মাধ্যমিক মক টেস্ট - ১০

 

মাধ্যমিক মক টেস্ট - ১০
মাধ্যমিক মক টেস্ট - ১০

প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১০

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
সত্যজিৎ রায়কে "অস্কার" প্রদান করা হয় -
১৯৯০ খ্রিঃ
১৯৯১ খ্রিঃ
১৯৯২ খ্রিঃ
১৯৯৩ খ্রিঃ
2/20
"নর্মদা বাঁচাও" আন্দোলনের নেত্রী হলেন -
মেধা পাটেকর
অরুন্ধতী রায়
মহাশ্বেতা দেবী
মানেকা গান্ধী
3/20
"হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
রসিককৃষ্ণ মল্লিক
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
গিরিশচন্দ্র ঘোষ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
4/20
"এশিয়াটিক সোসাইটি" প্রতিষ্ঠা করেন -
স্যার হেনরি ক্রেসউইক
ওয়ারেন হেস্টিংস
স্যার উইলিয়াম জোন্স
হোরেস উইলসন
5/20
কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা -
ওয়ারেন হেস্টিংস
উইলিয়াম বেন্টিঙ্ক
লর্ড কর্নওয়ালিস
লর্ড ডালহৌসী
6/20
ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ ছিল
সাঁওতাল বিদ্রোহ
নীল বিদ্রোহ
রংপুর বিদ্রোহ
সন্ন্যাসী ফকির বিদ্রোহ
7/20
মহেশলাল দত্ত, যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন, তিনি ছিলেন -
জমিদার
মহাজন
দারোগা
সেনানায়ক
8/20
মহারানীর ঘোষনাপত্র পাঠ করেন -
ডারবি
ডিসরেইলী
গ্ল্যাডস্টোন
লর্ড ক্যানিং
9/20
ভারতসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতার -
ডিরোজিও হলে
অ্যালবার্ট হলে
টাউন হলে
বেকার হলে
10/20
নিন্মলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর "গোরা" উপন্যাস রচনা করেন?
বঙ্গভঙ্গ
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
অসহযোগ আন্দোলন
আইন অমান্য আন্দোলন
11/20
"বেদান্ত কলেজ" প্রতিষ্ঠা করেন -
রামমোহন রায়
দেবেন্দ্রনাথ ঠাকুর
স্বামী বিবেকানন্দ
কেশবচন্দ্র সেন
12/20
"বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের" প্রথম উপাচার্য ছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
সোমেন্দ্রনাথ ঠাকুর
গুনেন্দ্রনাথ ঠাকুর
13/20
"কুনবি" বলা হত -
উত্তরপ্রদেশের কৃষকদের
বাংলার কৃষকদের
গুজরাটের কৃষকদের
পাঞ্জাবের কৃষকদের
14/20
"পুন্নাপ্রা ভায়লার আন্দোলন" যে রাজ্যে হয়েছিল, তার নাম -
গুজরাট
অন্ধ্রপ্রদেশ
ত্রিবাঙ্কুর
পাঞ্জাব
15/20
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় -
১৯১৭ খ্রিঃ
১৯২০ খ্রিঃ
১৯২৭ খ্রিঃ
১৯২৯ খ্রিঃ
16/20
"ভয়েস অব ফ্রিডম" প্রতিষ্ঠিত হয় এই আন্দোলন চলাকালে -
বঙ্গভঙ্গ
অসহযোগ
আইন অমান্য
ভারত ছাড়ো
17/20
অসহযোগ আন্দোলনকালে বাংলার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন -
অরবিন্দ ঘোষ
চিত্তরঞ্জন দাশ
সুভাষচন্দ্র বসু
যতীন দাস
18/20
"সাম্প্রদায়িক বাঁটোয়ারা" ঘোষনা করেন -
লর্ড লিনলিথগো
লর্ড উইলিংডন
রেসমে ডোনাল্ড ট্রাম
রেমসে ম্যাকডোনাল্ড
19/20
পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত -
পাক কাশ্মীর
আখসাই কাশ্মীর
পাক অধিকৃত কাশ্মীর
গুলাব কাশ্মীর
20/20
দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরামালু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন?
তামিল
তেলেগু
কানাড়ি
মালায়ালম
Result:
Post a Comment (0)
Previous Post Next Post