একাদশ মক টেস্ট - ০৬ (তৃতীয় অধ্যায়ের বিগত সালের প্রশ্ন)
bySuman kar-
0
একাদশ মক টেস্ট - ০৬
প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণির সেমিস্টার - ০১ এর ষষ্ঠ মক টেস্টে তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে।
আজকের মক টেস্টে তোমাদের তৃতীয় অধ্যায়টিরবিগত ১০ বছরের প্রশ্ন গুলি (২০১৪ - ২০২৩) এখানেআমরা তুলে ধরছি। মনে রাখবে, একাদশ শ্রেণির তৃতীয় অধ্যায়টির সামান্য কিছু অংশ পরিমার্জন বা সংযোজন করে তোমাদের নতুন সেমিস্টারের সিলেবাসের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ওল্ড সিলেবাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেই তৈরি করে স্কুল গুলোতে পাঠিয়ে দিতো। বোর্ডের পরীক্ষায় আশা এই প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ডের প্রশ্ন পত্রের পাশাপাশি মক টেস্ট - ০৬ এ বিভিন্ন পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পুরাতন ও নতুন সিলেবাসের সংসদ প্রবর্তিত মডেল প্রশ্ন গুলিও সংযোজন করা হয়েছে।
সুতরাং মন দিয়ে অনুশীলনের মাধ্যমে দেখে নাও, এই প্রশ্নগুলি থেকে তুমি কতগুলি সঠিক উত্তর দিতে পারছো।
মক টেস্ট
মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-
1/40
নগররাষ্ট্র বা পলিস বলতে বোঝায়
নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখন্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী
বৃহৎ ভূখন্ডে কর্মরত জনগোষ্ঠী
ক্ষুদ্র ভূখন্ডে শুধুমাত্র বসবাসকারী জনগোষ্ঠী
নির্দিষ্ট একটি জনবসতিহীন ভূখন্ড
2/40
প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে
পাকিস্তানে
গ্রিসে
রাশিয়ায়
পারস্যে
3/40
রিপাবলিক গ্রন্থের লেখক হলেন
প্লেটো
সক্রেটিস
অ্যারিস্টটল
হোমার
4/40
গ্রিসের নগর রাষ্ট্র গুলির অন্যতম অংশ ছিল - (i) অক্টোপলিস (ii) নেক্রোপলিস (iii) পার্শিপলিস (iv) অ্যাগোরা
(i) (iv) সঠিক এবং (ii) (iii) ভুল
(i) (ii) (iv) সঠিক এবং (iii) ভুল
(i) (iii) (iv) সঠিক এবং (ii) ভুল
(i) (ii) সঠিক এবং (iii) (iv) ভুল
5/40
প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে
৪,০০০
৫,০০০
১০,০০০
২০,০০০
6/40
এথেন্সের শাসন কাঠামো ছিল
রাজতান্ত্রিক
প্রজাতান্ত্রিক
অভিজাততান্ত্রিক
গনতান্ত্রিক
7/40
মেটিক কাদের বলা হয়?
রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি
রাজনৈতিক অধিকারহীন স্পার্টায় স্থায়ীভাবে বসবাসকারী বিদেশী
রাজনৈতিক অধিকারহীন থিবসে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশী
রাজনৈতিক অধিকারহীন করিন্থে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি
8/40
অ্যাক্রোপলিস কী?
গ্রিসের নগর রাষ্ট্র
স্পার্টার সমাধিস্থল
গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
ইতালির একটি বিশ্ববিদ্যালয়
9/40
আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন
চিনের
ভারতের
এথেন্সের
মিশরের মানুষ
10/40
অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল?
খ্রিঃ পূর্ব ৫৭৬ অব্দে
খ্রিঃ পূর্ব ৭৭৬ অব্দে
৫৭৬ খ্রিঃ
৭৭৬ খ্রিঃ
11/40
৭৭৬ খ্রিঃ পূর্বাব্দের গুরুত্ব হল
ডোরীয়রা স্পার্টা জয় করে
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার প্রকৃত সূচনাকাল ধরা হয়
সোলন এথেন্সের রাষ্ট্রবিধি রচনার দায়িত্ব দেন
মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়
12/40
জনপদ কী?
নদীবেষ্টিত অববাহিকা অঞ্চল
বৃহৎ রাষ্ট্র
জনবসতিপূর্ন কৃষিপ্রধান অঞ্চল
ভৌগলিক দিক থেকে সুবিস্তৃত রাজ্য ও জনগোষ্ঠী
13/40
রামায়নে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে?
১৬
১৮
২৫
২৭
14/40
মহাজনপদ গুলির উত্থান হয়
খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকে
খ্রিঃ পূর্ব ষষ্ঠদশ শতকে
খ্রিঃ পূর্ব চতুর্থ শতকে
খ্রিঃ পূর্ব পঞ্চম শতকে
15/40
কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?
পলিটিকস
ইলিয়াড ও ওডিসি
জৈন পরিশিষ্ট পার্বন
বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতীসূত্র ও হিন্দু পুরান
16/40
প্রাচীন ভারতে মহাজনপদ গুলির উত্থান মূলত কোথায় হয়েছিল?
আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে
দক্ষিণ পশ্চিম কাশ্মীরে
গঙ্গার দক্ষিণ তীরে
দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে
17/40
পাটলিপুত্র রাজধানী ছিল
অবন্তির
কোশলের
বৃজির
মগধের
18/40
মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম
গিরিব্রজ
হস্তিনাপুর
ইন্দ্রপ্রস্ত
কাশি
19/40
প্রাচীন ভারতে খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল - (i) মগধ সাম্রাজ্যের উত্থান(ii) রামায়ন ও মহাভারতের রচনা (iii) জনপদের উত্থান(iv) মহাজনপদের উত্থান
(i) (iv) সঠিক এবং (ii) (iii) ভুল
(i) (ii) সঠিক এবং (iii) (iv) ভুল
(ii) (iii) (iv) সঠিক এবং (i) ভুল
(ii) (iii) সঠিক এবং (i) (iv) ভুল
20/40
দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হল
কাশী ও মগধ
বৃজি ও মল্ল
অঙ্গ ও বঙ্গ
বৎস ও কম্বোজ
21/40
ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কী ছিল?
কাশী
মগধ
অস্মক
মল্ল
22/40
খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিলো তার মধ্যে অন্যতম হল
মগধ
মল্ল
গান্ধার
অবন্তী
23/40
ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে?
অশোক
চন্দ্রগুপ্ত মৌর্য
অজাতশত্রু
কনিষ্ক
24/40
মেগাস্থিনিসের মতে মৌর্য যুগে ভারতে জাতির সংখ্যা
২
৪
৬
৭
25/40
মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন -
মেগাস্থিনিস
কৌটিল্য
ফা হিয়েন
হিউয়েন সাঙ
26/40
ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য হল
বৃহৎ সাম্রাজ্য ও বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা
বিস্তৃতি
ধর্ম ও সংস্কৃতি
শিল্পকলা
27/40
"ক্যাসিয়াস দিও" হলেন
রোমান সিনেটর
গ্রিক সিনেটর
চৈনিক সিনেটর
ভারতীয় সিনেটর
28/40
গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন
স্কন্দগুপ্ত
শ্রীগুপ্ত
কুমারগুপ্ত
জীবগুপ্ত
29/40
"এলাহাবাদ প্রশস্তি" কে রচনা করেন?
কালিদাস
আবুল ফজল
হরিষেন
কৌটিল্য
30/40
কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ন এবং ম্যাকিয়াভেলির গুনাবলী খুঁজে পাওয়া যায়?
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
ঘটোৎকচ গুপ্ত
31/40
"শকারি" কে ছিলেন?
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রথম চন্দ্রগুপ্ত
শ্রীগুপ্ত
32/40
"অগ্রহার ব্যবস্থা" বা "ব্রহ্মদেয় প্রথা" বলতে কি বোঝায়?
কৃষকদের জমিদান
ব্রাহ্মনদের জমিদান
শাসকগন কর্তৃক পুন্য অর্জনের উদ্দেশ্যে মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান
সামন্তপ্রভুদের জমিদান
33/40
"জাস্টিনিয়ান কোড" কী?
চার হাজার আইন সংবলিত রোমান আইন সংহিতা
২৮২ টি সূত্রাকারে লেখা হামুরাবির আইন সংহিতা
ভারতীয় দন্ডবিধি
ফরাসি আইন সংহিতা
34/40
কোন রোমান সম্রাট খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন?
ডায়োক্লেসিয়ান
কনস্টানটাইন
জুলিয়াস সিজার
অগাস্টাস সিজার
35/40
আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন
মৌর্য যুগের
গুপ্ত যুগের
পাল যুগের
সেন যুগের
36/40
কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমন হয়েছিলো?
স্কন্দগুপ্ত
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
কুমারগুপ্ত
37/40
কোন প্রাচীন ভারতীয় রাজা "ভারতের রক্ষাকর্তা" নামে পরিচিত?
কুমারগুপ্ত
স্কন্দগুপ্ত
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
38/40
অটোমান কারা?
মধ্য এশিয়ার তুর্কিস্তানের তুর্কি উপজাতি একটি গোষ্ঠী
আফ্রিকার আদিম জনগোষ্ঠী
মধ্য এশিয়ার ইউয়ে - ঝি - গোষ্ঠী
ব্যাকট্রিয়ার বাসিন্দা
39/40
The Magnificent - বলা হত অটোমান সুলতান
দ্বিতীয় মহম্মদকে
সালাদিনকে
সুলেমানকে
ওসমানকে
40/40
অনুলোম বিবাহ বলতে বোঝায়
উচ্চবর্নের পুরুষের সঙ্গে নিন্মবর্গের মহিলার বিবাহ
নিন্মবর্নের পুরুষের সঙ্গে উচ্চবর্নের মহিলার বিবাহ
অচৈতন্য অবস্থায় কন্যাকে হরন করে বিবাহ
অভিভাবকের বিনা অনুমতিতে পাত্রপাত্রীর নিজেদের ইচ্ছায় বিবাহ