মাধ্যমিক মক টেস্ট - ০১ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ০১
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন -
2/20
বিপিনচন্দ্র পাল লিখেছেন -
3/20
বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
4/20
সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় -
5/20
নববিধান প্রতিষ্ঠা করেছিলেন -
6/20
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
7/20
১৮৭৮ খ্রিঃ অরন্য আইনে অরন্যকে ভাগ করা হয় -
8/20
১৮৫৭ সালের মহাবিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলেছিলেন -
9/20
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
10/20
"ভারত মাতা" চিত্রটি এঁকেছিলেন -
11/20
ভারতে "হাফ টোন" প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -
12/20
বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
13/20
একা আন্দোলনের নেতা ছিলেন -
14/20
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল -
15/20
বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -
16/20
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিলো -
17/20
মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -
18/20
দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন -
19/20
ভারতের লৌহ মানব বলা হয় -
20/20
"এ ট্রেন টু পাকিস্তান" লিখেছিলেন -
Result: