মাধ্যমিক মক টেস্ট - ১২

 

মাধ্যমিক মক টেস্ট - ১২
মাধ্যমিক মক টেস্ট - ১২

প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১২

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -
সপ্তদশ শতকে
অষ্টাদশ শতকে
ঊনবিংশ শতকে
বিংশ শতকে
2/20
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় -
৮ ই ফেব্রুয়ারি
৮ই মার্চ
৮ ই এপ্রিল
৮ ই মে
3/20
নীলদর্পন নাটকের প্রথম অভিনয় হয়েছিল -
১৮৭২ খ্রিঃ
১৮৭৪ খ্রিঃ
১৮৭৬ খ্রিঃ
১৮৬২ খ্রিঃ
4/20
গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল -
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
হরচন্দ্র মজুমদার
হরিনাথ মজুমদার
হরশঙ্কর মজুমদার
5/20
ব্রিটিশ সরকার "রাজা বাহাদুর" উপাধিতে ভূষিত করেছিলেন -
রামমোহন রায়কে
রাধাকান্ত দেবকে
দেবেন্দ্রনাথ ঠাকুরকে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
6/20
কোল বিদ্রোহের একজন নেতা হলেন -
সিধু
বিরসা
বুদ্ধু ভগৎ
লাল সিং
7/20
"দার - উল - হারব" কথার অর্থ -
ধর্মরাজ্য
বন্ধুর দেশ
মহম্মদের দেশ
বিধর্মীর দেশ
8/20
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -
লর্ড ক্লাইভ
লর্ড বেন্টিঙ্ক
লর্ড ক্যানিং
লর্ড লিটন
9/20
জমিদার সভা স্থাপিত হয়েছিল -
১৮৩৬ খ্রিঃ
১৮৩৭ খ্রিঃ
১৮৩৮ খ্রিঃ
১৯৩৯ খ্রিঃ
10/20
"ভারতীয় জাতীয়তাবাদের জনক" বলা হয় -
রামমোহন রায়
বিদ্যাসাগর
বিবেকানন্দ
বঙ্কিমচন্দ্রকে
11/20
বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
অরবিন্দ ঘোষ
রাসবিহারী ঘোষ
চিত্তরঞ্জন দাশ
সত্যেন্দ্রনাথ ঠাকুর
12/20
রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
১৯২১ খ্রিঃ
১৯১৩ খ্রিঃ
১৯৫৫ খ্রিঃ
১৮৭২ খ্রিঃ
13/20
AITUC র প্রথম সাধারন সম্পাদক ছিলেন -
লালা লাজপত রায়
জোসেফ ব্যাপ্তিস্তা
মতিলাল নেহরু
দেওয়ান চমনলাল
14/20
ভারতে প্রথম মে দিবস পালিত হয় -
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
15/20
বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয়েছিল -
সাতারা
ফৈজাবাদ
সুরাট
মিরাট
16/20
ভারত স্ত্রী মহামন্ডল গঠন করেন -
সরলাদেবী চৌধুরানী
সরোজিনী নাইডু
প্রীতিলতা ওয়াদেদ্দার
কল্পনা দত্ত
17/20
কোন বিপ্লবী "পি এন ঠাকুর" ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে যান -
বসন্ত বিশ্বাস
সুভাষচন্দ্র বসু
রাসবিহারী ঘোষ
রাসবিহারী বসু
18/20
"রশিদ আলি দিবস" পালিত হয় ১৯৪৬ খ্রিঃ _______।
১৮ ই ফেব্রুয়ারি
১৬ ই ফেব্রুয়ারি
১২ ই ফেব্রুয়ারি
১০ ই ফেব্রুয়ারি
19/20
গোয়া ভারতভুক্ত হয়েছিল -
১৯৬০
১৯৬১
১৯৬২
১৯৬৩
20/20
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
ডঃ বিধানচন্দ্র রায়
প্রফুল্ল সেন
প্রফুল্ল ঘোষ
ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
Result:
Post a Comment (0)
Previous Post Next Post