একাদশ মক টেস্ট - ০৭ (তৃতীয় অধ্যায়ের বিগত সালের প্রশ্ন)
bySuman kar-
0
একাদশ মক টেস্ট - ০৭
প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণির সেমিস্টার - ০১ এর সপ্তম মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে।
আজকের মক টেস্টে তোমাদের তৃতীয় অধ্যায়টিরবিগত ১০ বছরের প্রশ্ন গুলি (২০১৪ - ২০২৩) এখানেআমরা তুলে ধরছি। মনে রাখবে, একাদশ শ্রেণির তৃতীয় অধ্যায়টির সামান্য কিছু অংশ পরিমার্জন বা সংযোজন করে তোমাদের নতুন সেমিস্টারের সিলেবাসের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ওল্ড সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই তৈরি করে স্কুল গুলোতে পাঠিয়ে দিতো। বোর্ডের পরীক্ষায় আশা এই প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের প্রশ্ন পত্রের পাশাপাশি মক টেস্ট - ০৭ এ বিভিন্ন পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পুরাতন ও নতুন সিলেবাসের সংসদ প্রবর্তিত মডেল প্রশ্ন গুলিও সংযোজন করা হয়েছে।
সুতরাং মন দিয়ে অনুশীলনের মাধ্যমে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারছো।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-