ খ্রিঃ
20/20
গোয়া ভারতভুক্ত হয় -
১৯৫৪ খ্রিঃ
১৯৫৬ খ্রিঃ
১৯৬০ খ্রিঃ
১৯৬১ খ্রিঃ
Result:
Post a Comment (0)
Previous Post Next Post