প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণির সেমিস্টার - ০১ এর পঞ্চম মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে।
আজকের মক টেস্টে তোমাদের প্রথম অধ্যায়টিরবিগত ১০ বছরের প্রশ্ন গুলি (২০১৪ - ২০২৩) এখানেআমরা তুলে ধরছি। মনে রাখবে, একাদশ শ্রেণির প্রথম অধ্যায়টির সামান্য কিছু অংশ পরিমার্জন করে তোমাদের নতুন সেমিস্টারের সিলেবাসের তা যুক্ত করা হয়েছে। ওল্ড সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই তৈরি করে স্কুল গুলোতে পাঠিয়ে দিতো। বোর্ডের পরীক্ষায় আশা এই প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের প্রশ্ন পত্রের পাশাপাশি মক টেস্ট - ০৫ এ বিভিন্ন পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও এখানে সংযোজন করা হয়েছে।
সুতরাং মন দিয়ে অনুশীলনের মাধ্যমে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারছো।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/40
আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল -
তারিখ - ই - ফিরোজশাহী
কিরান - উস - সাদাইন
আকবরনামা
বাদশাহনামা
2/40
হিজরি সাল সূচিত হয় -
৬২০ খ্রিঃ
৬২২ খ্রিঃ
৬২৫ খ্রিঃ
৬৩০ খ্রিঃ
3/40
ইতিহাসের রৈখিক কালচেতনা হল -
ইতিহাসের চক্রাকার আবর্তন
অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসের ধারাবাহিক গতি
ইতিহাসের বক্ররেখা বরাবর গতি
বর্তমান থেকে অতীতের দিকে ইতিহাসের গতি
4/40
আবর্তনশীল সময়ের ধারনা হল -
অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসের ধারাবাহিক গতি
ইতিহাসের সময় ও ঘটনার চক্রাকার আবর্তন
ইতিহাসের ঘটনার অনুভূমিক গতি
ইতিহাসের বক্রাকার গতি
5/40
আর্নল টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল -
দ্য অরিজিন অফ স্পিসিস
দাস ক্যাপিটাল
দ্য প্রিন্স
এ স্টাডি অফ হিস্ট্রি
6/40
শকাব্দ কে চালু করেন?
সমুদ্রগুপ্ত
অশোক
কনিষ্ক
গৌতমীপুত্র সাতকর্নী
7/40
প্রবাহমান কাল বলতে কী বোঝো?
সূচনা থেকে সমাপ্তি পর্বের দিকে রৈখিক ধারায় কালের অগ্রগতির ধারনা
চক্রাকার পথে কালের অগ্রগতির ধারনা
অসমান পথে কালের অগ্রগতির ধারণা
ডিম্বাকার পথে কালের অগ্রগতির ধারণা
8/40
ইতিহাসের পর্বীকরন হল -
ইতিহাসের পর্ব বিভাজন
ইতিহাসের ধারাবাহিক গতি
ইতিহাসের বয়ে যাওয়া কাল
ইতিহাসের সময়সারনি
9/40
ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন?
হিন্দু যুগ, মুসলিম যুগ, খ্রিস্টান যুগ
প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগ
হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ
প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ
10/40
যে সময়কাল "আদি মধ্য যুগ" হিসাবে চিহ্নিত -
১২০৬ - ১৭০৭ খ্রিঃ
৬৫০ - ১২০৬ খ্রিঃ
১৭০৭ - ১৯০০ খ্রিঃ
১৪০০ - ১৬০০ খ্রিঃ
11/40
আলতামিরা গুহা অবস্থিত __________
ফ্রান্সে
মধ্যপ্রদেশে
স্পেনে
পাকিস্তানে
12/40
গিলগামেশ হল __________ মহাকাব্য।
ভারতের
মেসোপটেমিয়ার
মিশরের
গ্রিসের।
13/40
হিজরি সাল _____________ সম্পর্কিত।
সালাদিনের সঙ্গে
হজরত মহম্মদের সঙ্গে
রিচার্ডের সঙ্গে
সপ্তম হেনরির সঙ্গে
14/40
কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?
মহাবংশ ও দীপবংশ
বৌদ্ধ অঙ্গুত্তরনিকায়
রাজতরঙ্গিনী
অর্থশাস্ত্র
15/40
রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় হল -
গুজরাটের ইতিহাস
বাংলার ইতিহাস
কাশ্মীরের ইতিহাস
উত্তর ভারতের ইতিহাস
16/40
হিস্টোরিয়া শব্দের অর্থ হল -
ইতিহাস
খনন কার্য করা
অনুসন্ধান করা
অতীতকে কল্পনা করা
17/40
মিশরের লিপির নাম -
হায়ারোগ্লিফিক লিপি
কিউনিফর্ম লিপি
চিত্রলিপি
তাম্রলিপি
18/40
এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
রবিকীর্তি
হরিষেন
কবি চাঁদবরদৌ
সমুদ্রগুপ্ত
19/40
প্রায় ঐতিহাসিক যুগের নিদর্শন হল -
আর্য সভ্যতা
হরপ্পা সভ্যতা
মায়া সভ্যতা
চৈনিক সভ্যতা
20/40
সর্বপ্রথম তামার ব্যবহার শুরু করে -
চিনারা
মিশরীয়রা
সুমেরীয়রা
ব্যবিলনীয়রা
21/40
সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে -
মিশরে
সুমেরে
চিনে
ভারতে
22/40
ভারতে লৌহ যুগের সূচনা হয় -
প্রায় ঐতিহাসিক যুগে
সিন্ধু সভ্যতার যুগে
বৈদিক যুগে
খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকে
23/40
মধ্য প্রস্তর যুগের হাতিয়ার গুলির অন্যতম বৈশিষ্ট্য হল -
ক্ষুদ্রত্ব
বিশালাকৃতি
ভঙ্গুরতা
দীর্ঘাকৃতি
24/40
কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল?
মিশরের
সুমেরের
ভারতের
ব্যবিলনের
25/40
প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য _________।
সংগ্রহকারী
উৎপাদনকারী
সঞ্চয়কারী
প্রস্তুতকারী
26/40
কালচক্র ধারনার প্রবক্তা হল -
মিশরীয়রা
রোমানীয়রা
ভারতীয়রা
ইহুদিরা
27/40
__________ছাড়া ইতিহাস রচনা অসম্ভব।
লেখা
পড়া
তথ্য
জাদুঘর
28/40
প্রাক্ লিখন যুগের অপর নাম _______।
ধাতুর যুগ
মাটির যুগ
প্রস্তর যুগ
ঐতিহাসিক যুগ
29/40
প্রায় ঐতিহাসিক যুগের একটি লিখিত উপাদান হল -
স্থাপত্য ও ভাস্কর্য
সাহিত্য
সিলমোহর
তাম্রশাসন
30/40
History is a science, no less and no more - এটি কার উক্তি?
ই এইচ কার
জে বি বিউরি
হেরোডোটাস
থুকিডিডিস
31/40
রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন -
আর সি মজুমদার
এ কানিংহাম
উইলার্ড এফ লিবি
সি ডারউইন
32/40
হিস্ট্রি শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে, তা হল -
হিস্তর ও হিস্তোরিয়া
ইস্তোর ও ইস্তোরিয়া
হিজ ও স্টোরি
হিটারি ও ইস্তারি
33/40
ইতিহাস হল ঐতিহাসিকদের অভিজ্ঞতা - উক্তিটি কোন ঐতিহাসিকের?