মাধ্যমিক মক টেস্ট - ০৮ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ০৮
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"সত্তর বৎসর" আত্মজীবনী হল -
2/20
ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছিলেন -
3/20
"বামাবোধিনী পত্রিকার" মূল উদ্দেশ্য ছিল -
4/20
বিধবা বিবাহের স্বপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন -
5/20
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন -
6/20
"বাঁশের কেল্লা" তৈরি করেন -
7/20
"হুল" কথাটি সম্পৃক্ত বা যুক্ত -
8/20
মঙ্গল পান্ডে ছিলেন -
9/20
"জমিদার সভার" সভাপতি ছিলেন -
10/20
"বন্দেমাতারম" সংগীতটি আছে -
11/20
"সন্দেশ" পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন
12/20
"বিশ্বভারতী" প্রতিষ্ঠা করেন -
13/20
বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দের -
14/20
"একা" বা একতা আন্দোলনের নেতৃত্ব দেন -
15/20
AITUC প্রতিষ্ঠিত হয়েছিলো -
16/20
"বীরাষ্টমীব্রত" প্রচলন করে ভারতীয়দের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন -
17/20
"তাম্রলিপ্ত জাতীয় সরকারের" প্রধান নেতা ছিলেন -
18/20
"সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি" ঘোষনা করেন -
19/20
"ভারতের লৌহ মানব" বলা হয় -
20/20
"নেহরু লিয়াকৎ চুক্তি" স্বাক্ষরিত হয় -
Result: