মাধ্যমিক মক টেস্ট - ১১ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ১১
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুর নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন -
2/20
নীলকরদের অত্যাচারের তথ্য জানা যায় -
3/20
ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের স্বপক্ষে মতপ্রকাশ করেন -
4/20
প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়?
5/20
নব্যবঙ্গ আন্দোলনের প্রানপুরুষ ছিলেন -
6/20
কেনারাম ও বেচারাম নামে বাটখারা ব্যবহার করতো -
7/20
ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রথম প্রসার ঘটান -
8/20
অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন -
9/20
বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন -
10/20
"মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত" - একথা বলেছেন -
11/20
"এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ" গ্রন্থটি লেখেন -
12/20
"বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট" প্রতিষ্ঠা করেন -
13/20
AITUC র প্রথম সভাপতি ছিলেন -
14/20
"গনবানী" পত্রিকার সম্পাদক ছিলেন -
15/20
নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় এম এন রায় ছদ্মনাম গ্রহন করেন?
16/20
"রাষ্ট্রীয় স্ত্রীসংঘ" প্রতিষ্ঠা করেন -
17/20
"ঢাকা অনুশীলন সমিতি" প্রতিষ্ঠা করেন -
18/20
"গদর" শব্দের অর্থ -
19/20
জে ভি পি কমিটি গঠিত হয় -
20/20
গোয়া ভারতভুক্ত হয় -
Result: