একাদশ মক টেস্ট - ০৪ (প্রথম অধ্যায়ের বিগত সালের প্রশ্ন)

মক টেস্ট - ০৪
মক টেস্ট - ০৪


প্রিয় ছাত্রছাত্রী, একাদশ  শ্রেণির সেমিস্টার - ০১ এর চতুর্থ মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে। 

আজকের মক টেস্টে তোমাদের প্রথম অধ্যায়টির বিগত ১০ বছরের প্রশ্ন গুলি (২০১৪ থেকে ২০২৩) এখানে আমরা তুলে ধরছি। মনে রাখবে, একাদশ শ্রেণির প্রথম অধ্যায়টির সামান্য কিছু অংশ পরিমার্জন করে তোমাদের নতুন সেমিস্টারের সিলেবাসের তা যুক্ত করা হয়েছে। ওল্ড সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই তৈরি করে স্কুল গুলোতে পাঠিয়ে দিতো। বোর্ডের পরীক্ষায় আশা এই প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সুতরাং মন দিয়ে অনুশীলনের মাধ্যমে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারছো।

মক টেস্ট 

মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/40
Historia শব্দের অর্থ হল -
সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা
মানব সমাজ ও সভ্যতার পরিবর্তন
মহান ব্যক্তিদের কাহিনি
অতীতের নথিবদ্ধ তথ্য
2/40
প্রাক্ ইতিহাস শব্দটির অর্থ -
প্রায় ইতিহাস এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না
যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো
যে সময় লিখিত বিবরনী ইতিহাস রচনার প্রধান উৎস ছিলো না
3/40
প্রাক্ ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন -
ড্যানিয়েল উইলসন
পল তুর্নাল
ভিনসেন্ট স্মিথ
জেমস মিল
4/40
ইংরেজিতে "প্রি - হিস্ট্রি" কথাটি প্রথম ব্যবহার করেন -
পল তুর্নাল
ড্যানিয়েল উইলসন
র্র্যাঙ্কে
লর্ড অ্যাকটন
5/40
প্রায় ইতিহাস কথাটির অর্থ হল -
ইতিহাসের আগের যুগ
ইতিহাসের পরের যুগ
প্রাক্ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না
6/40
ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে?
খ্রিঃ পূর্ব চতুর্থ শতক
খ্রিঃ পূর্ব দ্বিতীয় শতক
খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতক
খ্রিঃ পূর্ব অষ্টম শতক
7/40
প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল -
লিপি
মুদ্রা
ধর্মগ্রন্থ
জীবাশ্ম
8/40
এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে -
অস্ট্রেলিয়ায়
উত্তর আমেরিকায়
দক্ষিণ আমেরিকায়
আফ্রিকায়
9/40
পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল -
হাত কুঠার
কাটারি
পাথরের টুকরো
ধারালো অস্ত্র
10/40
মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো -
আগুনের আবিষ্কার
লোহা আবিষ্কার
তামা আবিষ্কার
কৃষিপদ্ধতির আবিষ্কার
11/40
"নব্য প্রস্তর যুগের বিপ্লব" কথাটি প্রথম উদ্ভাবন করেন -
বিউরি
গর্ডন চাইল্ড
উইলিয়াম জোন্স
ড্যানিয়েল উইলসন
12/40
নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো -
আগুনের আবিষ্কার
লোহার ব্যবহার
তামার ব্যবহার
কৃষিপদ্ধতির ব্যবহার
13/40
কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়?
প্রাচীন প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
তাম্র প্রস্তর যুগে
14/40
মেসোপটেমিয়ার মন্দির গুলিকে বলা হত -
মঠ
পিরামিড
জিগুরাত
মমি
15/40
এপিগ্রাফি বলতে কী বোঝো?
মুদ্রার পঠন পাঠন বিদ্যা
লিপি উৎকীর্ন বিদ্যা
জীবাশ্মের কাল নির্নয় বিদ্যা
লিপির বিষয়বস্তু অধ্যায়ন
16/40
"প্যালিওগ্রাফি" হল -
লিপি উৎকীর্ন বিদ্যা
মুদ্রার পঠন পাঠন বিদ্যা
লিপির বিষয়বস্তু অধ্যায়ন
জীবাশ্মের কাল নির্নয় বিদ্যা
17/40
কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?
সিন্ধু সভ্যতার মানুষ
মেসোপটেমিয়ার মানুষ
মিশরীয় সভ্যতার মানুষ
সুমেরীয় সভ্যতার মানুষ
18/40
কিউনিফর্ম লিপির অপর নাম -
চিত্রলিপি
দেবলিপি
হায়ারোগ্লিফিক লিপি
কোনাক্ষর লিপি
19/40
হায়ারোগ্লিফিক লিপি হল -
সুমেরীয়দের চিত্রলিপি
মিশরীয়দের চিত্রলিপি
ভারতীয়দের লিপি
সিন্ধুবাসীদের লিপি
20/40
নিউমিসমেটিক্স হল -
মুদ্রার পঠন পাঠন বিদ্যা
লিপির বিষয়বস্তু অধ্যায়ন
জীবাশ্মের কাল নির্নয় বিদ্যা
লিপি উৎকীর্ন বিদ্যা
21/40
ভারতের সাতবাহন রাজারা যে দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন -
ব্রোঞ্জ ও লোহা
তামা ও সিসা
সোনা ও রূপা
তামা ও রূপা
22/40
"পোতিন" হল -
মৌর্য রাজাদের স্বর্নমুদ্রা
সাতবাহন রাজাদের সীসার মুদ্রা
পাল রাজাদের রৌপ্য মুদ্রা
চোলদের স্বর্নমুদ্রা
23/40
ভারতে পুরানের সংখ্যা হল -
১৫
১৬
১৮
২১
24/40
পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল -
ইলিয়াড
গিলগামেশ
রামায়ন
মহাভারত
25/40
অর্থশাস্ত্রের লেখক হলেন -
মেগাস্থিনিস
কৌটিল্য
কালিদাস
বিষ্ণুশর্মা
26/40
মেঘদূতের রচয়িতা ছিলেন -
কালিদাস
মেগাস্থিনিস
প্লিনি
মার্কোপোলো
27/40
মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা -
বিশাখদত্ত
ভাস
কালিদাস
ভারবি
28/40
রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় হল -
খ্রীষ্ট্রীয় সপ্তম - দ্বাদশ শতকের গুজরাটের ইতিহাস
খ্রিঃ সপ্তম - দ্বাদশ শতকের কাশ্মীরের ইতিহাস
খ্রিঃ পূর্ব ষষ্ঠ - দ্বাদশ শতকের বাংলার ইতিহাস
খ্রীষ্ট্রীয় দ্বাদশ - পঞ্চদশ শতকের কাশ্মীরের ইতিহাস
29/40
ইতিহাসের জনক বলা হয় -
সক্রেটিস
হেরোডোটাস
প্লেটো
জাস্টিন - কে
30/40
ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন -
হেরোডোটাস
থুকিডিডিস
প্লিনি
ইবন খালদুন
31/40
ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন -
মেগালিথ
মেগাস্থিনিস
কৌটিল্য
সেলুকাস
32/40
নিন্মবর্গের ইতিহাস চর্চা হল -
রাজাদের ইতিহাস
জমিদারদের ইতিহাস
অভিজাতদের ইতিহাস
সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস
33/40
ভারতে "সাবঅলটার্ন স্টাডিজ" গ্রন্থ প্রকাশ করে কে নিন্মবর্গের ইতিহাস চর্চা শুরু করেন?
রজনীপাম দত্ত
পার্থ চট্টোপাধ্যায়
রনজিৎ গুহ
রনজিৎ মন্ডল
34/40
আমির খসরু ছিলেন -
সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক
ব্রিটিশ যুগের বিখ্যাত ঐতিহাসিক
প্রাচীন যুগের বিখ্যাত ঐতিহাসিক
মোগল যুগের বিখ্যাত ঐতিহাসিক
35/40
তারিখ ই - ফিরোজশাহী গ্রন্থের লেখক -
জিয়াউদ্দিন খসরু
ইরফান হাবিব
অলবেরুনী
জিয়াউদ্দিন বরনি
36/40
জিয়াউদ্দিন বরনি রচিত দুটি গ্রন্থ -
তাজ - উল - মাসির ও কিতাব - উল - হিন্দ
তুতিনামা ও আকবরনামা
মুন্তাখাব - উৎ - তোয়ারিখ ও পাদশাহনামা
ফতোয়া - ই - জাহান্দারি ও তারিখ - ই - ফিরোজশাহী
37/40
জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থ -
মেঘদূত
গীতগোবিন্দম্
ফতোয়া ই জাহান্দারি
ইন্ডিকা
কোনটিই নয়
38/40
সুলতানি যুগের ঐতিহাসিক নন - (১) তুলসিদাস (২) বিষেন দাস (৩) সন্ধ্যাকর নন্দী (৪) জিয়াউদ্দিন বরনি
১,২, সঠিক ও ৩,৪ ভুল
১,৩ সঠিক ও ২,৪ ভুল
১,৪ সঠিক ও ২,৩ ভুল
১,২,৩ সঠিক ও ৪ ভুল
39/40
সুলতানি যুগের ঐতিহাসিক হলেন - (১) সন্ধ্যাকর নন্দী (২) জিয়াউদ্দিন বরনি (৩) আমির খসরু (৪) আফিফ
১,৩,৪ সঠিক ও ২ ভুল
১,২,৩ সঠিক ও ৪ ভুল
১,২,৪ সঠিক ও ৩ ভুল
২,৩,৪ সঠিক ও ১ ভুল
40/40
হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় -
জিয়াউদ্দিন বরনিকে
আমির খসরুকে
আবুল ফজলকে
ইসামিকে
Result:
Post a Comment (0)
Previous Post Next Post