মাধ্যমিক মক টেস্ট - ০৭ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ০৭
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
ঊপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন
2/20
"নদীয়া কাহিনী" গ্রন্থটি রচনা করেন
3/20
"কাউন্সিল অব এডুকেশন" গঠিত হয়
4/20
গৌরমোহন বিদ্যালংকার রচিত "স্ত্রীশিক্ষা বিধায়ক" পুস্তিকাটি প্রকাশিত হয়
5/20
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন
6/20
ঔপনিবেশিক অরন্য আইনের বিরুদ্ধে (১৮৭৮) সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল
7/20
নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল
8/20
ব্রিটিশ পার্লামেন্ট "উন্নততর ভারত শাসন আইন" পাস করেছিল
9/20
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল
10/20
নবগোপাল মিত্র ছিলেন হিনাদুমেলার
11/20
বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন
12/20
বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন
13/20
সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন
14/20
কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন
15/20
গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিলো
16/20
ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকোননী শহিদ হয়েছিলেন
17/20
অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন
18/20
বীনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন
19/20
স্বাধীন ভারতের প্রথম গান্ধিবাদী শহিদ ছিলেন
20/20
গোয়া ভারত ভুক্ত হয়
Result: