মাধ্যমিক মক টেস্ট - ০১

 

মাধ্যমিক মক টেস্ট - ০১
মাধ্যমিক মক টেস্ট - ০১


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।


মক টেস্ট - ০১

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন -
ইংরেজরা
ওলন্দাজরা
ফরাসীরা
পর্তুগিজরা
2/20
বিপিনচন্দ্র পাল লিখেছেন -
সত্তর বৎসর
জীবনস্মৃতি
এ নেশন ইন মেকিং
আনন্দমঠ
3/20
বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
উমেশচন্দ্র দত্ত
শিশির কুমার ঘোষ
কৃষ্ণচন্দ্র মজুমদার
দ্বারকানাথ বিদ্যাভূষন
4/20
সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় -
১৭১৩ খ্রিঃ
১৯১৩ খ্রিঃ
১৮১৩ খ্রিঃ
১৮২৩ খ্রিঃ
5/20
নববিধান প্রতিষ্ঠা করেছিলেন -
দয়ানন্দ সরস্বতী
কেশবচন্দ্র সেন
স্বামী বিবেকানন্দ
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
6/20
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
চুয়াড় বিদ্রোহ
কোল বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
মুন্ডা বিদ্রোহ
7/20
১৮৭৮ খ্রিঃ অরন্য আইনে অরন্যকে ভাগ করা হয় -
দুটি স্তরে
তিনটি স্তরে
চারটি স্তরে
পাঁচটি স্তরে
8/20
১৮৫৭ সালের মহাবিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলেছিলেন -
সুভাষচন্দ্র বসু
জওহরলাল নেহরু
বি ডি সাভারকর
রাসবিহারি বসু
9/20
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
ভারত সভা
ভারতের জাতীয় কংগ্রেস
বঙ্গভাষা প্রকাশিকা সভা
ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
10/20
"ভারত মাতা" চিত্রটি এঁকেছিলেন -
অবনীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
নন্দলাল বসু
গগনেন্দ্রনাথ ঠাকুর
11/20
ভারতে "হাফ টোন" প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
সুকুমার রায়
পঞ্চানন কর্মকার
চার্লস উইলকিন্স
12/20
বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বামী বিবেকানন্দ
দেবেন্দ্রনাথ ঠাকুর
13/20
একা আন্দোলনের নেতা ছিলেন -
মাদারি পাসি
ডঃ আম্বেদকর
মহাত্মা গান্ধী
বাবা রামচন্দ্র
14/20
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল -
১৯১৭ খ্রিঃ
১৯২০ খ্রিঃ
১৯২৭ খ্রিঃ
১৯২৯ খ্রিঃ
15/20
বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
বোম্বাই এ
পাঞ্জাবে
মাদ্রাজে
গুজরাটে
16/20
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিলো -
১৯০৪ খ্রিঃ
১৯০৫ খ্রিঃ
১৯০৬ খ্রিঃ
১৯০৭ খ্রিঃ
17/20
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -
তমলুক
সুতাহাটা
বরিশাল
পুরুলিয়া
18/20
দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন -
কল্পনা দত্ত
লীলা চৌধুরী
লীলা নাগ
বীনা দাস
19/20
ভারতের লৌহ মানব বলা হয় -
মহাত্মা গান্ধীকে
সর্দার বল্লভভাই প্যাটেলকে
মহম্মদ আলি জিন্নাকে
রাজেন্দ্র প্রসাদকে
20/20
"এ ট্রেন টু পাকিস্তান" লিখেছিলেন -
জওহরলাল নেহরু
ভি পি মেনন
খুশবন্ত সিং
সলমন রুশদি
Result:
Post a Comment (0)
Previous Post Next Post