একাদশ মক টেস্ট - ০৭ (তৃতীয় অধ্যায়ের বিগত সালের প্রশ্ন)

একাদশ মক টেস্ট - ০৭
একাদশ মক টেস্ট - ০৭

প্রিয় ছাত্রছাত্রী, একাদশ  শ্রেণির সেমিস্টার - ০১ এর সপ্তম মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে। 

আজকের মক টেস্টে তোমাদের তৃতীয় অধ্যায়টির বিগত ১০ বছরের প্রশ্ন গুলি (২০১৪ - ২০২৩) এখানে আমরা তুলে ধরছি। মনে রাখবে, একাদশ শ্রেণির তৃতীয় অধ্যায়টির সামান্য কিছু অংশ পরিমার্জন বা সংযোজন করে তোমাদের নতুন সেমিস্টারের সিলেবাসের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

ওল্ড সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই তৈরি করে স্কুল গুলোতে পাঠিয়ে দিতো। বোর্ডের পরীক্ষায় আশা এই প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের প্রশ্ন পত্রের পাশাপাশি মক টেস্ট - ০৭ এ বিভিন্ন পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পুরাতন ও নতুন সিলেবাসের সংসদ প্রবর্তিত মডেল প্রশ্ন গুলিও সংযোজন করা হয়েছে। 

সুতরাং মন দিয়ে অনুশীলনের মাধ্যমে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারছো।

মক টেস্ট 

মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/20
দাগ ও হুলিয়া প্রথা যুক্ত ছিল
সামরিক ব্যবস্থায়
শাসন ব্যবস্থায়
অর্থনৈতিক ব্যবস্থায়
রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে
2/20
কোন সম্রাট মনসবদারি প্রথা চালু করেন?
বাবর
আকবর
ফিরোজ তুঘলক
শাহজাহান
3/20
মনসবদারি প্রথা ছিল একটি
বৈদিক প্রথা
মিশরীয় প্রথা
পারসিক প্রথা
মোগল প্রথা
4/20
দীন ই ইলাহি প্রবর্তিত হয়
১৫৮২ খ্রিঃ
১৫৭৮ খ্রিঃ
১৫৮০ খ্রিঃ
১৫৭৯ খ্রিঃ
5/20
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন
দ্বিতীয় মুরাদ
সুলেমান
দ্বিতীয় মহম্মদ
ওসমান
6/20
ইবাদতখানা তৈরি করেন
বাবর
আকবর
আলাউদ্দিন
বলবন
7/20
আকবর ইবাদতখানা তৈরি করেন
বাংলায়
আগ্রায়
রাজস্থানে
ফতেপুর সিক্রিতে
8/20
সুল ই কুল আদর্শ প্রচার করেছিলেন
বাবর
হুমায়ুন
আকবর
শাহজাহান
9/20
মনসব কথার অর্থ হল _________।
রাজস্ব
পদমর্যাদা
ডাকব্যবস্থা
প্রদেশ
10/20
অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন
মহেন্দ্র ও সংঘমিত্রাকে
শীলভদ্রকে
কুমারজীবকে
মহারক্ষিতকে
11/20
প্রথম চোল রাজ্য প্রতিষ্ঠা করেন
কারিকল
বিজয়ালয়
প্রথম রাজেন্দ্র
রাজরাজ
12/20
চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন
বিজয়ালয় চোল
পরান্তক চোল
রাজেন্দ্র চোল
সুন্দর চোল
13/20
চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন
কারিকল
প্রথম রাজরাজ
প্রথম রাজেন্দ্র চোল
রাজাধিরাজ চোল
14/20
চোল রাজাদের প্রথম রাজধানী ছিল
তাঞ্জোর
গঙ্গাইকোন্ড
কাঞ্চী
বাতাপি
15/20
গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারন করেন
বিজয়ালয়
কুলোতুঙ্গ
রাজেন্দ্র চোল
রাজরাজ
16/20
চোল সাম্রাজ্যের প্রদেশ গুলিকে বলা হত
কোট্টম
নগরম
মন্ডলম
কুররম
17/20
কার নাম থেকে অটোমান নামের উৎপত্তি
ওরহান
ওসমান
আজিজ
সুলেমান
18/20
অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন
সুলেমান
ওসমান
দ্বিতীয় মহম্মদ
প্রথম সেলিম
19/20
কাদের আক্রমণে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে
অটোমান তুর্কি মুসলিমদের
গ্রিকদের
জার্মানদের
হুনদের
20/20
কলোসিয়াম কী?
অট্টালিকা
রোমের সবচেয়ে বিখ্যাত অ্যাম্ফিথিয়েটার
নগর রাষ্ট্র
চার্চ
Result:
Post a Comment (0)
Previous Post Next Post