মাধ্যমিক মক টেস্ট - ০২

মাধ্যমিক মক টেস্ট - ০২
মাধ্যমিক মক টেস্ট - ০২


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।


মক টেস্ট - ০২

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি -
উপন্যাস
কাব্যগ্রন্থ
জীবনী গ্রন্থ
আত্মজীবনী
2/20
সোমপ্রকাশ ছিল একটি -
দৈনিক পত্রিকা
সাপ্তাহিক পত্রিকা
পাক্ষিক পত্রিকা
মাসিক পত্রিকা
3/20
নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -
কালীপ্রসন্ন সিংহ
মাইকেল মধুসূদন দত্ত
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
রেভারেন্ট জেমস লঙ
4/20
সতীদাহ প্রথা রদ হয় -
১৮২৮ খ্রিঃ
১৮২৯ খ্রিঃ
১৮৩০ খ্রিঃ
১৮৫৬ খ্রিঃ
5/20
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন -
বিজয়কৃষ্ণ গোস্বামী
স্বামী বিবেকানন্দ
শ্রীরামকৃষ্ণ
কেশবচন্দ্র সেন
6/20
কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিলো -
মেদিনীপুরে
ঝাড়গ্রামে
ছোটনাগপুরে
রাঁচিতে
7/20
ভারতে প্রথম অরন্য আইন পাস হয় -
১৮৫৯ খ্রিঃ
১৮৬০ খ্রিঃ
১৮৬৫ খ্রিঃ
১৮৭৮ খ্রিঃ
8/20
১৮৫৭ খ্রিঃ বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন -
রমেশচন্দ্র মজুমদার
সুরেন্দ্রনাথ সেন
বিনায়ক দামোদর সাভারকর
দাদাভাই নৌরজী
9/20
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
১৮৫৭ খ্রিঃ
১৮৫৮ খ্রিঃ
১৯১৯ খ্রিঃ
১৯৪৭ খ্রিঃ
10/20
ভারতসভার প্রথম সভাপতি ছিলেন -
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
আনন্দমোহন বসু
রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
শিবনাথ শাস্ত্রী
11/20
বাংলা ভাষায় ছাপা প্রথম বই হল -
বর্ন পরিচয়
এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
মঙ্গল সমাচার মতিয়ের
অন্নদামঙ্গল
12/20
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স - এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন -
জগদীশচন্দ্র বসু
সি ভি রামন
প্রফুল্লচন্দ্র রায়
সত্যেন্দ্রনাথ বসু
13/20
বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল -
বাংলার কৃষক শ্রেনী
মধ্যবিত্ত শ্রেনী
জমিদার শ্রেনী
ছাত্রসমাজ
14/20
বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন -
বিহারে
যুক্ত প্রদেশে
রাজস্থানে
মহারাষ্ট্রে
15/20
রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় -
মালাবার অঞ্চলে
কোঙ্কন উপকূলে
ঊড়িষ্যায়
গোদাবরী উপত্যকায়
16/20
নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন -
ঊর্মিলা দেবী
বাসন্তী দেবী
কল্পনা দত্ত
লীলা রায়
17/20
সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল -
অনুশীলন সমিতি
গদর দল
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
বেঙ্গল ভলান্টিয়ার্স
18/20
দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন -
জ্যোতিবা ফুলে
নারায়ন গুরু
গান্ধীজি
ড. আম্বেদকর
19/20
স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় -
১৯৪৭ খ্রিঃ
১৯৫০ খ্রিঃ
১৯৫৩ খ্রিঃ
১৯৫৫ খ্রিঃ
20/20
গোয়া ভারতভুক্ত হয় -
১৯৪৭ খ্রিঃ
১৯৫৬ খ্রিঃ
১৯৬১ খ্রিঃ
১৯৭১ খ্রিঃ
Result:
Post a Comment (0)
Previous Post Next Post