মাধ্যমিক মক টেস্ট - ১০ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ১০
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
সত্যজিৎ রায়কে "অস্কার" প্রদান করা হয় -
2/20
"নর্মদা বাঁচাও" আন্দোলনের নেত্রী হলেন -
3/20
"হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
4/20
"এশিয়াটিক সোসাইটি" প্রতিষ্ঠা করেন -
5/20
কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা -
6/20
ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ ছিল
7/20
মহেশলাল দত্ত, যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন, তিনি ছিলেন -
8/20
মহারানীর ঘোষনাপত্র পাঠ করেন -
9/20
ভারতসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতার -
10/20
নিন্মলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর "গোরা" উপন্যাস রচনা করেন?
11/20
"বেদান্ত কলেজ" প্রতিষ্ঠা করেন -
12/20
"বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের" প্রথম উপাচার্য ছিলেন -
13/20
"কুনবি" বলা হত -
14/20
"পুন্নাপ্রা ভায়লার আন্দোলন" যে রাজ্যে হয়েছিল, তার নাম -
15/20
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় -
16/20
"ভয়েস অব ফ্রিডম" প্রতিষ্ঠিত হয় এই আন্দোলন চলাকালে -
17/20
অসহযোগ আন্দোলনকালে বাংলার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন -
18/20
"সাম্প্রদায়িক বাঁটোয়ারা" ঘোষনা করেন -
19/20
পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত -
20/20
দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরামালু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন?
Result: