![]() |
মাধ্যমিক মক টেস্ট - ০৪ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ০৪
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
"বিশ্ব পরিবেশ দিবস" পালিত হয়
2/20
ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিলো যাদের কাছ থেকে
3/20
প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়
4/20
দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের যোগ দেন
5/20
বাংলার নবজাগরন ছিল
6/20
দ্বিতীয় অরন্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল
7/20
"হুল" কথাটির অর্থ
8/20
মহারানীর ঘোষনাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল
9/20
ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন
10/20
হিন্দু মেলার সম্পাদক ছিলেন
11/20
বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়
12/20
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন
13/20
"দেশপ্রান" নামে পরিচিত ছিলেন
14/20
মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল
15/20
মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯) হয়েছিল
16/20
"নারী সত্যাগ্রহ সমিতি" প্রতিষ্ঠিত হয়েছিল
17/20
"মাস্টারদা" নামে পরিচিত ছিলেন
18/20
মাদ্রাজে "আত্মসম্মান আন্দোলন" শুরু করেন
19/20
স্বাধীনতার প্রাক্কালে ভারতে সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল
20/20
পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল
Result: