ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা সংক্রান্ত বিতর্ক
(ক.) ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা সংক্রান্ত বিতর্ক : সংক্ষিপ্ত তথ্য :-
(১.) মানব সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রত্যেকটিই হলো ইতিহাসের এক একটি বিষয়বস্তু বা ঐতিহাসিক তথ্য। যেমন - আদিম মানুষের উদ্ভব ও বিবর্তন,ভারতে মুসলিম অভিযান, বাবরের পানিপথের যুদ্ধ, পলাশীর যুদ্ধ, ১৮৫৭ খ্রিঃ সিপাহী বিদ্রোহ, ভারতের বিপ্লবী আন্দোলন ইত্যাদি।
(২.) ঐতিহাসিক "তথ্য" বা "ঘটনার" শুধু উপস্থাপন করবেন, নাকি তার বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা করবেন তা নিয়ে বিশ শতকে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দেখা যায়।
(৩.) শুধুমাত্র ঐতিহাসিক তথ্য বা ঘটনার উপস্থাপনের পক্ষে মত ও যুক্তি তুলে ধরেন ঐতিহাসিক - লিওপোল্ড ভন র্যাঙ্কে, মার্ক ব্লখ, ঐতিহাসিক জন বিউরি।
(৪.) অন্যদিকে ঐতিহাসিক তথ্য বা ঘটনার শুধুমাত্র উপস্থাপনের বদলে তার বিচার বিশ্লেষণের স্বপক্ষে মত তুলে ধরেন ঐতিহাসিক - লর্ড অ্যাকটন, বেনেদিত্তো ক্রোচে, মাইকেল ওকশট এবং হেনরি টমাস বাকলে।
(৫.) ঐতিহাসিক তথ্য বা ঘটনার বিচার বিশ্লেষণের পক্ষ ও বিপক্ষ মতের মধ্যে সমন্বয় ঘটিয়ে ঐতিহাসিক তথ্য বা ঘটনার উপস্থাপন ও তার নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষ ব্যাখ্যা - বিশ্লেষণের কথা বলেছেন ঐতিহাসিক - ই এইচ কার।
(খ.) তথ্য বিশ্লেষণের বিপক্ষে ঐতিহাসিকদের স্মরনীয় উক্তি :-
(১.) নিরপেক্ষ ও সততার সঙ্গে তথ্যের উপস্থাপন করাই হলো ঐতিহাসিকের প্রধান কর্তব্য/ ঐতিহাসিকের দায়িত্ব হলো আসলে অতীত কী রকম ছিলো ঠিক তাই দেখানো - জার্মান ঐতিহাসিক Ranke।
(২.) History is a science, no less and no more/ইতিহাস হলো একটি বিজ্ঞান। তার বেশি বা কম নয় - জন বাগনেল বিউরি।
(৩.) ঐতিহাসিকের কাজ বিচার করা নয়, বোঝা - ঐতিহাসিক মার্ক ব্লখ।
(গ.) তথ্য বিশ্লেষণের স্বপক্ষে ঐতিহাসিকদের স্মরনীয় উক্তি :-
(১.) তথ্যের ব্যাখ্যা ছাড়া ইতিহাস চর্চা অর্থহীন, আকর্ষনহীন ও নীরস - লর্ড অ্যাকটন।
(২.) শুধুমাত্র তথ্য সংগ্রহ করা হলো কাঁচি দিয়ে কাটা এবং আঠা দিয়ে আটকানোর মতো - ব্রিটিশ ঐতিহাসিক হেনরি টমাস বাকলে।
(৩.) All history is contemporary history / সমস্ত ইতিহাসই সমসাময়িক/সাম্প্রতিক ইতিহাস - বেনেদিত্তো ক্রোচে।
(৪.) History is the Historian's experience /ইতিহাস হলো ঐতিহাসিকের অভিজ্ঞতা - মাইকেল ওকশট।
(৫.) ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে ও তারই সমস্যার নিরিখে অতীতকে দেখা / ঐতিহাসিকের কাজ শুধু নথিকরন নয়, বরং মূল্যায়ন - ঐতিহাসিক ই এইচ কার।
(ঘ.) অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :-
(১.) What is History গ্রন্থটির রচয়িতা হলেন - ঐতিহাসিক ই এইচ কার।
(২.) আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় - লিয়োপোল্ড ভন র্যাঙ্কেকে।
(৩.) objective History বা বস্তুগত ইতিহাস রচনার পক্ষে মত প্রকাশ করেছিলেন - জার্মান ঐতিহাসিক র্যাঙ্কে (রেঙ্কে)।
ইতিহাসের তথ্য বিশ্লেষণের স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি |
(৪.) ইতিহাসের তথ্য বিশ্লেষণের মাধ্যমেই ইতিহাসকে -
- আকর্ষনীয় করে তোলা সম্ভব।
- ঐতিহাসিক ঘটনার প্রকৃত কারন বা মূল্যায়ন করা সম্ভব।
- বিজ্ঞান সম্মত ইতিহাস রচনা করা সম্ভব।
(৫.) ঐতিহাসিক তথ্য বা ঘটনার বিশ্লেষণ ইতিহাসকে -
- জটিল ও বিভ্রান্তিকর করে দেয়।
- প্রকৃত ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটায়।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/10
অতীতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাই হলো
2/10
ইতিহাসের তথ্য বিশ্লেষণ নিয়ে বিতর্ক দেখা যায়
3/10
ইতিহাসের তথ্য বিশ্লেষণের ফলে
4/10
তথ্য বিশ্লেষণের পক্ষ ও বিপক্ষ মতের মধ্যে সমন্বয় সাধন করেছেন
5/10
সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস - এটি কার উক্তি?
6/10
ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় আবার বেশিও নয় - কার উক্তি?
7/10
What is History? গ্রন্থটি কার লেখা?
8/10
আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন
9/10
ঐতিহাসিকের কাজ শুধু নথিকরন নয়, বরং মূল্যায়ন - এটি কার উক্তি?
10/10
ঐতিহাসিকের কাজ বিচার করা নয়, বোঝা - এটি বলেছেন
Result: