ইতিহাসের অর্থ ও ধারনা : সংক্ষিপ্ত তথ্য
(ক.)ইতিহাস শব্দের উৎপত্তি ও অর্থ :-
(১.) ইতিহাস হলো - সমাজ বিজ্ঞানের একটি শাখা।
(২.) History শব্দটির জন্ম হয়েছিলো - লাতিন শব্দ হিস্তর (Histor) ও গ্রীক শব্দ হিস্তোরিয়ার (Historia) র সংমিশ্রনে।
(৩.) Historia শব্দের অর্থ হলো - অনুসন্ধান করা বা গবেষণা করে সত্যকে জানা।
(৪.) Histor শব্দের অর্থ হলো - জ্ঞান।
(৫.) ভারতে ইতিহাস শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় - অথর্ব বেদে।
(খ.) ইতিহাস বিষয়ের চর্চা :-
(১.) ইতিহাসের প্রথম সংজ্ঞা দেন - গ্রীক ঐতিহাসিকরা।
(২.) বিশ্বের মধ্যে প্রথম ইতিহাস লেখার চেষ্টা করেছিলেন - গ্রীক ঐতিহাসিকরা।
(৩.) ইতিহাসের জনক বলা হয় - গ্রীক ঐতিহাসিক হেরোডোটাসকে।
(৪.) গ্রীক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করেন - রোমান রাষ্ট্রনীতিবিদ মার্কাস তুল্লিয়াস সিসেরো।
(৫.) গ্রীক ও পারসিক যুদ্ধের ঘটনাকে অবলম্বন করে হেরোডোটাস লিখেছিলেন - Historia গ্রন্থটি।
(৬.) সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরন মূলক ইতিহাস চর্চা শুরু করেন - গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস, এজন্য তাকে ইতিহাসের জনক বলা হয়।
(৭.) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় - থুকিডিডিসকে।
(৮.) ইতিহাস চর্চায় সর্বপ্রথম সমালোচনামূলক পদ্ধতি প্রয়োগ করেন - গ্রীক ঐতিহাসিক থুকিডিডিস, এজন্য তাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়।
(৯.) আধুনিক ইতিহাস চর্চার জনক ছিলেন - আরবের ঐতিহাসিক ইবন খালদুন।
(১০.) আধুনিক ও বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় - জার্মানির ঐতিহাসিক লিয়োপোল্ড ভন রেঙ্কে কে।
(গ.) ইতিহাস সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের উক্তি :-
- ইতিহাস হলো দর্শনের এক শাখা - হেরোডোটাস
- ইতিহাস হলো প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার বেশিও নয়, কমও নয়/ History is science, no less- জে বি বিউরি।
- ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরনী - রমেশচন্দ্র মজুমদার।
- "History is the Mother of all subjects" - জে এম ট্রেভেলিয়ন।
- অতীতের সকল ঘটনাই ইতিহাস নয়, কেবলমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাই ইতিহাসের বিষয়বস্তু - থুকিডিডিস।
- ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন - ই এইচ কার।
- ইতিহাস হলো কালের সীমারেখায় আবদ্ধ মানুষের বিজ্ঞান ভিত্তিক কাহিনী - মার্ক ব্লখ।
- আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়ায় না। আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি - হেনরি পিরেন।
- ইতিহাস হলো মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী - লর্ড অ্যাকটন।
- এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না - উইলহেল্ম ফ্রেডারিখ হেগেল।
- ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী - ঐতিহাসিক টমাস কার্লাইল।
- সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস - ঐতিহাসিক ক্রোচে।
- History is the science of men in time - মার্ক ব্লখ।
- আজ পর্যন্ত মানব সমাজের ক্রমবিবর্তনের ইতিহাস হলো শ্রেনী সংগ্রামের ইতিহাস - কার্ল মার্ক্স।
(ঘ.) ঐতিহাসিক গ্রন্থ :-
- ইতিহাসমালা ও পারসিকদের ইতিহাস - গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস।
- Historia - হেরোডোটাস।
- পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস - গ্রীক ঐতিহাসিক থুকিডিডিস।
- What is History? - ঐতিহাসিক ই এইচ কার।