![]() |
মাধ্যমিক মক টেস্ট - ১২ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ১২
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -
2/20
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় -
3/20
নীলদর্পন নাটকের প্রথম অভিনয় হয়েছিল -
4/20
গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল -
5/20
ব্রিটিশ সরকার "রাজা বাহাদুর" উপাধিতে ভূষিত করেছিলেন -
6/20
কোল বিদ্রোহের একজন নেতা হলেন -
7/20
"দার - উল - হারব" কথার অর্থ -
8/20
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -
9/20
জমিদার সভা স্থাপিত হয়েছিল -
10/20
"ভারতীয় জাতীয়তাবাদের জনক" বলা হয় -
11/20
বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
12/20
রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
13/20
AITUC র প্রথম সাধারন সম্পাদক ছিলেন -
14/20
ভারতে প্রথম মে দিবস পালিত হয় -
15/20
বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয়েছিল -
16/20
ভারত স্ত্রী মহামন্ডল গঠন করেন -
17/20
কোন বিপ্লবী "পি এন ঠাকুর" ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে যান -
18/20
"রশিদ আলি দিবস" পালিত হয় ১৯৪৬ খ্রিঃ _______।
19/20
গোয়া ভারতভুক্ত হয়েছিল -
20/20
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -
Result: