ইতিহাস চর্চায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক গোষ্ঠীর পরিচয় |
(ক.) ইতিহাসের তথ্য বা ঘটনাকে বিশ্লেষন ও ব্যাখ্যা করার জন্য ইতিহাস চর্চার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটেছিলো।
(খ.) এই দৃষ্টিভঙ্গিকে অবলম্বন করে এক একটি ঐতিহাসিক গোষ্ঠীর জন্ম হয়। যেমন -
(১.) ধর্মীয় দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) প্রাচীন ও মধ্য যুগে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা করা হতো।
- (খ.) ধর্মীয় দৃষ্টিভঙ্গি দ্বারা যে ইতিহাস চর্চা করা হয়, সেখানে অতীতের ঘটনাবলী বা গুরুত্বপূর্ণ পরিবর্তন গুলি ঈশ্বরের নির্দেশে পরিচালিত বলে ব্যাখ্যা করা হতো।
ঐতিহাসিকদের নাম :-
ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমর্থক বা অনুসারে ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- লিওপোল্ড ভন র্যাঙ্কে,
- টয়েনবি
- জিয়াউদ্দিন বরনী
- আমির খসরু ।
(২.) যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) ইওরোপে নবজাগরনের পর ইতালির ঐতিহাসিকরা প্রথম যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাস চর্চা শুরু করেন।
- (খ.) যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে প্রাচীন ঘটনা সমূহকে বিচার বিশ্লেষণ করা হয়।
ঐতিহাসিকদের নাম :-
যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- পগ্গিও
- এসকোলির ইনোক।
(৩.) সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাস চর্চায় এমন ভাবে অতীতের ঘটনা গুলিকে ব্যাখ্যা বিশ্লেষন করা হয়, যাতে বৌদ্ধিক ভাবে পাঠক সাম্রাজ্যবাদের বা বিদেশী শাসনের সমর্থক হয়ে উঠেন।
- (খ.) অষ্টাদশ শতকের শেষ থেকে ভারতে ইংরেজ ঐতিহাসিকদের হাত ধরে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে।
ঐতিহাসিকদের নাম :-
সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- জেমস মিল
- উইলিয়াম হান্টার
- ব্যাবিংটন মেকলে
- জন স্টুয়ার্ট মিল
- অ্যাডাম স্মিথ
- ভিনসেন্ট স্মিথ।
(৪.) জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) স্বদেশের গৌরমময় ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে জাতীয়তাবাদী ইতিহাসচর্চা করা হয়।
- (খ.) উনিশ শতকে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চাকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে।
ঐতিহাসিকদের নাম :-
ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- তারাচাঁদ
- ড. রমেশচন্দ্র মজুমদার
- আচার্য যদুনাথ সরকার
- ড. রোমিলা থাপার
- ড. ইরফান হাবিব।
(৫.) মার্কসবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) শ্রেনী সংগ্রাম ও অর্থনৈতিক ব্যাখ্যার নিরিখে এই ইতিহাস চর্চায় ইতিহাসের বিভিন্ন ঘটনাক্রমকে বিশ্লেষন করা হয়।
- (খ.) বিংশ শতাব্দীতে পঞ্চাশের দশক থেকে মার্কসবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাস চর্চা শুরু হয়।
ঐতিহাসিকদের নাম :-
ভারতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- সুশোভন সরকার
- ডি ডি কোশাম্বী
- সুপ্রকাশ রায়
- সুমিত সরকার
- বিপানচন্দ্র
- রোমিলা থাপার
- ইরফান হাবিব
- রামশরন শর্মা
- ডি এন ঝা
- রজনীপাম দত্ত
- এরিখ হবসবম।
(৬.) নিন্মবর্গীয় দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) সমাজের অনগ্রসর, অবহেলিত, অনালোচিত শ্রেনী ও বিষয় গুলির আলোচনা এই ইতিহাস চর্চায় করা হয়।
- (খ.) ১৮৮২ খ্রিঃ রনজিৎ গুহ ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চা শুরু করেন।
ঐতিহাসিকদের নাম :-
নিন্মবর্গের ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- রনজিৎ গুহ
- গৌতম ভদ্র
- পার্থ চট্টোপাধ্যায়
- দীপেশ চক্রবর্তী
- জ্ঞান পান্ডে
- এরিখ হবসবম
- জর্জ দুদে
- লাদুরি
- ই পি থমসন
- গায়ত্রী চক্রবর্তী।
(৭.) অ্যানাল গোষ্ঠী / নতুন সামাজিক ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) সাধারন মানুষ, অবহেলিত ও প্রান্তিক মানুষদের কথা এই ইতিহাস চর্চায় তুলে ধরা হয়।
- (খ.) ১৯৬০ এর দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছিলো।
ঐতিহাসিকদের নাম :-
এই গোষ্ঠীর উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মধ্যে ছিলেন -
- ফার্নান্দ ব্রদেল
- মার্ক ব্লখ
- লুসিয়েন ফেভর।
(৮.) কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী :-
মূল কথা :-
- (ক.) ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক, গবেষকদেরই সাধারণভাবে কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী বলা হয়।
- (খ.) কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে অস্বীকার বা উপেক্ষা করেন।এই ইতিহাস চর্চার ধারায় সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার প্রবনতা লক্ষ্য করা যায়
ঐতিহাসিকদের নাম :-
কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন -
- ড. অনিল শীল
- গর্ডন জনসন
- ফ্রান্সিস রবিনসন
- জুডিথ মার্গারেট ব্রাউন।
কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ :-
- The History of British India - জেমস মিল
- What is History - ই এইচ কার
- History from Below প্রবন্ধ - ই পি থমসন
- Subaltern studies - রনজিৎ গুহ
- India today - রজনীপাম দত্ত
- Influence of Islam and Indian culture - তারাচাঁদ
- India in Transition - মানবেন্দ্রনাথ রায়।
ইতিহাসচর্চার জনক/ ইতিহাসে প্রথম :-
- নতুন সামাজিক ইতিহাসকে বলা হয় - আধুনিক ইতিহাস চর্চার জননী।
- ইংল্যান্ডে সামাজিক ইতিহাস চর্চার জনক বলা হয় - জি এম ট্রেভেলিয়ানকে।
- ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক ছিলেন - ড. রনজিৎ গুহ।
- Subaltern শব্দটির প্রথম প্রয়োগ করেন - ইতালির কমিউনিস্ট নেতা ও দার্শনিক অ্যান্টোনিও গ্রামশি।
- ভারতীয় ইতিহাসের প্রথম মার্কসবাদী ব্যাখ্যা দেন - মানবেন্দ্রনাথ রায়।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/15
জেমস মিল হলেন
2/15
ভারতে ইতিহাস চর্চার সূত্রপাত করেন
3/15
ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যার ওপর গুরুত্ব দেন
4/15
নিন্মলিখিত কোন ঐতিহাসিক নিন্মবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন?
5/15
Ranke কোন দেশের ঐতিহাসিক?
6/15
ভারতে "সাবঅল্টান স্টাডিজ" গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিন্মবর্গের ইতিহাস চর্চা শুরু করেন?
7/15
নিন্মবর্গের ইতিহাস চর্চা হল
8/15
ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করেন
9/15
ইতিহাসে মার্কসবাদী ব্যাখ্যার প্রবক্তা ছিলেন
10/15
একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক হলেন
11/15
যদুনাথ সরকার হলেন
12/15
জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য ছিল
13/15
Subaltern শব্দটির প্রথম প্রয়োগ করেন
14/15
The History of British India গ্রন্থটির লেখক হলেন
15/15
যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ইতিহাস চর্চা শুরু হয়
Result: