মাধ্যমিক মক টেস্ট - ০৯

মাধ্যমিক মক টেস্ট - ০৯
মাধ্যমিক মক টেস্ট - ০৯


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ০৯

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
আধুনিককালে শহর গুলিকে বলা হয় -
পোলিস
মেট্রোপলিস
নগর
নগররাষ্ট্র
2/20
"Letter from a Father to his Daughter" পত্রটির লেখক -
মতিলাল নেহরু
জওহরলাল নেহেরু
ইন্দিরা গান্ধী
রবীন্দ্রনাথ ঠাকুর
3/20
"বামাবোধিনী পত্রিকার" সম্পাদক ছিলেন -
উমেশচন্দ্র দত্ত
শিশিরকুমার ঘোষ
কৃষ্ণচন্দ্র মজুমদার
দ্বারকানাথ বিদ্যাভূষন
4/20
"সাধারণ জনশিক্ষা কমিটি" গঠিত হয় -
১৭১৩
১৯১৩
১৮১৩
১৮২৩
5/20
"নববিধান" প্রতিষ্ঠা করেছিলেন -
দয়ানন্দ সরস্বতী
কেশবচন্দ্র সেন
স্বামী বিবেকানন্দ
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
6/20
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
চুয়াড় বিদ্রোহে
কোল বিদ্রোহে
সাঁওতাল বিদ্রোহে
মুন্ডা বিদ্রোহে
7/20
১৮৭৮ খ্রিঃ অরন্য আইনে অরন্যকে ভাগ করা হয় -
দুটি স্তরে
তিনটি স্তরে
চারটি স্তরে
পাঁচটি স্তরে
8/20
১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলেছিলেন -
সুভাষচন্দ্র বসু
পট্টভি সীতারামাইয়া
বি ডি সাভারকর
এ এইচ হিউস
9/20
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
জাতীয় কংগ্রেস
ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
কৃষক সভা
বঙ্গভাষা প্রকাশিকা সভা
10/20
"ভারতমাতা" চিত্রটি আঁকেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
দ্বারকানাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
11/20
ভারতে "হাফ টোন প্রিন্টিং" পদ্ধতি প্রবর্তন করেন -
সুকুমার রায়
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
চার্লস মেটকাফ
বসুবন্ধ রায়
12/20
বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
অবনীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
13/20
একা আন্দোলনের নেতা ছিলেন -
ডাঃ আম্বেদকর
মাদারি পাসি
ফিরোজ শাহ গান্ধী
স্বামী বিদ্যানন্দ
14/20
"নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস" প্রতিষ্ঠিত হয়েছিলো -
১৯১৬
১৯২০
১৯৩১
১৯৩৬
15/20
বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
অন্ধ্রপ্রদেশে
উত্তর প্রদেশে
গুজরাতে
কর্নাটকে
16/20
অসহযোগ আন্দোলনের শেষ পর্বে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন -
সুনীতি দেবী
সরোজিনী নাইডু
ঊর্মিলা দেবী
বাসন্তী দেবী
17/20
১৯৩৯ খ্রিঃ জেল থেকে মুক্তি লাভ করেন -
সুভাষচন্দ্র বসু
কল্পনা দত্ত
বাসন্তী দেবী
প্রীতিলতা ওয়াদ্দেদার
18/20
ব্রিটিশ শাসনকালে সাধারণভাবে "দলিত" নামে পরিচিত ছিল -
পিছিয়ে পড়া শ্রেনি
ইংরেজি শিক্ষিত শ্রেনি
মধ্যবিত্ত শ্রেনি
বুর্জোয়া শ্রেনি
19/20
সারা ভারত রাজ্য জনতা সভা গঠিত হয় -
১৯২৪
১৯২৬
১৯২৮
১৯৩১
20/20
১৮৫৩ খ্রিঃ রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন -
সুভাষচন্দ্র বসু
জওহরলাল নেহেরু
মতিলাল নেহরু
ডঃ আম্বেদকর
Result:
Post a Comment (0)
Previous Post Next Post